স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে এসেও জাতিকে গণতন্ত্রের জন্য হাপিত্যেশ করতে হচ্ছে। অর্ধশতাব্দীতেও দেশে গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়নি। অপশাসন, সেনাশাসন, স্বৈরশাসনে আইন, বিচার, প্রশাসনসহ সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। এখন সেগুলো সংস্কার ও পুনর্নির্মাণের চেষ্টা চলছে। বিভিন্ন কমিশন কাজ করছে। প্রশাসনে ‘ওএসডির রেকর্ড’ এরই একটা খণ্ডিত দৃশ্যপট। প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি চাকরিবিধি অনুযায়ী কাজ করেন, তার গায়ে রাজনৈতিক তকমা লাগার প্রশ্ন ওঠে না। লোভ-প্রলোভন, ক্ষমতার মোহ বা বিশেষ সুবিধা হাসিলের জন্য যারা দলীয় কর্মীর মতো কাজ করেছেন, তারাই এক-এক সরকারের সময় ওএসডি হয়েছেন। এদের কাউকে দুধে ধোয়া তুলসীপাতা ভাবার কারণ নেই। নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনে প্রথম জনতার মঞ্চে হাজির হন প্রজাতন্ত্রের কর্মচারীরা। তারা পরে পুরস্কৃতও হন। প্রশাসনে চাকরিবিধি ও শৃঙ্খলা ভাঙার কালো অধ্যায় শুরু সেই থেকে। তারপর পর্যায়ক্রমে আসা সরকারগুলো জনগণের সেবকদের দলীয় কর্মীর মতো ব্যবহার করে বেশুমার দুর্নীতি-দূরাচার-লুটপাট চালিয়েছে। আর সেসব অপকর্মের দোসর হওয়ার সুযোগ নিয়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন অনেক ধুরন্ধর কর্মকর্তা-কর্মচারীও। এটা ওপেন সিক্রেট। শেখ হাসিনার শেষ তিন নির্বাচন কারা পরিচালনা করেছেন? তাদের বাছতে গেলে প্রশাসন থাকবে? সে ক্ষেত্রে ঠগ বাছতে গাঁ উজাড় হবে। এটা তিক্ত হলেও কঠিন বাস্তবতা। এখন বিভিন্ন বিভাগে শুদ্ধি অভিযান চলছে। কতজন ওএসডি হয়ে আছেন, কতজন বঞ্চিত হয়েছেন- এসব গোনার সময় এখন নয়। কারও প্রতি যদি অন্যায়ভাবে বা ভুলে অবিচার হয়ে থাকে- তা সংশোধন করুন। কেউ যদি প্রকৃতই চাকরিবিধি লঙ্ঘন করে থাকেন, ‘ভুল নয় অপরাধ’ করে থাকেন- তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। বসিয়ে বসিয়ে বেতন দিয়ে, জনগণের টাকার অপচয় করার কোনো যুক্তি নেই। ওইসব হিসাব চুকিয়ে ফেলুন। দেশে অসংখ্য উচ্চশিক্ষিত, সৎ, আদর্শবান তরুণ আছেন। তাদের দ্রুত প্রশিক্ষিত করে নিয়োগ দিন। এমন জনপ্রশাসন প্রতিষ্ঠা করুন, যেখানে প্রজাতন্ত্রের প্রতিটি কর্মচারী হবেন জনগণের সেবক। তারা কখনো রাজনৈতিক সরকারের দলদাসে পরিণত হবেন না। কারও ওএসডি হওয়ার প্রশ্নও উঠবে না। এমন পেশাদার, সৎ ও আদর্শের প্রশাসনই প্রত্যাশা করে নতুন বাংলাদেশ।
শিরোনাম
- খাগড়াছড়িতে সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে নতুন ডিসির মতবিনিময়
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
ওএসডি কালচার
দলদাস হবে কেন প্রজাতন্ত্রের কর্মচারী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর