সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

সুধীর বরণ মাঝি

 

বহুনির্বাচনী-৩০

১.   আত্মা জন্মহীন, মৃত্যুহীন, শাশ্বত , পুরাতন হলেও চির নতুন কে বলেছেন?

     ক. শ্রীচৈতন্য দেব    খ. শ্রীবিজয়কৃষ্ণ

     গ. শ্রীকৃষ্ণ    ঘ. শ্রীরামকৃষ্ণ।

২.   ভক্তদের কাছে ঈশ্বর কী নামে পরিচিত?

     ক. ব্রহ্ম   খ. বৈষ্ণব   গ. ভগবান   ঘ. পরমাত্মা।

৩.   জীবকে ভালোবাসার মূল কারণ হচ্ছে—

     i. যেখানে জীব সেখানেই শিব

     ii. ঈশ্বর সন্তুষ্ট হন   iii. জাগতিক কল্যাণ হয়

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪.   আদিতে সব কী ছিল?

     ক. অন্ধকার   খ. মরুভূমি

     গ. বনজঙ্গল   ঘ. পাহাড়পর্বত।

৫.   জীবসেবা বলতে বোঝায়—

     i. জীবের পরিচর্যা করা

     ii. জীবসংরক্ষণ করা iii. জীবের বৃদ্ধি করা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

     নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:

     অতীন্দ্র বাবু প্রতিদিন আহারের সময় একমুঠো ভাত তার পালত কুকুরকে দিতেন। এক সময় কুকুরটি তার খুব ভক্ত হয়ে ওঠে।

৬.   অতীন্দ্র বাবুর আচরণে হিন্দুধর্মের কোন মূল বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?

     ক. পশুপ্রীতি  খ. জীবসেবা গ. কর্তব্যনিষ্ঠা ঘ. অন্নদান।

৭.   অতীন্দ্র বাবুর পক্ষে ঈশ্বরকে ভালোবাসা সম্ভব কারণ তার বিশ্বাসে রয়েছে ঈশ্বর—

     i. সকল সৃষ্টির মূল ii. মহাবিশ্বের নিয়ন্তা iii. আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন।

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮.   জীবে প্রেম করে যেই জন,  সেই জন সেবিছে ঈশ্বর— এই বিখ্যাত উক্তিটি কার?

     ক. স্বামী বিবেকানন্দ   খ. রামকৃষ্ণ পরমহংস দেব

     গ. শ্রীকৃষ্ণ    ঘ. রামঠাকুর।

৯.   সর্বভূতের সনাতন বীজ কে?

     ক. অগ্নি   খ. ঈশ্বর   গ. মহমায়া   ঘ. বলরাম।

১০.  পরমাত্মা থেকে যার সৃষ্টি—

     ক. নদনদী খ. বায়ুমণ্ডল গ. জীব ঘ. জল।

১১.  মৃত্যু বলতে যা বোঝায়—

     ক. জীব দেহ থেকে জীবআত্মার পরিত্যাগ

     খ. জীবনের শেষ প্রান্ত

     গ. মোক্ষলাভ ঘ. চির সমাপ্তি।

১২.  কারা স্রষ্টাকে ঈশ্বর বা ভগবান বলে অবহিত করেন?

     ক. শিখ ধর্মাবলী     খ. জৈন ধর্মাবলী

     গ. বৌদ্ধ ধর্মাবলী    ঘ. হিন্দু ধর্মবলী।

১৩.  অনন্ত আকাশ জুড়ে যা বিরাজ করছে—

     i. চন্দ্র-সূর্য    ii. গ্রহ-নক্ষত্র   iii. পাহাড়-পর্বত।

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪.  যা মিলিয়ে এ বিশ্বব্রহ্মাণ্ড—

     i. পৃথিবীর প্রকৃতি  ii. সুনীল আকাশ  iii. পৃথিবী

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫.  হিন্দুধর্মে বিভিন্ন সেবাশ্রম বা মঠ গড়ে উঠেছে কেন?

     ক. ঈশ্বরসেবার জন্য   খ. জীবসেবার জন্য

     গ. পুরোহিতসেবার জন্য

     ঘ. লেখাপড়া শেখানোর জন্য।

১৬.  অনাদি পুরুষ কে?

     ক. শ্রীকৃষ্ণ খ. ভরত  গ. রাম    ঘ. লক্ষ্মণ।

১৭.  জলের পরে এলো—

     ক. আকাশ খ. বাতাস গ. পৃথিবী ঘ. সূর্য।

১৮.  বায়ুর গতির মূলে কী রয়েছে?

     ক. মহাশূন্য   খ. অগ্নিশক্তি

     গ. বিশ্বব্রহ্মাণ্ড ঘ. ঈশ্বরের শক্তি।

১৯.  কার শক্তিতে সকল কিছু শক্তিমান?

     ক. দেবতা    খ. ঈশ্বর    গ. নারায়ণ   ঘ. গঙ্গা।

২০.  দেহ ও আত্মার মধ্যে সম্পর্ক কীরূপ?

     ক. ঘনিষ্ঠ    খ. নিবিড়   গ. সুসম্পর্ক   ঘ. মিশ্র।

২১.  জ্ঞানকর্ম থেকে আমরা—

     i. জ্ঞানের মাধ্যমে অপবিত্রতা দূর করতে পারি

     ii. জ্ঞানের মাধ্যমে পাপ বিনিষ্ট করতে পারি

     iii. জ্ঞানের মাধ্যমে পরম সুখে অবস্থান করতে পারি।

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. ii   গ. ii ও iii   ঘ. i, ii ও iii

২২.  জন্মান্তরবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে?

     ক. কর্মবাদ  খ. জ্ঞানবাদ  গ. ধ্যানবাদ  ঘ. ভাববাদ।

২৩.  আছ অনল-অনিলে চির নভোনীলে ভূধর সলীল গহনে,  এই গীতি কবিতাটি কার রচিত?

     ক. দীননাথ সেন     খ. রবীন্দ্রনাথ ঠাকুর

     গ. রজনীকান্ত সেন    ঘ. গিরিশ চন্দ্র সেন।

২৪.  পরমাত্মার সঙ্গে সংযোগে প্রথম সোপান কোনটি?

     ক. হটযোগ খ. রাজযোগ গ. কর্মযোগ ঘ. জ্ঞানযোগ।

২৫.  সব উপনিষদের সার বস্তু অবলম্বনে রচিত হলো—

     ক. শ্রীমদ্ভগবদগীতা    খ. শ্রীশ্রীচণ্ডি

     গ. ঋগেবদ   ঘ. মহাভারত।

২৬.  কে জগতের নিধান-আধার ও আশ্রয়?

     ক. ঈশ্বর   খ. মহাদেব   গ. দুর্গা   ঘ. কার্তিক।

২৭.  জীবদেহের ভিতরে যে জীবন আছে তা কিসের অংশ?

     ক. দেবতার   খ. আত্মার

     গ. পরমাত্মার ঘ. দেবাত্মার।

২৮.  নারায়ণ কার অপর নাম?

     ক. বিষ্ণুর  খ. শ্রীরামকৃষ্ণের  গ. বলরামের  ঘ. শিবের।

২৯.  হিন্দুধর্মে অথিতিকে কী বলা হয়?

     ক. যোগী   খ. নারায়ণ   গ. ইন্দ্রজিৎ  ঘ. গুরু।

৩০.  ভগবানের সঙ্গে পার্থর মিলন হবে কীভাবে?

     ক. ত্যাগের মাধ্যমে   খ. প্রেমের মাধ্যমে

     গ. ভক্তির মাধ্যমে    ঘ. যোগের মাধ্যমে।

 

উত্তরমালা : ১.গ ২.গ ৩.ঘ ৪.ক ৫.ঘ ৬.খ ৭.ঘ ৮.ক ৯.খ ১০.গ ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.ঘ ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.ঘ ১৯.খ ২০.ক ২১.ঘ ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.ক ২৬.ক ২৭.গ ২৮.ক ২৯.খ ৩০.গ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর