কাশ্মীরে জঙ্গি হামলায় ২৮ জন পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুতর অবনতি ঘটেছে। ভারতের বিশ্বাস এ জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তান জড়িত। অভিযোগটি জোরের সঙ্গে তা অস্বীকার করেছে ইসলামাবাদ। তবে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে যে জঙ্গি সংগঠনটি, তাদের একসময়ের পাকিস্তান কানেকশন ওপেনসিক্রেট। ইসলামাবাদের শাসকদের ভাষ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার কারণে তারা একসময় অনেক না-হক কাজ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখন পাকিস্তান জঙ্গিবাদকে কোনোভাবে প্রশ্রয় দিচ্ছে না। পাকিস্তান কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশে জঙ্গি হামলার দায় শুধু অস্বীকার নয়, অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে বলছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সংযম প্রদর্শন এবং সৌদি আরব ও ইরান মধ্যস্থতার প্রস্তাব দেওয়া সত্ত্বেও বৃহস্পতিবার দিনগত রাতের পর শুক্রবার রাতেও দুই দেশের সেনারা পাল্টাপাল্টি গুলি চালিয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে তাঁর বাহিনী পুরো প্রস্তুত। পাশাপাশি পাকিস্তান পেহেলগামে জঙ্গি হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্তও দাবি করেছে। ভারতও যুদ্ধের নানা প্রস্তুতি গ্রহণের পাশাপাশি শনিবার গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করে ‘ভারতীয় সামরিক তৎপরতার’ কোনো খবর বা ভিডিওচিত্র প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি দেশটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থানকারী পাকিস্তানিদের শনাক্ত করে তাদের স্বদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পক্ষে-বিপক্ষে কিছু না বলে দুই দেশকে ইঙ্গিত করে বলেছেন, তারা নিজেরাই নিজেদের সামলে নেবে। ভারত সামরিক সামর্থ্যরে দিক থেকে বিশ্বের চতুর্থ দেশ; পাকিস্তানের অবস্থান দ্বাদশ। দুই দেশই পারমাণবিক শক্তির অধিকারী। মূল সংকট সেখানে। যুদ্ধ বেঁধে গেলে তা পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে ঝুঁকি তৈরি করবে, তা এড়াতে দুই দেশ সংযমের পথ বেছে নেবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
পাক-ভারত উত্তেজনা
সংযমের পথই উত্তম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর