মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির শারীরিক শিক্ষা

সুধীর বরণ মাঝি

বহুনির্বাচনী প্রশ্ন

প্রথম অধ্যায়

১.        শারীরিক শিক্ষা কীসের সামঞ্জস্য বিধান করে?

            ক. দেহ ও মনের      খ. হাত ও পায়ের     গ. মস্তিষ্কের      ঘ. মাংসপেশি ও রক্তের।

২.        কীসের মাধ্যমে সামাজিক সম্পর্কের প্রতিফলন ঘটে?                  

            ক. পড়ালেখার মাধ্যমে         

            খ. প্রতিযোগিতার মাধ্যমে

            গ. খেলাধুলার মাধ্যমে          

            ঘ. অভিনয়ের মাধ্যমে।     

৩.       নীতি হলো—

            ক. বৈজ্ঞানিক তত্ত্ব     খ. সামাজিক তত্ত্ব 

            গ. রাষ্ট্রতত্ত্ব     

            ঘ. হিসাব তত্ত্ব।

৪.        বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কোনটি অপরিহার্য? 

            ক. স্বাস্থ্যকর শ্রেণিকক্ষ          খ. শিক্ষক  গ. খেলাধুলা 

            ঘ. শিক্ষা সফর।

৫.        নিচের কোনটি শারীরিক শিক্ষার অন্তর্ভুক্ত?

            ক. ব্যায়াম      খ. বিশ্রাম   

            গ. শিক্ষা সফর    ঘ. ডাক্তার দেখানো।    

৬.       শিক্ষার পূর্ণতা আসে না কোনটি ছাড়া?       

            ক. খেলাধুলা    খ. বিনোদন

            গ. শিক্ষা সফর           ঘ. শারীরিক শিক্ষা ছাড়া।

৭.        প্রাণের জৈবিক ভিত্তি কোনটি?       

            ক. মানসিক শক্তি     

            খ. শারীরিক কর্মদক্ষতা

            গ. শারীরিক ব্যায়াম             ঘ. জীবকোষের বিকাশ।       

            নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :

            শারীরিক শিক্ষা দেহ ও মনের উন্নতি সাধন করে। শরীর সম্পর্কিত জ্ঞান অর্জন করার মাধ্যমে শরীরকে সুস্থ রাখা যায়। তাছাড়া শারীরিক শিক্ষার মাধ্যমে বিভিন্ন গুণাবলি অর্জন করা যায়।

৮.       শিক্ষার্থীর মনে সৃজনশীলতার অনুভূতি জাগ্রত করে-                   

            ক. সামাজিক শিক্ষা   খ. মানবিক শিক্ষা

            গ. শারীরিক শিক্ষা    ঘ. ব্যবসায়িক শিক্ষা।    

৯.       শারীরিক শিক্ষার মাধ্যমে অর্জন করা যায়—

i. সামাজিক গুণাবলি           ii. চারিত্রিক গুণাবলি

            iii. রাজনৈতিক গুণাবলি।            

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও iii  খ. ii ও iii  গ. ii ও iii   ঘ. i ও ii

১০.     কখন থেকে শারীরিক শিক্ষাকে নবম ও দশম শ্রেণিতে বাধ্যতামূলক করা হয়?

            ক. ২০১৩ সাল

            খ. ২০১২ সাল

            গ. ২০১১ সাল           

            ঘ. ২০১০ সাল।

১১.     আন্তঃক্রীড়াসূচি কোন কর্মসূচির অন্তর্গত?   

            ক. সামাজিক কর্মসূচি          

            খ. রাজনৈতিক কর্মসূচি

            গ. শারীরিক শিক্ষার কর্মসূচি

            ঘ. অর্থনৈতিক কর্মসূচি।

১২.      খেলাধুলার মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়া শারীরিক শিক্ষার কোন গুণাবলি?

            ক. সামাজিক গুণাবলি

            খ. মানসিক গুণাবলি

            গ. চারিত্রিক গুণাবলি

            ঘ. শারীরিক সুস্থতা অর্জন।           

১৩.     সুস্থ জীবনযাপনের জন্য কোন বিষয়ের জ্ঞান থাকা অপরিহার্য?

            ক. শারীরিক শিক্ষা   খ. স্বাস্থ্য শিক্ষা

            গ. খাদ্য ও পুষ্টি বিজ্ঞান

            ঘ. সমাজ বিজ্ঞন।      

১৪.     শিক্ষা প্রতিষ্ঠান একটি—

            ক. শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান

            খ. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান

            গ. সামাজিক প্রতিষ্ঠান          ঘ. ব্যক্তি প্রতিষ্ঠান

১৫.     শিক্ষার প্রধান কাজ হলো—

            ক. ব্যক্তির সুষম বিকাশ সাধন     

            খ. ব্যক্তিকে শারীরিক সৌন্দর্য দান

            গ. ব্যক্তিকে আর্থিকভাবে স্বাবলম্বী করা

            ঘ. ব্যক্তিকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করা।

১৬.    শরীর মন ও আত্মার সর্বোচ্চ বিকাশ সাধন হলো—

            ক. শারীরিক শিক্ষা খ.শিক্ষা

            গ. কলা        ঘ. ফাইন আর্ট।

১৭.      শারীরিক শিক্ষা ছাড়া শিক্ষার কোনটি আসে না?    

            ক. পূর্ণতা    খ. নিয়ন্ত্রণ  

             গ. গতি    ঘ. গুণ। 

১৮.    ব্যক্তিত্বের গুণাবলির বহিঃপ্রকাশ কোনটি?

            ক. টাকা          খ. খারাপ আচরণ

            গ. সচ্চরিত্রতা ঘ. সুস্বাস্থ্য।        

১৯.     নৈতিক চরিত্র গঠনের উপযুক্ত ক্ষেত্র কোনটি?                

            ক. ক্লাব            খ. বিদ্যালয়

            গ. পরিবার      ঘ. হাসপাতাল।   

২০.     শারীরিক শিক্ষা হলো—

            ক. শরীর বৃত্তিয় পরিশ্রম

            খ. মানসিক পরিশ্রম

            গ. হাত ও পায়ের পরিশ্রম ঘ. পড়ালেখা।

২১.      শারীরিক শিক্ষা, শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উক্তিটি কে করেছেন?

            ক. এবি হার্টজ খ. সিএ বুচার

            গ. জন অনটং ঘ. এইচ গিবস।  

২২.      শিক্ষার অবিচ্ছেদ্য অংশ কী?

            ক. মানসিক শিক্ষা খ. শারীরিক শিক্ষা

            গ. কর্মমুখী শিক্ষা

            ঘ. সামাজিক শিক্ষা।

উত্তরমালা :

ক ২.গ ৩.ক ৪.গ ৫.ক ৬. ৭. গ ৮.গ ৯.ঘ ১০. ক ১১.গ ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ক ২১.খ ২২.খ

সর্বশেষ খবর