সভ্য সমাজের অপরিহার্য অঙ্গ হিসেবে বিবেচিত বিচার বিভাগ। রাষ্ট্রের অন্য দুটি অঙ্গ নির্বাহী ও আইন বিভাগের মতোই বিচার বিভাগ সমগুরুত্ব পায় অগ্রসর গণতান্ত্রিক দেশগুলোতে। আইনের শাসন ও প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ ভূমিকা রাখে। প্রধান বিচারপতি সংগত কারণেই বিচার বিভাগকে রাষ্ট্রের তৃতীয় অঙ্গ হিসেবে নয় বরং নির্বাহী ও আইন বিভাগের সমমর্যাদায় উন্নীত করার ওপর জোর দিয়েছেন। আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগকে নির্বাহী ও আইন বিভাগের সমপর্যায়ে উন্নীত করার যে কথা বলেছেন, তা খুবই তাৎপর্যপূর্ণ। সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অঙ্গকে অতীতে অন্য বিভাগের খবরদাবির মুখে পড়তে হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে বিচারপতিদেরও জনরোষের শিকার হতে হয়েছে অবাঞ্ছিত খবরদারির কারণে। আশার কথা, জুলাই গণ অভ্যুত্থানের পর বিচার বিভাগকে স্বাধীন ও স্বকীয় মর্যাদায় প্রতিষ্ঠার চেষ্টা চলছে। স্মর্তব্য গত ২৪ মার্চ হাই কোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২৫ মার্চ শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁদের নিয়োগ কার্যকর হয়। আপিল বিভাগের দুই বিচারপতিকে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, গত বছরের শেষদিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরু হয়েছে। শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এটি সুপ্রিম কোর্টের স্বায়ত্তশাসিত কাঠামো। বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলও একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এই কাঠামো নির্বাহী ও আইন বিভাগের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগকে পূর্ণ স্বায়ত্তশাসনের দিকে নিয়ে যেতে পারে। আমরা আশা করব, বিচার বিভাগের স্বায়ত্তশাসন নিশ্চিত হওয়ায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়ও তা অবদান রাখবে।
শিরোনাম
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
বিচার বিভাগের মর্যাদা
ন্যায়বিচার নিশ্চিত হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর