শিক্ষাঙ্গনে চলছে সীমাহীন নৈরাজ্য। বলা যায়, ভিন্ন আঙ্গিকের এমন নৈরাজ্য কখনো মাথা চড়া দিয়ে ওঠেনি শিক্ষাঙ্গনে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে দেশের ছাত্রসমাজ। কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে তারা গণতন্ত্রের পথে দেশবাসীর অভিযাত্রার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। জাতি এ জন্য ছাত্রসমাজের কাছে কৃতজ্ঞ। কিন্তু তার পর থেকেই চলছে মাধ্যমিক স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সংকট, অস্থিরতা। পাবলিক পরীক্ষা বাতিল দাবিতে আন্দোলন করেছেন ছাত্ররা। এর জের না কাটতেই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে হাত পাকিয়েছেন তারা। সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের চাপ দিয়ে পদত্যাগে বাধ্য করা হয়েছে। গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও শিক্ষার্থীদের টানাটানিও থেমে নেই। কথায় কথায় ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভিসিবিরোধী আন্দোলনে নামছেন। সব মিলিয়ে অস্থিরতা বিরাজ করছে শিক্ষাঙ্গনে। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা এখন আর পাঠে মনোযোগী নন, তারা নিজেদের ক্ষমতা জাহিরেই ব্যস্ত হয়ে পড়েছেন। কথায় কথায় দায়িত্বশীল ব্যক্তিদের পদত্যাগ দাবি, ক্লাস বর্জন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যা জাতির দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। শিক্ষার্থীরা তাদের পড়ালেখা থেকেও ক্রমে দূরে সরে যাচ্ছেন। উ™ূ¢ত পরিস্থিতিতে পড়াশোনাবিমুখ তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজটের শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের ইতিহাস ছাত্রসমাজের ইতিহাস। ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা। কিন্তু কখনো শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টির কারণ ঘটাননি তারা। শিক্ষকদের অবমাননাকর অবস্থায় ফেলা হয়নি কোনো আন্দোলন-সংগ্রামের পর। আন্দোলনের ফসল দেশবাসীর বদলে নিজেরা ভোগ করার মানসিকতাও কখনো মাথা চড়া দিয়ে ওঠেনি। আমরা শুধু শিক্ষার্থী নয়, সমাজের যে কোনো অংশের ন্যায়সংগত দাবিদাওয়ার বিষয়ে সহানুভূতিশীল। দেশের ভবিষ্যৎ কান্ডারি ছাত্রসমাজের শিক্ষা এবং শৃঙ্খলায় ব্যত্যয় ঘটবে এমন প্রবণতা সময় থাকতেই ঠেকাতে হবে।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা