স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে এসেও জাতিকে গণতন্ত্রের জন্য হাপিত্যেশ করতে হচ্ছে। অর্ধশতাব্দীতেও দেশে গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়নি। অপশাসন, সেনাশাসন, স্বৈরশাসনে আইন, বিচার, প্রশাসনসহ সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। এখন সেগুলো সংস্কার ও পুনর্নির্মাণের চেষ্টা চলছে। বিভিন্ন কমিশন কাজ করছে। প্রশাসনে ‘ওএসডির রেকর্ড’ এরই একটা খণ্ডিত দৃশ্যপট। প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি চাকরিবিধি অনুযায়ী কাজ করেন, তার গায়ে রাজনৈতিক তকমা লাগার প্রশ্ন ওঠে না। লোভ-প্রলোভন, ক্ষমতার মোহ বা বিশেষ সুবিধা হাসিলের জন্য যারা দলীয় কর্মীর মতো কাজ করেছেন, তারাই এক-এক সরকারের সময় ওএসডি হয়েছেন। এদের কাউকে দুধে ধোয়া তুলসীপাতা ভাবার কারণ নেই। নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনে প্রথম জনতার মঞ্চে হাজির হন প্রজাতন্ত্রের কর্মচারীরা। তারা পরে পুরস্কৃতও হন। প্রশাসনে চাকরিবিধি ও শৃঙ্খলা ভাঙার কালো অধ্যায় শুরু সেই থেকে। তারপর পর্যায়ক্রমে আসা সরকারগুলো জনগণের সেবকদের দলীয় কর্মীর মতো ব্যবহার করে বেশুমার দুর্নীতি-দূরাচার-লুটপাট চালিয়েছে। আর সেসব অপকর্মের দোসর হওয়ার সুযোগ নিয়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন অনেক ধুরন্ধর কর্মকর্তা-কর্মচারীও। এটা ওপেন সিক্রেট। শেখ হাসিনার শেষ তিন নির্বাচন কারা পরিচালনা করেছেন? তাদের বাছতে গেলে প্রশাসন থাকবে? সে ক্ষেত্রে ঠগ বাছতে গাঁ উজাড় হবে। এটা তিক্ত হলেও কঠিন বাস্তবতা। এখন বিভিন্ন বিভাগে শুদ্ধি অভিযান চলছে। কতজন ওএসডি হয়ে আছেন, কতজন বঞ্চিত হয়েছেন- এসব গোনার সময় এখন নয়। কারও প্রতি যদি অন্যায়ভাবে বা ভুলে অবিচার হয়ে থাকে- তা সংশোধন করুন। কেউ যদি প্রকৃতই চাকরিবিধি লঙ্ঘন করে থাকেন, ‘ভুল নয় অপরাধ’ করে থাকেন- তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। বসিয়ে বসিয়ে বেতন দিয়ে, জনগণের টাকার অপচয় করার কোনো যুক্তি নেই। ওইসব হিসাব চুকিয়ে ফেলুন। দেশে অসংখ্য উচ্চশিক্ষিত, সৎ, আদর্শবান তরুণ আছেন। তাদের দ্রুত প্রশিক্ষিত করে নিয়োগ দিন। এমন জনপ্রশাসন প্রতিষ্ঠা করুন, যেখানে প্রজাতন্ত্রের প্রতিটি কর্মচারী হবেন জনগণের সেবক। তারা কখনো রাজনৈতিক সরকারের দলদাসে পরিণত হবেন না। কারও ওএসডি হওয়ার প্রশ্নও উঠবে না। এমন পেশাদার, সৎ ও আদর্শের প্রশাসনই প্রত্যাশা করে নতুন বাংলাদেশ।
শিরোনাম
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
ওএসডি কালচার
দলদাস হবে কেন প্রজাতন্ত্রের কর্মচারী
প্রিন্ট ভার্সন
