কাশ্মীরে জঙ্গি হামলায় ২৮ জন পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুতর অবনতি ঘটেছে। ভারতের বিশ্বাস এ জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তান জড়িত। অভিযোগটি জোরের সঙ্গে তা অস্বীকার করেছে ইসলামাবাদ। তবে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে যে জঙ্গি সংগঠনটি, তাদের একসময়ের পাকিস্তান কানেকশন ওপেনসিক্রেট। ইসলামাবাদের শাসকদের ভাষ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার কারণে তারা একসময় অনেক না-হক কাজ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখন পাকিস্তান জঙ্গিবাদকে কোনোভাবে প্রশ্রয় দিচ্ছে না। পাকিস্তান কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশে জঙ্গি হামলার দায় শুধু অস্বীকার নয়, অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে বলছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সংযম প্রদর্শন এবং সৌদি আরব ও ইরান মধ্যস্থতার প্রস্তাব দেওয়া সত্ত্বেও বৃহস্পতিবার দিনগত রাতের পর শুক্রবার রাতেও দুই দেশের সেনারা পাল্টাপাল্টি গুলি চালিয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে তাঁর বাহিনী পুরো প্রস্তুত। পাশাপাশি পাকিস্তান পেহেলগামে জঙ্গি হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্তও দাবি করেছে। ভারতও যুদ্ধের নানা প্রস্তুতি গ্রহণের পাশাপাশি শনিবার গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করে ‘ভারতীয় সামরিক তৎপরতার’ কোনো খবর বা ভিডিওচিত্র প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি দেশটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থানকারী পাকিস্তানিদের শনাক্ত করে তাদের স্বদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পক্ষে-বিপক্ষে কিছু না বলে দুই দেশকে ইঙ্গিত করে বলেছেন, তারা নিজেরাই নিজেদের সামলে নেবে। ভারত সামরিক সামর্থ্যরে দিক থেকে বিশ্বের চতুর্থ দেশ; পাকিস্তানের অবস্থান দ্বাদশ। দুই দেশই পারমাণবিক শক্তির অধিকারী। মূল সংকট সেখানে। যুদ্ধ বেঁধে গেলে তা পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে ঝুঁকি তৈরি করবে, তা এড়াতে দুই দেশ সংযমের পথ বেছে নেবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি