দেশে মানসিক রোগের বিস্তার ঘটছে আশঙ্কাজনক হারে। পরিণতিতে ঘটছে আত্মহত্যার মতো ঘটনা। বিশেষজ্ঞদের মতে, নানা কারণে হতাশা সমাজের সর্বস্তরে দানা বাঁধছে। পারিবারিক ও সামাজিক জীবনের জটিলতা মানুষের মনোরাজ্যে সৃষ্টি করছে অপ্রত্যাশিত যন্ত্রণা। যার ফলে বিষণœতা ও অবসাদে আক্রান্ত হচ্ছে মানুষ। সমাজমাধ্যম তথা ইন্টারনেট আসক্তি অনেককেই মানসিক রোগী করে তুলছে। পারিবারিক, সামাজিক ও পেশাগত বঞ্চনার পাশাপাশি পরশ্রীকাতরতা মানুষের মনুষ্যত্ব কেড়ে নিচ্ছে। সংঘাত-হানাহানিতে জড়িয়ে পড়ছে অনেকে। সর্বশেষ জাতীয় জরিপে দেখা যায়, দেশে প্রায় ১ কোটি ৭৭ লাখ মানুষ মানসিক সমস্যায় ভুগছে। করোনা মহামারির বিরূপ প্রভাব পড়েছে মানসিক স্বাস্থ্যে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা। এ সংকটে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। ২০০৫ সালে দেশে প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্যা ছিল ৭ কোটি ৬৫ লাখ ২৬ হাজার ৯৯৫। জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ-২০০৩-০৫-এর তথ্য অনুযায়ী প্রাপ্তবয়স্ক নাগরিকের ১৬ শতাংশ মানসিক রোগে আক্রান্ত। সে হিসেবে ওই সময়ে দেশে প্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে মানসিক রোগে আক্রান্ত ছিল প্রায় ১ কোটি ২২ লাখ ৪৪ হাজার ৩১৯ জন। এরপর সর্বশেষ ২০১৮-১৯ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ পরিচালিত হয়। ওই সময় দেশে প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্যা ছিল ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ১০৫। জরিপে প্রাপ্তবয়স্ক নাগরিকের ১৭ শতাংশ মানসিক রোগে আক্রান্ত। সে হিসেবে মানসিক রোগে আক্রান্ত প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪ হাজার ১৫৭ জন। এসব ব্যক্তির ৯২ শতাংশ চিকিৎসকের পরামর্শ কিংবা সেবা নেয় না। মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অস্থিরতার কারণে। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রত্যাশার সঙ্গে বাস্তব অবস্থার পার্থক্য নাগরিকদের মনোজগতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এটি জাতির জন্য অশনিসংকেত। এ সমস্যার সমাধানে সব ক্ষেত্রে আশাবাদের পরিবেশ সৃষ্টিতে যত্নবান হতে হবে সর্বস্তরের সবাইকে।
শিরোনাম
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
মানসিক রোগ
সব ক্ষেত্রে চাই আশাবাদের পরিবেশ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর