মামলাজটের কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের বিচারব্যবস্থা। এ অভিশপ্ত অবস্থার অবসান ঘটাতে নানামুখী পদক্ষেপ নেওয়া হলেও চোখে পড়ার মতো কোনো সাফল্য আসেনি। এর কারণ বিচারক স্বল্পতা। যে কারণে বিচারকদের সদিচ্ছা থাকলেও মামলা নিষ্পত্তিতে কাক্সিক্ষত গতি আনা যাচ্ছে না। দেশের অধস্তন আদালতে পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে প্রায় ৮ লাখ মামলা। আইনজ্ঞদের অভিমত, বিচারক স্বল্পতার পাশাপাশি আইনের ত্রুটি, সাক্ষী হাজির না হওয়াই মামলাজটের অন্যতম কারণ। এসব সমস্যা দ্রুত দূর করে পুরনো মামলা নিষ্পত্তিতে নিতে হবে বিশেষ ব্যবস্থা। সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত দেশের অধস্তন আদালতগুলোতে পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলা ছিল ৭ লাখ ৯৭ হাজার ৬১টি। এর মধ্যে ৪ লাখ ৮০ হাজার ১১৫টি দেওয়ানি এবং ৩ লাখ ১৬ হাজার ৯৪৬টি ফৌজদারি মামলা রয়েছে। এ সময় সারা দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৪২ লাখ ১৮ হাজার ৮৭৫টি। এর মধ্যে উচ্চ আদালতের উভয় বিভাগে বিচারাধীন মামলা ৫ লাখ ৪৩ হাজার ৪৯৭টি এবং অধস্তন আদালতে ৩৬ লাখ ৭৫ হাজার ৯৭৮টি মামলা ছিল। স্মর্তব্য, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দায়িত্ব নিয়েই পুরনো মামলা দ্রুত নিষ্পত্তিতে আট বিভাগের জন্য পৃথক আটটি মনিটরিং সেল গঠন করেন। প্রতি বিভাগের দায়িত্ব দেওয়া হয় হাই কোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে। বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নিয়ে মনিটরিং সেলগুলো পুনর্গঠন করে বড় বিভাগগুলোর জন্য হাই কোর্ট বিভাগের দুজন করে বিচারপতিকে দায়িত্ব দিয়েছেন। যাতে মামলা নিষ্পত্তিতে মনিটরিং সেল আরও কার্যকরভাবে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ৫-১০ বছরের পুরনো মামলা আর ঝুলিয়ে না রেখে কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় সে লক্ষ্যে কাজ করছে মনিটরিং সেল। বিশেষজ্ঞদের মতে, মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচারক, আইনজীবীসহ আদালত-সংশ্লিষ্ট সবার আন্তরিক ভূমিকার বিকল্প নেই। অভিযোগ রয়েছে, আইনজীবীদের একাংশ নিজেদের স্বার্থে মামলা ঝুলিয়ে রাখেন। অভিযোগটি সত্য হলে এ প্রবণতা ঠেকাতে উদ্যোগী হতে হবে। বেরিয়ে আসতে হবে বিচারহীনতার দুর্ভোগ থেকে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
মামলাজট
এ দুর্ভোগের অবসান হোক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর