শিক্ষাঙ্গনে চলছে সীমাহীন নৈরাজ্য। বলা যায়, ভিন্ন আঙ্গিকের এমন নৈরাজ্য কখনো মাথা চড়া দিয়ে ওঠেনি শিক্ষাঙ্গনে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে দেশের ছাত্রসমাজ। কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে তারা গণতন্ত্রের পথে দেশবাসীর অভিযাত্রার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। জাতি এ জন্য ছাত্রসমাজের কাছে কৃতজ্ঞ। কিন্তু তার পর থেকেই চলছে মাধ্যমিক স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সংকট, অস্থিরতা। পাবলিক পরীক্ষা বাতিল দাবিতে আন্দোলন করেছেন ছাত্ররা। এর জের না কাটতেই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে হাত পাকিয়েছেন তারা। সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের চাপ দিয়ে পদত্যাগে বাধ্য করা হয়েছে। গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও শিক্ষার্থীদের টানাটানিও থেমে নেই। কথায় কথায় ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভিসিবিরোধী আন্দোলনে নামছেন। সব মিলিয়ে অস্থিরতা বিরাজ করছে শিক্ষাঙ্গনে। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা এখন আর পাঠে মনোযোগী নন, তারা নিজেদের ক্ষমতা জাহিরেই ব্যস্ত হয়ে পড়েছেন। কথায় কথায় দায়িত্বশীল ব্যক্তিদের পদত্যাগ দাবি, ক্লাস বর্জন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যা জাতির দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। শিক্ষার্থীরা তাদের পড়ালেখা থেকেও ক্রমে দূরে সরে যাচ্ছেন। উ™ূ¢ত পরিস্থিতিতে পড়াশোনাবিমুখ তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজটের শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের ইতিহাস ছাত্রসমাজের ইতিহাস। ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা। কিন্তু কখনো শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টির কারণ ঘটাননি তারা। শিক্ষকদের অবমাননাকর অবস্থায় ফেলা হয়নি কোনো আন্দোলন-সংগ্রামের পর। আন্দোলনের ফসল দেশবাসীর বদলে নিজেরা ভোগ করার মানসিকতাও কখনো মাথা চড়া দিয়ে ওঠেনি। আমরা শুধু শিক্ষার্থী নয়, সমাজের যে কোনো অংশের ন্যায়সংগত দাবিদাওয়ার বিষয়ে সহানুভূতিশীল। দেশের ভবিষ্যৎ কান্ডারি ছাত্রসমাজের শিক্ষা এবং শৃঙ্খলায় ব্যত্যয় ঘটবে এমন প্রবণতা সময় থাকতেই ঠেকাতে হবে।
শিরোনাম
- দিল্লি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
- ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক পুড়ে অঙ্গার
- আমি ট্রাম্পকে ভয় পাই না: জেলেনস্কি
- রাজধানীর যেসব স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
- সংকটে সক্ষমতা হারাচ্ছেন করদাতারা
- জটিল ঘূর্ণিপাকে রাজনীতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১১ নভেম্বর)
- ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দি নিহত
- নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না
- মোবাইল ফোনে ৫৭% শুল্ক প্রত্যাহারের দাবি
- আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ
- বেড়েছে সাত ধরনের অপরাধ, অক্টোবরে তিন শতাধিক হত্যা
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
শিক্ষাঙ্গনে নৈরাজ্য
এ প্রবণতা ঠেকাতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর