বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। যা রোধে তিনি ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দাবি করেছেন এবং বলেছেন, সরকারের মান-অভিমানের কোনো সুযোগ নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে তারিখ নির্ধারণেরও তাগিদ দিয়েছেন বিএনপির শীর্ষ নেতা। রবিবার এনপিপির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, হাজারো শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের নৈতিক ও রাজনৈতিক বৈধতার সংকট নেই। তবে অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। সরকার যেহেতু জবাবদিহিমূলক নয়, সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে ও রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে কোনো পরিকল্পনা কার্যত টেকসই হয় না। নির্বাচিত সরকারের মতো অন্তর্বর্তী সরকার সব দায়িত্ব পালন করবে, জনগণ আশাও করে না। তারপরও সরকারকে নিয়মমাফিক কিছু কাজ করতে হয়। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় গড়িমসির সুযোগ নিয়ে পতিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট তাঁবেদার অপশক্তির পথরোধ করতে হবে। ফ্যাসিবাদের উত্থান রোধে তিনি ৫ আগস্টের মতোই সব দলের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। বিএনপির শীর্ষ নেতা এমন একসময় নির্বাচন সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তারিখ দাবি করলেন, যখন এ প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে আস্থার সংকট দানা বেঁধে উঠেছে। বিএনপি ও সমমনা দলগুলো ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন প্রত্যাশা করছে। সরকারপ্রধানের বক্তব্যেও ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি যেহেতু ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্যতা নাকচ করেননি, সেহেতু সমঝোতা প্রতিষ্ঠায় সেটিই হতে পারে সঠিক সময়। এ নিয়ে মতদ্বৈততা বিভেদকামী শক্তিকেই শুধু লাভবান করবে।
শিরোনাম
- মালয়েশিয়ায় আনোয়ার সরকারের দুই শীর্ষ মন্ত্রীর পদত্যাগ
- হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করা হয়েছে: নেতানিয়াহু
- ফেসবুক-অ্যাপল-গুগল-নেটফ্লিক্সসহ ২০ কোটি অ্যাকাউন্টের তথ্য ফাঁস
- হাসানের বোলিং তোপে হার দিয়ে পাকিস্তান সফর শুরু বাংলাদেশের
- নিরাপদ পশু উৎপাদনে চুয়াডাঙ্গার খামারিদের সাফল্য
- মিঠামইনে স্কুল প্রাঙ্গণে ছুরিকাঘাত, গুরুতর আহত দুই ছাত্র
- সাতক্ষীরায় জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
- মুন্সিগঞ্জে তিন শহীদ পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান
- আমরা খুনি, টাকা পাচারকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে : চরমোনাই পীর
- ‘আমরা ন্যায়বিচার চাই’ স্লোগান ছিল একটি গণরায় : প্রধান বিচারপতি
- কমলাপুরে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
- অনির্দিষ্টকালের জন্য সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা বাজুসের
- ১৯ বছর পর পাকিস্তানিদের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কুয়েত
- সেতাবগঞ্জ চিনি মিল চালুর দাবিতে দিনাজপুরে অবস্থান কর্মসূচি
- কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারীদের কর্মবিরতি
- মামুন-জিয়াউল আদালতে হাজির
- সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু
- টানা দু’দিন ৬ বিভাগে অতি ভারী বর্ষণের আভাস
- নিম্নচাপের প্রভাবে ভোলায় নদী উত্তাল, প্লাবিত নিম্নাঞ্চল
- গাজাবাসীর কান্না স্বর্গে পৌঁছে যাচ্ছে: পোপ লিও
নির্বাচনি ডেডলাইন
ডিসেম্বরেই হোক ভোট উৎসব
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর