সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নবম ও দশম শ্রেণির জীব বিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সিনিয়র শিক্ষক

নবম ও দশম শ্রেণির জীব বিজ্ঞান

তৃতীয় অধ্যায় : কোষ বিভাজন

বহুনির্বাচনী প্রশ্ন

 

নিচের চিত্র হতে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও:

১. চিত্রে কোন ধরনের কোষ বিভাজন দেখানো হয়েছে?

(ক) অ্যামাইটোসিস

(খ) মাইটোসিস

(গ) মিয়োসিস

(ঘ) অস্বাভাবিক

২. চিত্রের বিভাজনটি ঘটে-

i, ব্যাকটেরিয়া   ii, ঈস্ট 

iii, নীলাভ সবুজ শৈবাল

নিচের কোনটি সঠিক?

(ক) i ও i           (খ) ii ও  iii

(গ) i ও iii          (ঘ)  i, ii ও iii

নিচের চিত্রটির আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

৩. A চিত্রের কোষ বিভাজনে-

i. মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষ সমগুন সম্পন্ন

ii. নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে

iii. ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii                      (খ)  i ও iii

(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

৪. B চিত্রের বিভাজনটি A থেকে ব্যতিক্রম কারণ এর ফলে-

(ক) অপত্য জীবে ক্রোমোজোমের সংখ্যা ঠিক থাকে

(খ) ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যায়

(গ) অস্বাভাবিক কোষ সৃষ্টি হয়

(ঘ) দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে

৫. কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়?

(ক) প্রোফেজ    (খ) প্রো. মেটাফেজ (গ) মেটাফেজ         (ঘ) টেলোফেজ

৬. কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?

(ক) প্রোফেজ    (খ) মেটাফেজ

(গ) এনাফেজ    (ঘ) টেলোফেজ

৭. স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোন ধাপে?

(ক) প্রোফেজ    (খ) প্রো-মেটাফেজ

(গ) এনাফেজ    (ঘ) টেলোফেজ

৮. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম সর্বাধিক খাট ও মোটা হয়?

(ক) প্রোফেজ    (খ) মেটাফেজ

(গ) এনাফেজ    (ঘ) টেলোফেজ

নিচের চিত্রের আলোকে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:

৯. চিত্রটি কোন দশা?

(ক) মেটাফেজ  (খ) প্রোফেজ

(গ) টেলোফেজ (ঘ) এনাফেজ

১০. চিত্রটির বৈশিষ্ট্য হল-

i. স্পিন্ডল তন্তু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়

ii. এটি প্রাণী কোষ

iii. মেরু অনুপস্থিত

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii                      (খ)  i ও iii

(গ)  ii ও iii        (ঘ) i, ii ও iii

নিচের চিত্রের আলোকে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:

১১. উপরের চিত্রটি মাইটোসিসের কোন পর্যায়?

(ক) প্রোফেজ    (খ) মেটাফেজ

(গ) এনাফেজ    (ঘ) টেলোফেজ

১২. উদ্দীপকের চিত্রটি বৈশিষ্ট্য হল-

i. সেন্ট্রোমিয়ার অগ্রগামী ও বাহুদ্বয় অনুগামী

ii. অপত্য ক্রোমোজোমগুলোতে আকর্ষণ শক্তি বৃদ্ধি পাচ্ছে

iii. ক্রোমোজোমগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii                      (খ)  i ও iii

(গ)  ii ও iii        (ঘ) i, ii ও iii

১৩. ‘J’ আকৃতির ক্রোমোজোমকে বি বলা হয়?

(ক) মেটাসেন্ট্রিক          (খ) অ্যাক্রোসেন্ট্রিক

(গ) সাবমেটাসেন্ট্রিক     (ঘ) টেলোসেন্ট্রিক

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :

একটি মাত্র কোষ থেকে বহুকোষী জীবের সৃষ্টি, এককোষী জীবদেহ থেকে অসংখ্য জীবন দেহ এবং জননকোষ সৃষ্টি করে নতুন প্রজন্মের ধারা রক্ষা করে কোষবিভাজন।

১৪. বহুকোষী জীব সৃষ্টির ক্ষেত্রে কোষবিভাজনে-

i. নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে

ii. ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়

iii. ভ্রƒণের বৃদ্ধি ঘটে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                      (খ)  i ও iii

(গ)  ii ও ii         (ঘ) i, ii ও iii

১৫. জনন কোষে বিভাজন অন্যান্য কোষবিভাজন থেকে ভিন্নতর, ফলে-

(ক) অস্বাভাবিক কোষ সৃষ্টি হয়

(খ) দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে

(গ) প্রজাতির ক্রোমোসোম সংখ্যা ধ্রুবক থাকে

(ঘ) দু’টি অপত্য কোষ সৃষ্টি হয়

১৬. মাইটোসিম বিভাজনের ফলে-

i. ক্রোমোজোমের সংখ্যা একই থাকে

ii. নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়

iii ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii          (খ)  ii ও iii  (গ)  i ও iii (ঘ) i, ii ও iii

১৭. অনিয়ন্ত্রিত কোষবিভাজনের ফল কোনটি?

(ক) এইডস                   (খ) গয়টার

(গ) রজশূন্যতা  (ঘ) ক্যান্সার

১৮. নিচের কোন ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে?

(ক) HIV                        (খ) প্যাপিলোমা

(গ) র‌্যাবিস                (ঘ) রুবিত্তলা

১৯. প্যাপিলোমা ভাইরাসের কোন দুইটি জিন ক্যান্সার তৈরির জন্য দায়ী?

(ক) ই৪ ও ই৫   (খ) ই ৫ ও ই৬ 

(গ) ই৬ ও ই৭    (ঘ) ই৭ ও ই৮

২০. চিত্রের ‘X’ এর ক্রোমোজোম সংখ্যা ১৬ হলে এবং পূর্ণ বিভাজ দু’বার হলে ‘X2’তে ক্রোমোজোম সংখ্যা কত হবে?

(ক) ১৬ (খ) ৮ (গ) ৪ (ঘ) ২

নিচের চিত্রের আলোকে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:

২১. A ও B  চিহ্নিত স্থানগুলোতে ক্রোমোজোম সংখ্যা-

(ক) ২৪ ও ২৪ (খ) ২৪ ও ১২ (গ) ১২ ও ১২ (ঘ) ১২ ও ১৬

২২. চিত্রের প্রদর্শিত কোষ বিভাজনের ফলে-

i. প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখা দেয়

ii. প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রবক রাখে

iii. কোষের স্বাভাবিক আকার, আকৃতি বজায় রাখে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                      (খ)  i ও iii

(গ)  ii ও iii        (ঘ) i, ii ও iii

২৩. জননকোষ সৃষ্টির সময়-

i. জনন মাতৃকোষ মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়

ii. ক্রোমোজোমের সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয়

iii. ক্রোমোজোমের সংখ্যা জনন মাতৃকোষের দ্বিগুণ হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                      (খ)  i ও iii 

(গ)  ii ও iii        (ঘ) i, ii ও iii

২৪. মিয়োসিস কোষবিভাজনে প্রতিটি অপত্য কোষে কতটি ক্রোমোজোম থাকে?

(ক) ২১টি                      (খ) ২২টি

(গ) ২৩টি                      (ঘ) ২৪টি

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ২৫ নং প্রশ্নের উত্তর দাও:

২৫. চিত্রের জীবটির কোষ বিভাজন কীভাবে ঘটে?

(ক) মিয়োসিস   (খ) কনজুগেশন

(গ) মাইটোসিস (ঘ) দ্বি-ভাজন

 

উত্তরমালা : ১.ক ২.ঘ ৩.খ ৪.ক ৫.ক ৬.ক ৭.খ ৮.খ ৯.ঘ ১০.ক ১১.গ ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.গ ১৬.গ ১৭.ঘ ১৮. খ ১৯. গ ২০.খ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. গ ২৫. ক

সর্বশেষ খবর