প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আগ্রহ দেখিয়েছেন এবং বলেছেন তাদের জন্য গণভবনের দরজা খোলা। আন্দোলনকারীরা চাইলে যে কোনো সময় আসতে পারেন। দরকার হলে তাদের অভিভাবকদের নিয়েও আসতে পারেন। শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব বিদ্যমান সংকট উত্তরণের সুযোগ সৃষ্টি করেছে। যদিও আন্দোলনকারীরা সরকার বা সরকারপ্রধানের সঙ্গে আলোচনার প্রস্তাবকে নাকচ করেছেন তাৎক্ষণিকভাবে। তারপরও আমরা মনে করি, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে যে গভীর সংকট দানা বেঁধে উঠেছে তাতে সংকট নিরসনে আলোচনায় বসা ছাড়া কোনো ইতিবাচক বিকল্প নেই। দেশের স্থিতিশীলতা, সাংবিধানিক শাসন এবং ১৮ কোটি মানুষের জীবন-জীবিকার স্বার্থে উভয় পক্ষকে দায়িত্বশীল মনোভাব দেখাতে হবে। শিক্ষার্থীদের বুঝতে হবে সরকার আলোচনায় রাজি হয়েছে এটি তাদের আন্দোলনের একটি নৈতিক জয়। এ জয়কে হাতছাড়া করা সুবিবেচনাপ্রসূত হবে না। তবে সরকার পক্ষকেও শিক্ষার্থীদের আস্থা অর্জনের উদ্যোগ নিতে হবে। ইতোমধ্যে আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। যাদের কারণে সংকট শুরু তাদের অপসারণ দাবি করেছেন শিক্ষার্থীরা। সরকার সংশ্লিষ্টরাও এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে একমত। হতাহতদের ক্ষতিপূরণে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলোও জোরদার করা দরকার। আমরা প্রথম থেকেই বলে আসছি শিক্ষার্থীদের দাবির সঙ্গে সরকারের যেহেতু দ্বিমত নেই, সেহেতু সময়ক্ষেপণ করে তৃতীয় পক্ষকে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ দেওয়া যৌক্তিক নয়। এ ব্যাপারে সরকার যে বিলম্ব করেছে তা অবশ্যই সমালোচনাযোগ্য। তবে আলোচনা বা সংলাপের পথ বন্ধ হওয়া উচিত নয়। ভাবতে হবে বাংলাদেশ কোনো দল বা ব্যক্তি নয়, ১৮ কোটি মানুষের। আমজনতার স্বার্থেই সংঘাত এড়ানোর পথ খুঁজতে হবে। ১৮ কোটি মানুষের এই জাতির স্বার্থে সব পক্ষকে নমনীয় হতে হবে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
আলোচনার প্রস্তাব
সংকট নিরসনের প্রকৃষ্ট পথ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর