কাশ্মীরে জঙ্গি হামলায় ২৮ জন পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুতর অবনতি ঘটেছে। ভারতের বিশ্বাস এ জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তান জড়িত। অভিযোগটি জোরের সঙ্গে তা অস্বীকার করেছে ইসলামাবাদ। তবে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে যে জঙ্গি সংগঠনটি, তাদের একসময়ের পাকিস্তান কানেকশন ওপেনসিক্রেট। ইসলামাবাদের শাসকদের ভাষ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার কারণে তারা একসময় অনেক না-হক কাজ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখন পাকিস্তান জঙ্গিবাদকে কোনোভাবে প্রশ্রয় দিচ্ছে না। পাকিস্তান কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশে জঙ্গি হামলার দায় শুধু অস্বীকার নয়, অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে বলছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সংযম প্রদর্শন এবং সৌদি আরব ও ইরান মধ্যস্থতার প্রস্তাব দেওয়া সত্ত্বেও বৃহস্পতিবার দিনগত রাতের পর শুক্রবার রাতেও দুই দেশের সেনারা পাল্টাপাল্টি গুলি চালিয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে তাঁর বাহিনী পুরো প্রস্তুত। পাশাপাশি পাকিস্তান পেহেলগামে জঙ্গি হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্তও দাবি করেছে। ভারতও যুদ্ধের নানা প্রস্তুতি গ্রহণের পাশাপাশি শনিবার গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করে ‘ভারতীয় সামরিক তৎপরতার’ কোনো খবর বা ভিডিওচিত্র প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি দেশটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থানকারী পাকিস্তানিদের শনাক্ত করে তাদের স্বদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পক্ষে-বিপক্ষে কিছু না বলে দুই দেশকে ইঙ্গিত করে বলেছেন, তারা নিজেরাই নিজেদের সামলে নেবে। ভারত সামরিক সামর্থ্যরে দিক থেকে বিশ্বের চতুর্থ দেশ; পাকিস্তানের অবস্থান দ্বাদশ। দুই দেশই পারমাণবিক শক্তির অধিকারী। মূল সংকট সেখানে। যুদ্ধ বেঁধে গেলে তা পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে ঝুঁকি তৈরি করবে, তা এড়াতে দুই দেশ সংযমের পথ বেছে নেবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
পাক-ভারত উত্তেজনা
সংযমের পথই উত্তম
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর