প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আগ্রহ দেখিয়েছেন এবং বলেছেন তাদের জন্য গণভবনের দরজা খোলা। আন্দোলনকারীরা চাইলে যে কোনো সময় আসতে পারেন। দরকার হলে তাদের অভিভাবকদের নিয়েও আসতে পারেন। শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব বিদ্যমান সংকট উত্তরণের সুযোগ সৃষ্টি করেছে। যদিও আন্দোলনকারীরা সরকার বা সরকারপ্রধানের সঙ্গে আলোচনার প্রস্তাবকে নাকচ করেছেন তাৎক্ষণিকভাবে। তারপরও আমরা মনে করি, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে যে গভীর সংকট দানা বেঁধে উঠেছে তাতে সংকট নিরসনে আলোচনায় বসা ছাড়া কোনো ইতিবাচক বিকল্প নেই। দেশের স্থিতিশীলতা, সাংবিধানিক শাসন এবং ১৮ কোটি মানুষের জীবন-জীবিকার স্বার্থে উভয় পক্ষকে দায়িত্বশীল মনোভাব দেখাতে হবে। শিক্ষার্থীদের বুঝতে হবে সরকার আলোচনায় রাজি হয়েছে এটি তাদের আন্দোলনের একটি নৈতিক জয়। এ জয়কে হাতছাড়া করা সুবিবেচনাপ্রসূত হবে না। তবে সরকার পক্ষকেও শিক্ষার্থীদের আস্থা অর্জনের উদ্যোগ নিতে হবে। ইতোমধ্যে আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। যাদের কারণে সংকট শুরু তাদের অপসারণ দাবি করেছেন শিক্ষার্থীরা। সরকার সংশ্লিষ্টরাও এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে একমত। হতাহতদের ক্ষতিপূরণে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলোও জোরদার করা দরকার। আমরা প্রথম থেকেই বলে আসছি শিক্ষার্থীদের দাবির সঙ্গে সরকারের যেহেতু দ্বিমত নেই, সেহেতু সময়ক্ষেপণ করে তৃতীয় পক্ষকে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ দেওয়া যৌক্তিক নয়। এ ব্যাপারে সরকার যে বিলম্ব করেছে তা অবশ্যই সমালোচনাযোগ্য। তবে আলোচনা বা সংলাপের পথ বন্ধ হওয়া উচিত নয়। ভাবতে হবে বাংলাদেশ কোনো দল বা ব্যক্তি নয়, ১৮ কোটি মানুষের। আমজনতার স্বার্থেই সংঘাত এড়ানোর পথ খুঁজতে হবে। ১৮ কোটি মানুষের এই জাতির স্বার্থে সব পক্ষকে নমনীয় হতে হবে।
শিরোনাম
- হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
আলোচনার প্রস্তাব
সংকট নিরসনের প্রকৃষ্ট পথ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর