স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এটি যেমন খুশির খবর- একই সঙ্গে ঝুঁকিরও। উন্নয়নশীল দেশের কাতারে উঠলে শিল্পোন্নত দেশগুলো বাংলাদেশকে তাদের সহযোগী হিসেবে ভাববে। পদ্মা মেঘনা যমুনা বুড়িগঙ্গা পাড়ের দেশ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটবে। তবে স্বল্পোন্নত দেশ হিসেবে এতদিন উন্নত দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ যে অনুকম্পা পেত, তারও অবসান ঘটবে একই সঙ্গে। গত কয়েক বছর উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি চললেও এ-সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ প্রস্তুতি নেওয়া হচ্ছে কি না, তা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ওষুধশিল্প। নির্দিষ্ট কোম্পানি থেকে কাঁচামালও কিনতে হবে বেশি দামে। মেধাস্বত্ব ছাড় সুবিধা বাতিল হলে ওষুধের দাম বাড়ার চ্যালেঞ্জ সৃষ্টি হবে। এ অবস্থায় যথাশিগগির প্যাটেন্ট প্রোডাক্টগুলো অনুমোদন করে রাখার পরামর্শ দিয়েছে ওষুধশিল্প প্রতিষ্ঠানগুলো। নয়তো কয়েক গুণ বেশি দামে রোগীদের কিনতে হবে জীবন রক্ষাকারী ওষুধ। ছোটবড় মিলিয়ে বর্তমানে দেশে ৩০৭টি ওষুধ কোম্পানি রয়েছে। বিশ্বের ১৫০টির বেশি দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ। গত বছর ওষুধের বাজার ছিল ২ দশমিক ৯২ বিলিয়ন ডলার। আগামী পাঁচ বছরে এ বাজারের পরিমাণ দাঁড়াবে ৬ দশমিক ১৭ বিলিয়ন ডলারে। রিসার্ভ ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বাংলাদেশ ও ভারতের কোম্পানিগুলো ওষুধ উৎপাদন করে। মৌলিক গবেষণার মাধ্যমে ওষুধ উদ্ভাবন ও উৎপাদনের মতো আর্থিক সক্ষমতা এ দেশের কোম্পানিগুলোর নেই। এজন্য যে বিপুল বিনিয়োগের প্রয়োজন হয়, সে সামর্থ্য নেই বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর। বিশ্ববাণিজ্য সংস্থার সঙ্গে সদস্য দেশগুলোর ১৯৯৪ সালের চুক্তি অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলো ২০২৯ সাল পর্যন্ত কোনো প্যাটেন্ট ফি ছাড়াই ওষুধ উৎপাদন করতে পারবে। তার আগে কীভাবে দেশে ওষুধের উপকরণ তৈরি করা যায়, সে যোগ্যতা অর্জনের চেষ্টা চালাতে হবে এখন থেকেই।
শিরোনাম
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
ওষুধ উৎপাদন
চ্যালেঞ্জ মোকাবিলায় পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর