দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার ছয় মাস পরও বড় ধরনের প্রশ্ন হয়ে বিরাজ করছে। খোদ রাজধানীতে রাতে কিংবা ভোরে মানুষ চলাচল করছে জীবন হাতে রেখে। মফস্বল শহর এমনকি গাঁও-গেরামের অবস্থা আরও ভয়াবহ। বৈষম্য ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে আইনশৃৃঙ্খলা বাহিনী একপর্যায়ে আন্দোলনকারীদের ক্ষোভের লক্ষ্যস্থলে পরিণত হয়। দীর্ঘ দেড় দশক ধরে ভোটবিহীন নির্বাচনে ক্ষমতা কুক্ষিগতকারী পতিত সরকার আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করার অনিবার্য পরিণতি ছিল এই ক্ষোভ। এ সময় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র লুট হয় এবং সে লুটের সুযোগ নেয় পেশাদার অপরাধীরা। যা আইনশৃঙ্খলার জন্য বিড়ম্বনা ডেকে আনছে। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পুনঃস্থাপনে আন্তরিকভাবে কাজ করলেও সে কাজের গতি যে সন্তোষজনক নয়, তা এক প্রতিষ্ঠিত সত্যি। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে মন্থরতার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। তারা সাধারণ মানুষকে যেমন জিম্মি করার চেষ্টা চালাচ্ছে, তেমন আধিপত্য বিস্তারের লড়াইয়ে নিজেরা পরস্পরের দিকে অস্ত্র শানাচ্ছে। মাদক কারবারের নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার, রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে একে অন্যের দিকে গুলি ছুড়ছে। সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হলেও অবৈধ অস্ত্র উদ্ধারের সংখ্যা একেবারেই নগণ্য। কারণ ৫ আগস্ট গণ অভ্যুত্থানের আগে-পরে দেশের বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনা থেকে ১১ ধরনের ৫ হাজার ৭৫০টি অস্ত্র লুট হয়েছে। এখনো উদ্ধার হয়নি লুট হওয়া ১ হাজার ৩৯২টি অস্ত্র, যার মধ্যে পিস্তল রয়েছে ৬৮৩টি। পুলিশের বাইরে অন্যান্য বাহিনীরও অস্ত্র লুট হয়েছে। যেগুলোর হিসাব প্রকাশ্যে আসেনি। এখনো বেহাত অবস্থায় আছে পুলিশের ২ লাখ ৬০ হাজার ৫৩১ রাউন্ড গোলাবারুদ। এ অস্ত্রশস্ত্র চলে গেছে মানুষ শকুন নামধারী সন্ত্রাসীদের হাতে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে অবশ্যই কঠোর হতে হবে। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিতে হবে জিরো টলারেন্স। নিজেদের সুনামের স্বার্থেই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও যত্নবান হওয়া জরুরি। দেশের মানুষের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার চেয়ে শান্তিতে ঘুমানোও বড় এক মানবাধিকার। তা যারা ব্যাহত করছে, তাদের রুখতে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার বিকল্প নেই।
শিরোনাম
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা