দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার ছয় মাস পরও বড় ধরনের প্রশ্ন হয়ে বিরাজ করছে। খোদ রাজধানীতে রাতে কিংবা ভোরে মানুষ চলাচল করছে জীবন হাতে রেখে। মফস্বল শহর এমনকি গাঁও-গেরামের অবস্থা আরও ভয়াবহ। বৈষম্য ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে আইনশৃৃঙ্খলা বাহিনী একপর্যায়ে আন্দোলনকারীদের ক্ষোভের লক্ষ্যস্থলে পরিণত হয়। দীর্ঘ দেড় দশক ধরে ভোটবিহীন নির্বাচনে ক্ষমতা কুক্ষিগতকারী পতিত সরকার আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করার অনিবার্য পরিণতি ছিল এই ক্ষোভ। এ সময় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র লুট হয় এবং সে লুটের সুযোগ নেয় পেশাদার অপরাধীরা। যা আইনশৃঙ্খলার জন্য বিড়ম্বনা ডেকে আনছে। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পুনঃস্থাপনে আন্তরিকভাবে কাজ করলেও সে কাজের গতি যে সন্তোষজনক নয়, তা এক প্রতিষ্ঠিত সত্যি। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে মন্থরতার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। তারা সাধারণ মানুষকে যেমন জিম্মি করার চেষ্টা চালাচ্ছে, তেমন আধিপত্য বিস্তারের লড়াইয়ে নিজেরা পরস্পরের দিকে অস্ত্র শানাচ্ছে। মাদক কারবারের নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার, রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে একে অন্যের দিকে গুলি ছুড়ছে। সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হলেও অবৈধ অস্ত্র উদ্ধারের সংখ্যা একেবারেই নগণ্য। কারণ ৫ আগস্ট গণ অভ্যুত্থানের আগে-পরে দেশের বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনা থেকে ১১ ধরনের ৫ হাজার ৭৫০টি অস্ত্র লুট হয়েছে। এখনো উদ্ধার হয়নি লুট হওয়া ১ হাজার ৩৯২টি অস্ত্র, যার মধ্যে পিস্তল রয়েছে ৬৮৩টি। পুলিশের বাইরে অন্যান্য বাহিনীরও অস্ত্র লুট হয়েছে। যেগুলোর হিসাব প্রকাশ্যে আসেনি। এখনো বেহাত অবস্থায় আছে পুলিশের ২ লাখ ৬০ হাজার ৫৩১ রাউন্ড গোলাবারুদ। এ অস্ত্রশস্ত্র চলে গেছে মানুষ শকুন নামধারী সন্ত্রাসীদের হাতে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে অবশ্যই কঠোর হতে হবে। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিতে হবে জিরো টলারেন্স। নিজেদের সুনামের স্বার্থেই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও যত্নবান হওয়া জরুরি। দেশের মানুষের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার চেয়ে শান্তিতে ঘুমানোও বড় এক মানবাধিকার। তা যারা ব্যাহত করছে, তাদের রুখতে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার বিকল্প নেই।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
আইনশৃঙ্খলা
মানুষশকুনদের রুখতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর