কাশ্মীরে জঙ্গি হামলায় ২৮ জন পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুতর অবনতি ঘটেছে। ভারতের বিশ্বাস এ জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তান জড়িত। অভিযোগটি জোরের সঙ্গে তা অস্বীকার করেছে ইসলামাবাদ। তবে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে যে জঙ্গি সংগঠনটি, তাদের একসময়ের পাকিস্তান কানেকশন ওপেনসিক্রেট। ইসলামাবাদের শাসকদের ভাষ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার কারণে তারা একসময় অনেক না-হক কাজ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখন পাকিস্তান জঙ্গিবাদকে কোনোভাবে প্রশ্রয় দিচ্ছে না। পাকিস্তান কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশে জঙ্গি হামলার দায় শুধু অস্বীকার নয়, অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে বলছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সংযম প্রদর্শন এবং সৌদি আরব ও ইরান মধ্যস্থতার প্রস্তাব দেওয়া সত্ত্বেও বৃহস্পতিবার দিনগত রাতের পর শুক্রবার রাতেও দুই দেশের সেনারা পাল্টাপাল্টি গুলি চালিয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে তাঁর বাহিনী পুরো প্রস্তুত। পাশাপাশি পাকিস্তান পেহেলগামে জঙ্গি হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্তও দাবি করেছে। ভারতও যুদ্ধের নানা প্রস্তুতি গ্রহণের পাশাপাশি শনিবার গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করে ‘ভারতীয় সামরিক তৎপরতার’ কোনো খবর বা ভিডিওচিত্র প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি দেশটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থানকারী পাকিস্তানিদের শনাক্ত করে তাদের স্বদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পক্ষে-বিপক্ষে কিছু না বলে দুই দেশকে ইঙ্গিত করে বলেছেন, তারা নিজেরাই নিজেদের সামলে নেবে। ভারত সামরিক সামর্থ্যরে দিক থেকে বিশ্বের চতুর্থ দেশ; পাকিস্তানের অবস্থান দ্বাদশ। দুই দেশই পারমাণবিক শক্তির অধিকারী। মূল সংকট সেখানে। যুদ্ধ বেঁধে গেলে তা পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে ঝুঁকি তৈরি করবে, তা এড়াতে দুই দেশ সংযমের পথ বেছে নেবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
পাক-ভারত উত্তেজনা
সংযমের পথই উত্তম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর