মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

৩৭তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

আন্তর্জাতিক বিষয়াবলী

শামসুল আলম, চেয়ারম্যান, এডুকেশন রিসার্চ ফাউন্ডেশন

৩৭তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

১৬১.    No-fly-zone কোন দেশে অবস্থিত?

            ক. ইরাক            খ. কুয়েত

            গ. আফগানিস্তান  ঘ. ইসরাইল

১৬২.     ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?

            ক. চীন ও রাশিয়া            খ. চীন ও ভারত

            গ. ভারত ও পাকিস্তান      ঘ. পাকিস্তান ও আফগানিস্তান

১৬৩.    কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?

            ক. হেমারফেক্ট    খ. কুইবেক

            গ. তিব্বত          ঘ. কোনটিই নয়

১৬৪.    সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে?

            ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগর

            খ. ভূমধ্যসাগর ও আরব সাগর

            গ. লোহিত সাগর ও আরব সাগর

            ঘ. ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগর

১৬৫.    ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?

            ক. ৫৪৫   খ. ৫৪৩           গ. ৬১০ ঘ. ৪৫০

১৬৬.    কোনটি ভারতের সেভেন সিস্টারস রাজ্য সমূহের অন্তর্ভুক্ত নয়?

            ক. কেরালা         খ.ত্রিপুরা

            গ. মনিপুর          ঘ. মিজোরাম

১৬৭.     শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?

            ক. আলভা মায়য়ার ডাল   খ. অং সান সুচি

            গ. শিরিন এবাদী  ঘ. মাদার তেরেসা

১৬৮.   জাপানের পার্লামেন্টের নাম কী?

            ক. রাইখ স্ট্যাড   খ. রিকস্ ভ্যাগ

            গ. ফোকেটিং       ঘ. ডায়েট

১৬৯.    ইউরো মুদ্রা কখন চালু হয়?

            ক. ১৯৯৭ সালের ১ জানুয়ারি         খ. ২০০০ সালের ১ মার্চ

            গ. ২০০১ সালের ১ জানুয়ারি          ঘ. ১৯৯১ সালের ১ জানুয়ারি

১৭০.     ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?

            ক. ওয়াটার লু নামক স্থানে খ. দ্বীপ এনাবার্তে

            গ. বার্সাই নগরীতে                       ঘ. সেন্ট হেলেনা দ্বীপে

১৭১.     আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে?

            ক. রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থেচার

            খ. জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার

            গ. জিমি কার্টার ও রাণী দ্বিতীয় এলিজাবেথ

            ঘ. ফ্রাস্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল

১৭২.      ভারতের কোন রাজ্যের রাজধানী ইস্ফল?

            ক. মিজোরাম      খ. অরুনাচল

            গ. মনিপুর          ঘ. মেঘালয়

১৭৩.     কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পলিত হয়?

            ক. ৫ জুলাই         খ. ২১ মার্চ

            গ. ৫ জুন            ঘ. ২১ জুন

১৭৪.     যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?

            ক. লুইসিয়ানা      খ. উইসকরনসিন

            গ. ফ্লোরিডা        ঘ. নেবারাস্কা

১৭৫.     জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?

            ক. কুড়িল দ্বীপপুঞ্জ            খ. মার্শাল দ্বীপপুঞ্জ

            গ. দিয়াগো গার্সিয়া           ঘ. গ্রেট বেরিয়ার রীফ

১৭৬.     শেভেন চুক্তি হচ্ছে?

            ক. বাণিজ্য চুক্তি   খ. করা হ্রাস করা চুক্তি

            গ. অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি

            ঘ. এর কোনটি নয়

১৭৭.      যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ১২ বৎসর ক্ষমতায় ছিলেন তিনি হচ্ছেন—

            ক. জেমস মনরো খ. ফ্রাস্কলিন রুজভেল্ট

            গ. হ্যারি এস ট্রুম্যান          ঘ. তথ্যটি সঠিক নয়

১৭৮.    মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়?

            ক. ১ জুলাই, ১৯৯১          খ. ১ জুলাই, ১৯৯৩

            গ. ১ জুলাই, ১৯৯৫           ঘ. ১ জুলাই, ১৯৯৬

১৭৯. ২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন?

            ক. থাইল্যান্ড       খ. মিয়ানমার

            গ. ভিয়েতনাম     ঘ. ভুটান

 ১৮০. নিচের কোনটি মরক্কোর সমুদ্র বন্দর?

            ক. আকাবা         খ. আকিয়াব

            গ. ক্যাসাব্লাংকা    ঘ. এডেন

            নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

১৮১.    মানুষের আচার-আচরণ মূল্যায়নের বিজ্ঞান কোনটি?

            ক. পৌরনীতি      খ. অর্থনীতি

            গ. নীতিশাস্ত্র        ঘ. সমাজবাস

  ১৮২. সুশাসন এক ধরনের—

            ক. রাজনৈতিক ধারনা      খ. মূল্যবোধ

            গ. সামাজিকতা   গ. সামাজিক ধারনা

১৮৩.   বাহ্যিক মূল্যবোধের অন্তর্গত হচ্ছে—

            ক. পরিষ্কার-পরচ্ছন্নতা      খ. সরলতা

            গ. পোশাক-পরিচ্ছদ          ঘ. উপরের সবকটি

১৮৪.    নৈতিকতা কোন ধরনের অবস্থা?

            ক. মানসিক অবস্থা           খ. শারীরিক অবস্থা

            গ. সামাজিক অবস্থা          ঘ. অর্থনৈতিক অবস্থা

১৮৫.    নৈতিকতার অন্য নাম—

            ক. মূল্যবোধ খ. বিবেক গ. বুদ্ধি   ঘ. আচরন

১৮৬.   কোনটি নৈতিক মূল্যবোধ ?

            ক. অন্যায় থেকে বিরত থাকা

            খ. পাগলামি করা গ. ধর্মীয় বিশ্বাস

            ঘ. সহযোগিতা

১৮৭.    সামাজিক মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্য হলো—

            ক. বিভিন্নতা      খ. আপেক্ষিতা

            গ. আদর্শভিত্তিক ধারনা     ঘ. উপরের সর্বকয়টি

১৮৮.   জাতীয় উন্নয়নের মূলধন কী?

            ক. নৈতিকতা      খ. সামাজিক মূল্যবোধ

            গ. সততা           ঘ. সহযোগিতা

১৮৯.    কোন প্রতিষ্ঠানের দৃষ্টিতে সুশাসনের ফলে রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক সম্পদগুলোর টেকসই উন্নয়ন ঘটে থাকে?

            ক. বিশ্বব্যাংক     খ. এশীয় উন্নয়ন ব্যাংক

            গ. হিন্দুস্থান ব্যাংক           ঘ. সুইস ব্যাংক

১৯০.     প্লেটো কোন দেশের নাগরিক ছিলেন?

            ক. গ্রিস  খ. ইতালি  গ. স্পেন            গ. জার্মানি

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

১৯১.     নিচের কোন দেশে সবচেয়ে বেশি সয়াবিন উত্পন্ন হয়?

            ক. চীন    খ. যুক্তরাষ্ট্র     গ. ব্রাজিল ঘ. ভারত

১৯২.     বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?

            ক. গোবি মরুভূমি           খ. সাহারা মরুভূমি

            গ. দাহনা মরুভূমি           ঘ. পামির মালভূমি

১৯৩.    গুয়ারিয়া জলপ্রপাত কোন দেশে অবস্থিত?

            ক. আফ্রিকা        খ. সুইজারল্যান্ড

            গ. ব্রাজিল           ঘ. কানাডা

১৯৪.     মেঘনা নদী ব্রক্ষ্মপুত্রের সাথে মিলিত হয়েছে—

            ক. ভৈরব বাজারে                        খ. আজমেরিগঞ্জে

            গ. চাঁদপুরে                     ঘ. চিলমারিতে

 

উত্তরমালা : ১৬১. ক ১৬২.খ ১৬৩.ঘ ১৬৪.ক ১৬৫.খ ১৬৬.ক ১৬৭.ঘ ১৬৮.ঘ ১৬৯.গ ১৭০.ঘ ১৭১.ঘ ১৭২.গ ১৭৩.গ ১৭৪.ক ১৭৫.ক ১৭৬.গ ১৭৭.খ ১৭৮.ক ১৭৯.ক ১৮০.গ ১৮১.গ ১৮২.খ ১৮৩.ঘ ১৮৪.ক ১৮৫.ক ১৮৬.ক ১৮৭.ঘ ১৮৮.খ ১৮৯.ক ১৯০.ক ১৯১.ক ১৯২.খ ১৯৩.গ ১৯৪.ক।

সর্বশেষ খবর