সভ্য সমাজের অপরিহার্য অঙ্গ হিসেবে বিবেচিত বিচার বিভাগ। রাষ্ট্রের অন্য দুটি অঙ্গ নির্বাহী ও আইন বিভাগের মতোই বিচার বিভাগ সমগুরুত্ব পায় অগ্রসর গণতান্ত্রিক দেশগুলোতে। আইনের শাসন ও প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ ভূমিকা রাখে। প্রধান বিচারপতি সংগত কারণেই বিচার বিভাগকে রাষ্ট্রের তৃতীয় অঙ্গ হিসেবে নয় বরং নির্বাহী ও আইন বিভাগের সমমর্যাদায় উন্নীত করার ওপর জোর দিয়েছেন। আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগকে নির্বাহী ও আইন বিভাগের সমপর্যায়ে উন্নীত করার যে কথা বলেছেন, তা খুবই তাৎপর্যপূর্ণ। সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অঙ্গকে অতীতে অন্য বিভাগের খবরদাবির মুখে পড়তে হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে বিচারপতিদেরও জনরোষের শিকার হতে হয়েছে অবাঞ্ছিত খবরদারির কারণে। আশার কথা, জুলাই গণ অভ্যুত্থানের পর বিচার বিভাগকে স্বাধীন ও স্বকীয় মর্যাদায় প্রতিষ্ঠার চেষ্টা চলছে। স্মর্তব্য গত ২৪ মার্চ হাই কোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২৫ মার্চ শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁদের নিয়োগ কার্যকর হয়। আপিল বিভাগের দুই বিচারপতিকে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, গত বছরের শেষদিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরু হয়েছে। শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এটি সুপ্রিম কোর্টের স্বায়ত্তশাসিত কাঠামো। বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলও একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এই কাঠামো নির্বাহী ও আইন বিভাগের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগকে পূর্ণ স্বায়ত্তশাসনের দিকে নিয়ে যেতে পারে। আমরা আশা করব, বিচার বিভাগের স্বায়ত্তশাসন নিশ্চিত হওয়ায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়ও তা অবদান রাখবে।
শিরোনাম
- দেশের সব গ্যাস কূপে ড্রিলিং কাজ ৭২ ঘণ্টা বন্ধ রাখার পরামর্শ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
বিচার বিভাগের মর্যাদা
ন্যায়বিচার নিশ্চিত হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর