চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ ১৫৬টি উপজেলায় চলছে ভোটাভুটি। এ নির্বাচনে ৭০ দশমিক ৫১ শতাংশ চেয়ারম্যান প্রার্থী এবং ৬৮ দশমিক ৭৩ শতাংশ ভাইস চেয়ারম্যান প্রার্থীই ব্যবসায়ী। প্রথম ধাপে এই হার ছিল যথাক্রমে ৭০ শতাংশ ও প্রায় ৬৭ শতাংশ। বাংলাদেশে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে গত দেড় দশকে। কমেছে দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী জনগোষ্ঠীর সংখ্যা। তারপরও দেশের লাখ লাখ মানুষের অবস্থান এখনো দারিদ্র্যসীমার নিচে। তবে স্বীকার করতেই হবে এ দেশে রাতারাতি শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া লোকের সংখ্যাও কম নয়। উপজেলা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা তাদের সম্পদের যে তালিকা দিয়েছেন তা চোখ কপালে ওঠার জন্য যথেষ্ট। বিশেষ করে চেয়ারম্যান পদে যারা অধিষ্ঠিত ছিলেন তাদের অনেকে আয়ের যে ফিরিস্তি দিয়েছেন তা ভিরমি খাওয়ার মতো। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি জানিয়েছে, ১০ বছরে একজন উপজেলা চেয়ারম্যানের আয় বেড়েছে সর্বোচ্চ ৫ হাজার ৩৩৬ শতাংশ, পাঁচ বছরে বৃদ্ধির এই হার সর্বোচ্চ ১০ হাজার ৯০০ শতাংশ। অস্থাবর সম্পদ বেড়েছে সর্বোচ্চ ১১ হাজার ৬৬৬ শতাংশ আর স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদ বৃদ্ধির হার সর্বোচ্চ ৮ হাজার ৯৬৮ শতাংশ। একজন সংসদ সদস্যের অস্থাবর সম্পদ বৃদ্ধির হার যেখানে সর্বোচ্চ ৩ হাজার ৬৫ শতাংশ, সেখানে একজন চেয়ারম্যানের অস্থাবর সম্পদ বৃদ্ধির হার সাড়ে ১১ হাজার শতাংশের বেশি। একমাত্র আলাদিনের চেরাগধারীদের পক্ষেই কোনো জনপ্রতিনিধির পক্ষে নিজেদের আয় এমন বাড়ানো সম্ভব। প্রার্থী প্রবরগণ হলফনামায় যে হিসাব দিয়েছেন তার ঠিক-বেঠিক নিয়েও প্রশ্ন রয়েছে। যেখানে ১ ভরি সোনার দাম লাখ টাকারও ওপরে সেখানে ২০-২৫ বছর আগের দামে দেখানোর ঐতিহ্য রয়েছে নির্বাচন প্রার্থীদের। দেশের রাজনীতি প্রকৃত রাজনীতিকদের বদলে অসৎ ব্যবসায়ী ও লুটেরা চক্রের হাতে চলে যাচ্ছে এমন অভিযোগ ওপেন সিক্রেট। আমরা আশা করব টিআইবি শুধু নয়, দুদকও নির্বাচন প্রার্থীদের হলফনামায় উল্লিখিত সম্পদের উৎস তদন্তে এগিয়ে আসবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ