শিক্ষাঙ্গনে চলছে সীমাহীন নৈরাজ্য। বলা যায়, ভিন্ন আঙ্গিকের এমন নৈরাজ্য কখনো মাথা চড়া দিয়ে ওঠেনি শিক্ষাঙ্গনে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে দেশের ছাত্রসমাজ। কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে তারা গণতন্ত্রের পথে দেশবাসীর অভিযাত্রার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। জাতি এ জন্য ছাত্রসমাজের কাছে কৃতজ্ঞ। কিন্তু তার পর থেকেই চলছে মাধ্যমিক স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সংকট, অস্থিরতা। পাবলিক পরীক্ষা বাতিল দাবিতে আন্দোলন করেছেন ছাত্ররা। এর জের না কাটতেই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে হাত পাকিয়েছেন তারা। সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের চাপ দিয়ে পদত্যাগে বাধ্য করা হয়েছে। গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও শিক্ষার্থীদের টানাটানিও থেমে নেই। কথায় কথায় ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভিসিবিরোধী আন্দোলনে নামছেন। সব মিলিয়ে অস্থিরতা বিরাজ করছে শিক্ষাঙ্গনে। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা এখন আর পাঠে মনোযোগী নন, তারা নিজেদের ক্ষমতা জাহিরেই ব্যস্ত হয়ে পড়েছেন। কথায় কথায় দায়িত্বশীল ব্যক্তিদের পদত্যাগ দাবি, ক্লাস বর্জন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যা জাতির দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। শিক্ষার্থীরা তাদের পড়ালেখা থেকেও ক্রমে দূরে সরে যাচ্ছেন। উ™ূ¢ত পরিস্থিতিতে পড়াশোনাবিমুখ তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজটের শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের ইতিহাস ছাত্রসমাজের ইতিহাস। ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা। কিন্তু কখনো শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টির কারণ ঘটাননি তারা। শিক্ষকদের অবমাননাকর অবস্থায় ফেলা হয়নি কোনো আন্দোলন-সংগ্রামের পর। আন্দোলনের ফসল দেশবাসীর বদলে নিজেরা ভোগ করার মানসিকতাও কখনো মাথা চড়া দিয়ে ওঠেনি। আমরা শুধু শিক্ষার্থী নয়, সমাজের যে কোনো অংশের ন্যায়সংগত দাবিদাওয়ার বিষয়ে সহানুভূতিশীল। দেশের ভবিষ্যৎ কান্ডারি ছাত্রসমাজের শিক্ষা এবং শৃঙ্খলায় ব্যত্যয় ঘটবে এমন প্রবণতা সময় থাকতেই ঠেকাতে হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ