কাশ্মীরে জঙ্গি হামলায় ২৮ জন পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুতর অবনতি ঘটেছে। ভারতের বিশ্বাস এ জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তান জড়িত। অভিযোগটি জোরের সঙ্গে তা অস্বীকার করেছে ইসলামাবাদ। তবে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে যে জঙ্গি সংগঠনটি, তাদের একসময়ের পাকিস্তান কানেকশন ওপেনসিক্রেট। ইসলামাবাদের শাসকদের ভাষ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার কারণে তারা একসময় অনেক না-হক কাজ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখন পাকিস্তান জঙ্গিবাদকে কোনোভাবে প্রশ্রয় দিচ্ছে না। পাকিস্তান কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশে জঙ্গি হামলার দায় শুধু অস্বীকার নয়, অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে বলছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সংযম প্রদর্শন এবং সৌদি আরব ও ইরান মধ্যস্থতার প্রস্তাব দেওয়া সত্ত্বেও বৃহস্পতিবার দিনগত রাতের পর শুক্রবার রাতেও দুই দেশের সেনারা পাল্টাপাল্টি গুলি চালিয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে তাঁর বাহিনী পুরো প্রস্তুত। পাশাপাশি পাকিস্তান পেহেলগামে জঙ্গি হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্তও দাবি করেছে। ভারতও যুদ্ধের নানা প্রস্তুতি গ্রহণের পাশাপাশি শনিবার গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করে ‘ভারতীয় সামরিক তৎপরতার’ কোনো খবর বা ভিডিওচিত্র প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি দেশটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থানকারী পাকিস্তানিদের শনাক্ত করে তাদের স্বদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পক্ষে-বিপক্ষে কিছু না বলে দুই দেশকে ইঙ্গিত করে বলেছেন, তারা নিজেরাই নিজেদের সামলে নেবে। ভারত সামরিক সামর্থ্যরে দিক থেকে বিশ্বের চতুর্থ দেশ; পাকিস্তানের অবস্থান দ্বাদশ। দুই দেশই পারমাণবিক শক্তির অধিকারী। মূল সংকট সেখানে। যুদ্ধ বেঁধে গেলে তা পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে ঝুঁকি তৈরি করবে, তা এড়াতে দুই দেশ সংযমের পথ বেছে নেবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
পাক-ভারত উত্তেজনা
সংযমের পথই উত্তম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর