স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে এসেও জাতিকে গণতন্ত্রের জন্য হাপিত্যেশ করতে হচ্ছে। অর্ধশতাব্দীতেও দেশে গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়নি। অপশাসন, সেনাশাসন, স্বৈরশাসনে আইন, বিচার, প্রশাসনসহ সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। এখন সেগুলো সংস্কার ও পুনর্নির্মাণের চেষ্টা চলছে। বিভিন্ন কমিশন কাজ করছে। প্রশাসনে ‘ওএসডির রেকর্ড’ এরই একটা খণ্ডিত দৃশ্যপট। প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি চাকরিবিধি অনুযায়ী কাজ করেন, তার গায়ে রাজনৈতিক তকমা লাগার প্রশ্ন ওঠে না। লোভ-প্রলোভন, ক্ষমতার মোহ বা বিশেষ সুবিধা হাসিলের জন্য যারা দলীয় কর্মীর মতো কাজ করেছেন, তারাই এক-এক সরকারের সময় ওএসডি হয়েছেন। এদের কাউকে দুধে ধোয়া তুলসীপাতা ভাবার কারণ নেই। নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনে প্রথম জনতার মঞ্চে হাজির হন প্রজাতন্ত্রের কর্মচারীরা। তারা পরে পুরস্কৃতও হন। প্রশাসনে চাকরিবিধি ও শৃঙ্খলা ভাঙার কালো অধ্যায় শুরু সেই থেকে। তারপর পর্যায়ক্রমে আসা সরকারগুলো জনগণের সেবকদের দলীয় কর্মীর মতো ব্যবহার করে বেশুমার দুর্নীতি-দূরাচার-লুটপাট চালিয়েছে। আর সেসব অপকর্মের দোসর হওয়ার সুযোগ নিয়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন অনেক ধুরন্ধর কর্মকর্তা-কর্মচারীও। এটা ওপেন সিক্রেট। শেখ হাসিনার শেষ তিন নির্বাচন কারা পরিচালনা করেছেন? তাদের বাছতে গেলে প্রশাসন থাকবে? সে ক্ষেত্রে ঠগ বাছতে গাঁ উজাড় হবে। এটা তিক্ত হলেও কঠিন বাস্তবতা। এখন বিভিন্ন বিভাগে শুদ্ধি অভিযান চলছে। কতজন ওএসডি হয়ে আছেন, কতজন বঞ্চিত হয়েছেন- এসব গোনার সময় এখন নয়। কারও প্রতি যদি অন্যায়ভাবে বা ভুলে অবিচার হয়ে থাকে- তা সংশোধন করুন। কেউ যদি প্রকৃতই চাকরিবিধি লঙ্ঘন করে থাকেন, ‘ভুল নয় অপরাধ’ করে থাকেন- তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। বসিয়ে বসিয়ে বেতন দিয়ে, জনগণের টাকার অপচয় করার কোনো যুক্তি নেই। ওইসব হিসাব চুকিয়ে ফেলুন। দেশে অসংখ্য উচ্চশিক্ষিত, সৎ, আদর্শবান তরুণ আছেন। তাদের দ্রুত প্রশিক্ষিত করে নিয়োগ দিন। এমন জনপ্রশাসন প্রতিষ্ঠা করুন, যেখানে প্রজাতন্ত্রের প্রতিটি কর্মচারী হবেন জনগণের সেবক। তারা কখনো রাজনৈতিক সরকারের দলদাসে পরিণত হবেন না। কারও ওএসডি হওয়ার প্রশ্নও উঠবে না। এমন পেশাদার, সৎ ও আদর্শের প্রশাসনই প্রত্যাশা করে নতুন বাংলাদেশ।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
ওএসডি কালচার
দলদাস হবে কেন প্রজাতন্ত্রের কর্মচারী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর