স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এটি যেমন খুশির খবর- একই সঙ্গে ঝুঁকিরও। উন্নয়নশীল দেশের কাতারে উঠলে শিল্পোন্নত দেশগুলো বাংলাদেশকে তাদের সহযোগী হিসেবে ভাববে। পদ্মা মেঘনা যমুনা বুড়িগঙ্গা পাড়ের দেশ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটবে। তবে স্বল্পোন্নত দেশ হিসেবে এতদিন উন্নত দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ যে অনুকম্পা পেত, তারও অবসান ঘটবে একই সঙ্গে। গত কয়েক বছর উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি চললেও এ-সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ প্রস্তুতি নেওয়া হচ্ছে কি না, তা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ওষুধশিল্প। নির্দিষ্ট কোম্পানি থেকে কাঁচামালও কিনতে হবে বেশি দামে। মেধাস্বত্ব ছাড় সুবিধা বাতিল হলে ওষুধের দাম বাড়ার চ্যালেঞ্জ সৃষ্টি হবে। এ অবস্থায় যথাশিগগির প্যাটেন্ট প্রোডাক্টগুলো অনুমোদন করে রাখার পরামর্শ দিয়েছে ওষুধশিল্প প্রতিষ্ঠানগুলো। নয়তো কয়েক গুণ বেশি দামে রোগীদের কিনতে হবে জীবন রক্ষাকারী ওষুধ। ছোটবড় মিলিয়ে বর্তমানে দেশে ৩০৭টি ওষুধ কোম্পানি রয়েছে। বিশ্বের ১৫০টির বেশি দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ। গত বছর ওষুধের বাজার ছিল ২ দশমিক ৯২ বিলিয়ন ডলার। আগামী পাঁচ বছরে এ বাজারের পরিমাণ দাঁড়াবে ৬ দশমিক ১৭ বিলিয়ন ডলারে। রিসার্ভ ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বাংলাদেশ ও ভারতের কোম্পানিগুলো ওষুধ উৎপাদন করে। মৌলিক গবেষণার মাধ্যমে ওষুধ উদ্ভাবন ও উৎপাদনের মতো আর্থিক সক্ষমতা এ দেশের কোম্পানিগুলোর নেই। এজন্য যে বিপুল বিনিয়োগের প্রয়োজন হয়, সে সামর্থ্য নেই বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর। বিশ্ববাণিজ্য সংস্থার সঙ্গে সদস্য দেশগুলোর ১৯৯৪ সালের চুক্তি অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলো ২০২৯ সাল পর্যন্ত কোনো প্যাটেন্ট ফি ছাড়াই ওষুধ উৎপাদন করতে পারবে। তার আগে কীভাবে দেশে ওষুধের উপকরণ তৈরি করা যায়, সে যোগ্যতা অর্জনের চেষ্টা চালাতে হবে এখন থেকেই।
শিরোনাম
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি