খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একসময় দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য অনুকরণীয় বলে বিবেচিত হতো। এমনকি পতিত সরকারের ১৬ বছরেও কুয়েটে ছিল না সরকার-সমর্থিত ছাত্রলীগের দৌরাত্ম্য। ছাত্র ও শিক্ষক রাজনীতি থেকে দূরে ছিল এ প্রতিষ্ঠানটি। দুর্ভাগ্যের বিষয় কুয়েটের সেই সুদিন আর নেই। রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদের কর্মসূচিতে হামলার পর টানা পাঁচ মাস কুয়েটের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ক্লাস শুরুর দাবিতে শিক্ষক সমিতির ওপর সব মহলেরই চাপ বাড়লেও তারা সময়ক্ষেপণের পথ বেছে নিচ্ছে। কুয়েট গার্ডিয়ান ফোরামের ব্যানারে সাধারণ অভিভাবকরা দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন করলেও ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ব্যাপারে এখনো অনড় অবস্থানে শিক্ষক সমিতি। সর্বশেষ ২১ জুলাই শিক্ষক সমিতির সাধারণ সভায় ক্লাস শুরুর ব্যাপারে অধিকাংশ শিক্ষক সম্মতি প্রকাশ করলেও একই সঙ্গে বলা হয়, ভিসি নিয়োগের পর সঙ্গে সঙ্গেই ক্লাস শুরু করা হবে। শিক্ষকদের পক্ষে বলা হয়, ’৭১-এর অ্যাক্ট অনুযায়ী কুয়েটে একাডেমিক স্বায়ত্তশাসন আছে, কিন্তু প্রশাসনিক স্বায়ত্তশাসন নেই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বাসা বরাদ্দের ক্ষেত্রেও ভিসির স্বাক্ষর ছাড়া কাজ হয় না। দীর্ঘ পাঁচ মাস ধরে ক্লাস না হওয়ায় সেশনজটের মুখে পড়েছে ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়টি। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করছিল সেসব ক্যাম্পাসে সুস্থ হাওয়া বইতে শুরু করলেও কুয়েটে বিরাজ করছে ভিন্ন চিত্র। যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস না হওয়ার নজির ছিল না বললেই চলে, সেখানে ঢুকে গেছে ছাত্র ও শিক্ষক রাজনীতির বিষবাষ্প। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে সর্বস্তরের শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় ছাত্ররাজনীতির কুশীলবরা। হামলাকারীদের পক্ষ নেওয়ায় উপাচার্যের বিরুদ্ধে ক্ষুব্ধ হন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে প্রায় দেড় শ দিন ধরে বিরাজ করছে অচলাবস্থা। দেশের নেতৃস্থানীয় এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা রোধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
শিরোনাম
- দেশে কর্মসংস্থান সংকট মহামারী আকার ধারণ করছে : হোসেন জিল্লুর
- সেবাগ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ অর্থ উপদেষ্টার
- পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে ভাই গুলিবিদ্ধ, বোনকে ছুরিকাঘাত
- যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর উদ্যোগ সরকারের
- মেগা সিরিয়াল খুশবুতে আইটেম গানে সামিরা খান মাহি
- মেহেরপুরে ফসলি জমির পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন
- রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে হামলা চালাল ইউক্রেন
- দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
- জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা মামুনুল হকের
- বরগুনায় থামছে না ডেঙ্গুর প্রকোপ, নতুন আক্রান্ত ৫৮ জন
- চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু
- মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা
- বরগুনায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪
- মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
- নাইজেরিয়ায় ১৮ নারী-শিশুকে অপহরণ
- ভাঙ্গায় অবরোধের নেতৃত্ব দেওয়া প্রধান সমন্বয়ক আটক
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে বিএনপি-জামায়াতের অবস্থান ধর্মঘট
- বিক্ষোভের চারদিন পর কাঠমান্ডুর সুপারস্টোরে মিলল ছয় দগ্ধ লাশ
- ‘ঋণের দায়ে’ স্ত্রী-সন্তানদের হত্যার পর আত্মহত্যা: লাখ টাকা ধার করে চল্লিশা করলো পরিবার
- গোপালগঞ্জে যুবকের লাশ উদ্ধার
কুয়েটে অচলাবস্থা
সব পক্ষের দায়িত্বশীলতা কাম্য
প্রিন্ট ভার্সন
