স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এটি যেমন খুশির খবর- একই সঙ্গে ঝুঁকিরও। উন্নয়নশীল দেশের কাতারে উঠলে শিল্পোন্নত দেশগুলো বাংলাদেশকে তাদের সহযোগী হিসেবে ভাববে। পদ্মা মেঘনা যমুনা বুড়িগঙ্গা পাড়ের দেশ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটবে। তবে স্বল্পোন্নত দেশ হিসেবে এতদিন উন্নত দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ যে অনুকম্পা পেত, তারও অবসান ঘটবে একই সঙ্গে। গত কয়েক বছর উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি চললেও এ-সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ প্রস্তুতি নেওয়া হচ্ছে কি না, তা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ওষুধশিল্প। নির্দিষ্ট কোম্পানি থেকে কাঁচামালও কিনতে হবে বেশি দামে। মেধাস্বত্ব ছাড় সুবিধা বাতিল হলে ওষুধের দাম বাড়ার চ্যালেঞ্জ সৃষ্টি হবে। এ অবস্থায় যথাশিগগির প্যাটেন্ট প্রোডাক্টগুলো অনুমোদন করে রাখার পরামর্শ দিয়েছে ওষুধশিল্প প্রতিষ্ঠানগুলো। নয়তো কয়েক গুণ বেশি দামে রোগীদের কিনতে হবে জীবন রক্ষাকারী ওষুধ। ছোটবড় মিলিয়ে বর্তমানে দেশে ৩০৭টি ওষুধ কোম্পানি রয়েছে। বিশ্বের ১৫০টির বেশি দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ। গত বছর ওষুধের বাজার ছিল ২ দশমিক ৯২ বিলিয়ন ডলার। আগামী পাঁচ বছরে এ বাজারের পরিমাণ দাঁড়াবে ৬ দশমিক ১৭ বিলিয়ন ডলারে। রিসার্ভ ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বাংলাদেশ ও ভারতের কোম্পানিগুলো ওষুধ উৎপাদন করে। মৌলিক গবেষণার মাধ্যমে ওষুধ উদ্ভাবন ও উৎপাদনের মতো আর্থিক সক্ষমতা এ দেশের কোম্পানিগুলোর নেই। এজন্য যে বিপুল বিনিয়োগের প্রয়োজন হয়, সে সামর্থ্য নেই বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর। বিশ্ববাণিজ্য সংস্থার সঙ্গে সদস্য দেশগুলোর ১৯৯৪ সালের চুক্তি অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলো ২০২৯ সাল পর্যন্ত কোনো প্যাটেন্ট ফি ছাড়াই ওষুধ উৎপাদন করতে পারবে। তার আগে কীভাবে দেশে ওষুধের উপকরণ তৈরি করা যায়, সে যোগ্যতা অর্জনের চেষ্টা চালাতে হবে এখন থেকেই।
শিরোনাম
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
ওষুধ উৎপাদন
চ্যালেঞ্জ মোকাবিলায় পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর