দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা ও শিল্পপতিরা যেন হয়রানি, হেনস্তা, জুলুম, নির্যাতনের অথই পাথারে পড়েছেন। বড় ব্যবসায়ীদের ব্যাংক হিসাব জব্দ করে তাদের স্থবির করে রাখা হচ্ছে। কারণে-অকারণে দুদকে তলব করে মর্যাদাহানি নৈমিত্যিক ঘটনায় পরিণত হয়েছে। অনেকের ব্যবসা-শিল্পপ্রতিষ্ঠান, এমনকি বাড়িঘরে পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা হামলা চালাচ্ছে। ভয় দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করা হচ্ছে। শেয়ারবাজারেও অচলাবস্থা সৃষ্টির পাঁয়তারা চলছে লাগাতারভাবে। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দম বন্ধ অবস্থা পার করছেন জাতীয় অর্থনীতির প্রাণভোমরা শিল্প-বাণিজ্য উদ্যোক্তারা। এখানেই শেষ নয়, কোনো কোনো বড় ব্যবসায়ী-শিল্পপতিকে অবান্তর মতলবী হত্যা মামলায় ফাঁসানো হচ্ছে। সার্বিক পরিস্থিতি এমন ভীতিকর রূপ নিয়েছে যে, ব্যবসায়ীরা তাদের সামনে কোনো আলোর রেখা দেখতে পাচ্ছেন না। এর বিরূপ প্রভাব পড়ছে সমাজ, অর্থনীতি, সর্বসাধারণের জীবনযাত্রায়। অনেক শিল্প-কারখানা বন্ধ হওয়ায় বেকারত্ব বেড়েছে। দ্রুত পরিস্থিতির পরিবর্তন না হলে আরও অসংখ্য জনশক্তি কর্মচ্যুত হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে, যা অসংখ্য পরিবারে দুর্বিষহ জীবনের দুর্দশা বয়ে আনবে। এতে সামাজিক অস্থিরতা ও অপরাধ বৃদ্ধির আশঙ্কাও সৃষ্টি হবে। সার্বিক বিশৃঙ্খল অবস্থায় অনিবার্যভাবে মুখ থুবড়ে পড়বে জাতীয় অর্থনীতি। জুলাই গণ আন্দোলনের পর, গত ৯ মাসে এমনিতেই ব্যবসাবাণিজ্যের পরিস্থিতি নাজুক। স্থলপথে বাণিজ্য বন্ধ। যুক্তরাষ্ট্র বর্ধিত শুল্কারোপ করেছে। নানামুখী বৈশ্বিক চাপে শিল্প-বাণিজ্য যখন হুমকির মুখে, এ সময় দেশীয় শিল্পের অনুকূলে রাষ্ট্রের আন্তরিক প্রযত্ন ও সুরক্ষা প্রয়োজন। কিন্তু সরকারের পদক্ষেপ অনেক ক্ষেত্রেই বিপরীতমুখী। বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠানকে ব্যবসাবাণিজ্যের সুযোগ করে দিয়ে দেশের শিল্পকে আরও ঝুঁকিতে ফেলা হচ্ছে। অতীতে যারা ব্যবসার নামে অর্থ পাচার করে অর্থনীতিতে ঘুণ ধরিয়েছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া কর্তব্য। কিন্তু লক্ষ কোটি টাকা বিনিয়োগে যারা দেশে শিল্প বিকাশ ঘটানোর উদ্যোগ নিয়েছেন, অসংখ্য কর্মসংস্থান সৃষ্টি করেছেন, জাতীয় উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, রপ্তানির মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন- তাদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ, অসহযোগিতা ও হয়রানি দুঃখ ও দুর্ভাগ্যজনক। গত এক বছরে দেশে বেকার বেড়েছে সোয়া তিন লাখ। বিদেশি বিনিয়োগ কমেছে ২৫ শতাংশেরও বেশি। সব মিলে পরিস্থিতি প্রতিকূল। অশনিসংকেত ঝুলছে শিল্প-বাণিজ্য-অর্থনীতির ওপর। এ থেকে উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জাতীয় স্বার্থেই অত্যন্ত জরুরি।
শিরোনাম
- বাংলাদেশি হামজার স্বপ্নভঙ্গ, প্রিমিয়ার লিগে ফিরল না শেফিল্ড
- শহীদ মিনারে হাসানের জানাজায় ছাত্রনেতারা
- ‘আলী’র বিশ্বজয়, বাংলাদেশি চলচ্চিত্র পেল কানে বিশেষ স্বীকৃতি
- মুস্তাফিজের দারুণ বোলিং, জয় দিয়ে আইপিএল শেষ করল দিল্লি
- আলোচিত আওয়ামী লীগ নেত্রী তুশি আটক
- মেডিকেল ছাত্রের আত্মহনন, সুইসাইড নোটে ‘বিশ্রাম চাই’
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সাইটে সাইবার হামলা
- আমরা ড. ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি : নাহিদ ইসলাম
- পয়ঃবর্জ্য খালে ফেললে লাল রঙে চিহ্নিত হবে বাড়ি
- চাঁদপুরের আওয়ামী লীগ নেতা শামীম ঢাকায় গ্রেফতার
- ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধে বাধ্য হবে শিল্পকারখানা : উপদেষ্টা রিজওয়ানা
- ঈদে ৫ দিন সব পত্রিকা বন্ধ চায় হকার্স কল্যাণ সমিতি
- কুড়িয়ে পাওয়া ৮ দিনের সেই শিশুর বাবা-মায়ের পরিচয় মিলেছে
- নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত
- কবি নজরুলের জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় উৎসব কুমিল্লায়
- সংস্কারের নামে নির্বাচন ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই: নজরুল ইসলাম খান
- যন্ত্রপাতির অভাবে জলাবদ্ধতা নিরসন হচ্ছে না : মেয়র শাহাদাত
- উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার রোডম্যাপ চাইল বিএনপি
- ক্রেতা নেই আলামপুর পশু হাটে, খরচ ওঠানোর দুশ্চিন্তায় খামারিরা
- বাগেরহাটে ১৭ বছর পর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
ব্যবসায়ীদের হয়রানি
বন্ধ করুন শিল্প-বাণিজ্য-অর্থনীতির স্বার্থে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর