দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার ছয় মাস পরও বড় ধরনের প্রশ্ন হয়ে বিরাজ করছে। খোদ রাজধানীতে রাতে কিংবা ভোরে মানুষ চলাচল করছে জীবন হাতে রেখে। মফস্বল শহর এমনকি গাঁও-গেরামের অবস্থা আরও ভয়াবহ। বৈষম্য ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে আইনশৃৃঙ্খলা বাহিনী একপর্যায়ে আন্দোলনকারীদের ক্ষোভের লক্ষ্যস্থলে পরিণত হয়। দীর্ঘ দেড় দশক ধরে ভোটবিহীন নির্বাচনে ক্ষমতা কুক্ষিগতকারী পতিত সরকার আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করার অনিবার্য পরিণতি ছিল এই ক্ষোভ। এ সময় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র লুট হয় এবং সে লুটের সুযোগ নেয় পেশাদার অপরাধীরা। যা আইনশৃঙ্খলার জন্য বিড়ম্বনা ডেকে আনছে। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পুনঃস্থাপনে আন্তরিকভাবে কাজ করলেও সে কাজের গতি যে সন্তোষজনক নয়, তা এক প্রতিষ্ঠিত সত্যি। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে মন্থরতার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। তারা সাধারণ মানুষকে যেমন জিম্মি করার চেষ্টা চালাচ্ছে, তেমন আধিপত্য বিস্তারের লড়াইয়ে নিজেরা পরস্পরের দিকে অস্ত্র শানাচ্ছে। মাদক কারবারের নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার, রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে একে অন্যের দিকে গুলি ছুড়ছে। সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হলেও অবৈধ অস্ত্র উদ্ধারের সংখ্যা একেবারেই নগণ্য। কারণ ৫ আগস্ট গণ অভ্যুত্থানের আগে-পরে দেশের বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনা থেকে ১১ ধরনের ৫ হাজার ৭৫০টি অস্ত্র লুট হয়েছে। এখনো উদ্ধার হয়নি লুট হওয়া ১ হাজার ৩৯২টি অস্ত্র, যার মধ্যে পিস্তল রয়েছে ৬৮৩টি। পুলিশের বাইরে অন্যান্য বাহিনীরও অস্ত্র লুট হয়েছে। যেগুলোর হিসাব প্রকাশ্যে আসেনি। এখনো বেহাত অবস্থায় আছে পুলিশের ২ লাখ ৬০ হাজার ৫৩১ রাউন্ড গোলাবারুদ। এ অস্ত্রশস্ত্র চলে গেছে মানুষ শকুন নামধারী সন্ত্রাসীদের হাতে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে অবশ্যই কঠোর হতে হবে। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিতে হবে জিরো টলারেন্স। নিজেদের সুনামের স্বার্থেই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও যত্নবান হওয়া জরুরি। দেশের মানুষের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার চেয়ে শান্তিতে ঘুমানোও বড় এক মানবাধিকার। তা যারা ব্যাহত করছে, তাদের রুখতে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার বিকল্প নেই।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
আইনশৃঙ্খলা
মানুষশকুনদের রুখতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর