সভ্য সমাজের অপরিহার্য অঙ্গ হিসেবে বিবেচিত বিচার বিভাগ। রাষ্ট্রের অন্য দুটি অঙ্গ নির্বাহী ও আইন বিভাগের মতোই বিচার বিভাগ সমগুরুত্ব পায় অগ্রসর গণতান্ত্রিক দেশগুলোতে। আইনের শাসন ও প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ ভূমিকা রাখে। প্রধান বিচারপতি সংগত কারণেই বিচার বিভাগকে রাষ্ট্রের তৃতীয় অঙ্গ হিসেবে নয় বরং নির্বাহী ও আইন বিভাগের সমমর্যাদায় উন্নীত করার ওপর জোর দিয়েছেন। আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগকে নির্বাহী ও আইন বিভাগের সমপর্যায়ে উন্নীত করার যে কথা বলেছেন, তা খুবই তাৎপর্যপূর্ণ। সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অঙ্গকে অতীতে অন্য বিভাগের খবরদাবির মুখে পড়তে হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে বিচারপতিদেরও জনরোষের শিকার হতে হয়েছে অবাঞ্ছিত খবরদারির কারণে। আশার কথা, জুলাই গণ অভ্যুত্থানের পর বিচার বিভাগকে স্বাধীন ও স্বকীয় মর্যাদায় প্রতিষ্ঠার চেষ্টা চলছে। স্মর্তব্য গত ২৪ মার্চ হাই কোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২৫ মার্চ শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁদের নিয়োগ কার্যকর হয়। আপিল বিভাগের দুই বিচারপতিকে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, গত বছরের শেষদিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরু হয়েছে। শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এটি সুপ্রিম কোর্টের স্বায়ত্তশাসিত কাঠামো। বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলও একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এই কাঠামো নির্বাহী ও আইন বিভাগের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগকে পূর্ণ স্বায়ত্তশাসনের দিকে নিয়ে যেতে পারে। আমরা আশা করব, বিচার বিভাগের স্বায়ত্তশাসন নিশ্চিত হওয়ায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়ও তা অবদান রাখবে।
শিরোনাম
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি
- ২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ
- আশরাফুল হত্যা: ফাঁসির দাবিতে উত্তাল গোপালপুর
- ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা