বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা
বাংলা প্রথমপত্র

জেএসসির পরীক্ষার প্রস্তুতি

ফারুক আহম্মদ

জেএসসির পরীক্ষার প্রস্তুতি

কিশোর কাজি

আরব্য উপন্যাস অবলম্বনে

বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ‘কিশোর কাজি’ গল্প থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর ছাপানো হলো :

১.   আলী কোজাই কোথায় বাস করত?

     ক. বাগদাদ  খ. কলকাতা গ. দিল্লি     ঘ. রেঙ্গুন

২.   আলী কোজাই কলসিটি কী দিয়ে পূর্ণ করল?

     ক. মোহর  খ. জলপাই গ. আপেল ঘ. পানি 

৩.   আলী কোজাই কার কাছে কলসিটি আমানত রেখে আসল?

     ক. খলিফার   খ. রহিমের   গ. নাজিমের ঘ. বালকের

৪.   কে জলপাই খেতে চাইল?    

     ক. রহিমের স্ত্রী      খ. খলিফার স্ত্রী      গ. কাজিমের স্ত্রী     ঘ. নাজিমের স্ত্রী

৫.   নাজিম কোথায় কলসিটি রেখেছিল?

     ক. রান্নাঘরে   খ. ভাঁড়ার ঘরে      গ. স্টোর রুমে      ঘ. শোরুমে

৬.   নাজিম মোহরগুলো কোথায় তুলে রাখল?

     ক. বাক্সে     খ. সিন্দুকে   গ. আলমারিতে ঘ. লকারে

৭.   আলী কোজাই কার কাছে নালিশ জানাল?

     ক. আত্মীয়ের কাছে   খ. নাজিমের কাছে    গ. রাজার কাছে     ঘ. কাজির দরবারে

৮.   বালকগুলো কখন খেলা করছিল?

     ক. রাত্রে     খ. সন্ধ্যায়    গ. সকালে    ঘ. বিকালে

৯.   খলিফা বালক কাজিকে পুরস্কার হিসেবে কী দিলেন?

     ক. মোহর    খ. মন্ত্রির পদ  গ. কাজির পদ      ঘ. সেনাবাহিনীর পদ

১০।  খলিফা বালকদের খেলা থেকে শিখলেন—

     i. সত্য উদঘাটনের কৌশল

     ii. তাত্ক্ষণিক বিচার করার ক্ষমতা

     iii. রায় দেওয়ার কৌশল

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  খ. i ও iii   

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

১১.  বিষণ্ন অর্থ কী?

     ক. অবাক    খ. ফ্যাকাশে                 

     গ. চমত্কৃত   ঘ. বিবর্ণ

১২। বালকের শিক্ষার দায়িত্ব কে নিলেন?

     ক. খলিফা    খ. কাজিম               

     গ. নাজিম    ঘ. আলি কোজাই

১৩। নাজিম চরিত্রের বৈশিষ্ট্য হলো—

     i. প্রতারক    ii. বিশ্বাসঘাতক

     iii. স্বার্থপর ও লোভী

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii                      

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

১৪.  কাবা শরীফ কোথায় অবস্থিত?

     ক. বাগদাদে খ.মক্কায় গ. ইরানে ঘ. জেদ্দায়

১৫।  যত্নে রাখলে জলপাই বড়জোড় কতদিন ভালো থাকবে?

     ক. ৩ মাস খ. ৪ মাস  গ. ৬ মাস ঘ. ৭ মাস

১৬.  ‘কিশোর কাজি’ গল্পটি কোন দেশের পটভূমিতে রচিত?

     ক. ইতালি খ. ইরান  গ. ইরাক ঘ. আরব্য

১৭.  আলী কোজাই কিসের অভাবে মোহর ফেরত পেল না?

     ক. টাকার    খ. শক্তির

     গ. প্রমাণের   ঘ. বিচারের

১৮.  বিচার কাজ সমাপ্তি করার জন্য বালকরা কাকে ডেকে আনলেন?

     ক. জলপাই ব্যবসায়ীকে খ. খলিফাকে  গ. নাজিমকে ঘ. আলী কোজাইকে

১৯.  কারো পৌষ মাস কারোর সর্বনাশ- বলতে কী বোঝায়?

     ক. আলী কোজাই এর মোহর ফেরত না পাওয়া                    

     খ. একজনের জলপাই অন্যজনের খাওয়া               

     গ. বালকের বিচার করার ক্ষমতা                                    

     ঘ. বালককে কাজির পদ প্রদান করা

২০.  আলী কোজাই নাজিমের কাছে কলসিটি আমানত রাখল?

     i. বিশ্বস্ত বলে  ii. নিশ্চিন্ত হবে বলে

     iii. বন্ধু বলে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii                      

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১.ক ২.খ ৩.গ ৪.ঘ ৫.খ ৬.খ ৬.ঘ ৮.ক ৯.গ ১০.ক ১১.ঘ ১২.ক ১৩.ঘ ১৪.খ ১৫.গ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.ক ২০.গ

সর্বশেষ খবর