সভ্য সমাজের অপরিহার্য অঙ্গ হিসেবে বিবেচিত বিচার বিভাগ। রাষ্ট্রের অন্য দুটি অঙ্গ নির্বাহী ও আইন বিভাগের মতোই বিচার বিভাগ সমগুরুত্ব পায় অগ্রসর গণতান্ত্রিক দেশগুলোতে। আইনের শাসন ও প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ ভূমিকা রাখে। প্রধান বিচারপতি সংগত কারণেই বিচার বিভাগকে রাষ্ট্রের তৃতীয় অঙ্গ হিসেবে নয় বরং নির্বাহী ও আইন বিভাগের সমমর্যাদায় উন্নীত করার ওপর জোর দিয়েছেন। আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগকে নির্বাহী ও আইন বিভাগের সমপর্যায়ে উন্নীত করার যে কথা বলেছেন, তা খুবই তাৎপর্যপূর্ণ। সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অঙ্গকে অতীতে অন্য বিভাগের খবরদাবির মুখে পড়তে হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে বিচারপতিদেরও জনরোষের শিকার হতে হয়েছে অবাঞ্ছিত খবরদারির কারণে। আশার কথা, জুলাই গণ অভ্যুত্থানের পর বিচার বিভাগকে স্বাধীন ও স্বকীয় মর্যাদায় প্রতিষ্ঠার চেষ্টা চলছে। স্মর্তব্য গত ২৪ মার্চ হাই কোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২৫ মার্চ শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁদের নিয়োগ কার্যকর হয়। আপিল বিভাগের দুই বিচারপতিকে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, গত বছরের শেষদিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরু হয়েছে। শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এটি সুপ্রিম কোর্টের স্বায়ত্তশাসিত কাঠামো। বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলও একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এই কাঠামো নির্বাহী ও আইন বিভাগের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগকে পূর্ণ স্বায়ত্তশাসনের দিকে নিয়ে যেতে পারে। আমরা আশা করব, বিচার বিভাগের স্বায়ত্তশাসন নিশ্চিত হওয়ায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়ও তা অবদান রাখবে।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
বিচার বিভাগের মর্যাদা
ন্যায়বিচার নিশ্চিত হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর