বুধবার, ২৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

এসএসসি পড়াশোনা : হিসাববিজ্ঞান

সুকুমার মণ্ডল : সিনিয়র শিক্ষক

বহুনির্বাচনী প্রশ্ন্র

১. হিসাববিজ্ঞানের উন্নতি সম্ভব হয়েছে-

 (ক) সুষ্ঠুভাবে হিসাব লিপিবদ্ধকরণের কারণে

 (খ) বিনিময় প্রথা চালুর কারণে

 (গ) মুদ্রা প্রচলনের কারণে

 (ঘ) বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির কারণে

২. সমাজবদ্ধভাবে বসবাসের কারণে মানুষের প্রথম কোন পেশাটির সৃষ্টি হয়েছে?

 (ক) পশু শিকার      (খ) ফলমূল সংগ্রহ

 (গ) কৃষিকাজ         (ঘ) পণ্য বিনিময়

৩. হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য নয় কোনটি?

 (ক) মুনাফা অর্জন  

 (খ) লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধ করা

 (গ) আর্থিক ফলাফল নির্ণয়

 (ঘ) আর্থিক অবস্থা নির্ণয়

৪. মোট সম্পদের ওপর মালিক পক্ষের দাবিকে কী বলে?

(ক) আয় (খ) ব্যয় (গ) দায় (ঘ) মালিকানাস্বত্ব

৫. হিসাববিজ্ঞানের আধুনিক সমীকরণ কোনটি?

 (ক) A = L+(C + Ry E - D)

 (খ) A = L+(Cy R + E - D)

 (গ) A=L-( C + Ry E + D)

 (ঘ) A=L +( E + Ry Cy D

৬. ক্যাশমেমোর দ্বিতীয় কপি কোথায় থাকে?

 (ক) ক্রয় বিভাগে       (খ) বিক্রয় বিভাগে

 (গ) উৎপাদন বিভাগে   (ঘ) হিসাব বিভাগে

৭. আয়কর প্রদান করা হলো ১,০০০ টাকা এ ঘটনার জন্য ডেবিট হবে কোনটি?

 (ক) উত্তোলন হিসাব ১,০০০ টাকা

 (খ) আয়কর হিসাব ১,০০০ টাকা

 (গ) নগদান হিসাব ১,০০০ টাকা

 (ঘ) ক্রয় হিসাব ১,০০০ টাকা

৮. হিসাবচক্রের দ্বিতীয় ধাপের নাম কী?

 (ক) জাবেদাভুক্তকরণ   (খ) লেনদেন বিশ্লেষণ (গ) লেনদেন চিহ্নিতকরণ (ঘ) সমন্বয় জাবেদা

৯. দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হলেÑ

i. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সহজ হয়

ii. লেনদেনের নির্ভুল ফলাফল পাওয়া যায়

iii. প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করা যায়

নিচের কোনটি সঠিক?

 (ক) i, ii                (খ) i, iii

 (গ) ii, iii         (ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ১০-১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২০১৭ সালের ৩০ জুন তারিখে নাবিলা ট্রেডার্সের কারবারে কাগজ, কালি ও কলম বাবদ খরচের পরিমাণ ৭,০০০ টাকা। এর মধ্যে ১,০০০ টাকা মূল্যের কাগজ ও কলম অব্যবহৃত ছিল।

১০. সংশ্লিষ্ট বছর শেষে নাবিলা ট্রেডার্সের মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ কত?

(ক) ১,০০০ টাকা   (খ) ৬,০০০ টাকা

 (গ) ৭,০০০ টাকা    (ঘ) ৮,০০০ টাকা

১১. নাবিলা ট্রেডার্সের ১,০০০ টাকা হিসাবভুক্তির কারণে ব্যবসায়ে মুনাফার ওপর কী প্রভাব পড়বে?

 (ক) মোট মুনাফা বৃদ্ধি পাবে (খ) মোট মুনাফা হ্রাস পাবে

 (গ) নিট মুনাফা বৃদ্ধি পাবে  (ঘ) নিট মুনাফা হ্রাস পাবে

১২. হিসাবের স্বর্ণসূত্র কী?

(ক) ডেবিট-ক্রেডিট নির্ণয়ের নতুন পদ্ধতি

(খ) ডেবিট-ক্রেডিট নির্ণয়ের সনাতন পদ্ধতি

(গ) ডেবিট-ক্রেডিট নির্ণয়ের আধুনিক পদ্ধতি

(ঘ) সম্পদ সমান দায় ও মালিকানাস্বত্ব

১৩.  হ্রাসকারী হিসাব হলো-

i. ক্রয়ফেরত, বিক্রয়ফেরত

ii. আন্তফেরত, বহিঃফেরত

iii. উত্তোলন, জীবন বিমার প্রিমিয়াম

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii         (খ) i, iii  (গ) ii, iii  (ঘ) i, ii ও iii

১৪. পুরনো আসবাবপত্র বিক্রয়ের জন্য সঠিক জাবেদা হবে কোনটি?

(ক) আসবাবপত্র হিসাব ডেবিট, বিক্রয় হিসাব-ক্রেডিট (খ) বিক্রয় হিসাব-ডেবিট, আসবাবপত্র হিসাব-ক্রেডিট (গ) আসবাবপত্র হিসাব-ডেবিট, নগদান হিসাব-ক্রেডিট (ঘ) নগদান হিসাব-ডেবিট, আসবাবপত্র হিসাব-ক্রেডিট

১৫. বিক্রয়ফেরত জাবেদার উৎস দলিল কোনটি?

 (ক) ডেবিট ভাউচার   (খ) ক্রেডিট ভাউচার

 (গ) ডেবিট নোট       (ঘ) ক্রেডিট নোট

১৬. একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে কোন হিসাবটি বন্ধ হয়ে যায়?

(ক) ব্যাংক হিসাব          (খ) নগদান হিসাব

 (গ) উত্তোলন হিসাব     ঘ) মূলধন হিসাব

১৭. কোনটির ডেবিট জের প্রকাশ করে?

(ক) মালিকানাস্বত্ব  (খ) দায়  (গ) আয়  (ঘ) ব্যয়

১৮. লেনদেনগুলোকে স্থায়ীভাবে, সারিবদ্ধভাবে ও শ্রেণিবদ্ধভাবে লেখা হয়Ñ

(ক) সাধারণ জাবেদায়  

(খ) বিশেষ জাবেদায়

(গ) প্রকৃত জাবেদায়      (ঘ) খতিয়ানে

উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

জনাব সুবির তাঁর প্রতিষ্ঠানের নগদপ্রাপ্তি ও প্রদানগুলো নগদান বইতে লিপিবদ্ধ করেন। ২০১৬ সালের জুন মাসের ৫ তারিখে জনাব সুবোধের কাছে ১০% বাট্টায় ৫০,০০০ টাকার মাল বিক্রয় করে অর্ধেক টাকা পাওয়া গেল। জুন ২০ তারিখে পাপ্পুকে তার ১০,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৯,৫০০ টাকা চেকে প্রদান করা হলো।

১৯. জনাব সুবিরের নিট পাওনার পরিমাণ কত টাকা?

(ক) ৫০,০০০    (খ) ৪৫,০০০

(গ) ২৫,০০০     (ঘ) ২২,৫০০

২০. জুন ২০ তারিখের লেনদেনটি কোন বইতে লিপিবদ্ধ করা হবে?

(ক) একঘরা নগদান বইতে

(খ) দুই ঘরা নগদান বইতে

(গ) তিন ঘরা নগদান বইতে

(ঘ) নগদপ্রাপ্তি জাবেদায়

২১. কোন বাট্টা তিন ঘরা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়?

(ক) প্রদত্ত বাট্টা              (খ) ক্রয় বাট্টা

(গ) বিক্রয় বাট্টা (ঘ) কারবারি বাট্টা

২২. রেওয়ামিল বহির্ভূত হলো-

i. সম্ভাব্য দায় ii. সম্ভাব্য সম্পদ

iii. সমাপনী ব্যাংক জমাতিরিক্ত

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii                    (খ) i, iii

(গ) ii, iii                (ঘ) i, ii ও iii

২৩. আসিফ তার কারবারের জন্য ৫,০০০ টাকার পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে ৫০০ টাকা লিখল কিন্তু অন্য হিসাবটি ঠিকই লিখল এবং পরবর্তী সময়ে ৫,০০০ টাকার পণ্য বিক্রয় করে বিক্রয় হিসাবে ৫০০ টাকা লিখল কিন্তু অন্য হিসাবটি ঠিকই লিখল। আসিফের এই ভুলকে কী ধরনের বলা হবে?

(ক) লেখার ভুল (খ) বাদ পড়ার ভুল

(গ) পরিপূরক ভুল         (ঘ) বেদাখিলার ভুল

২৪. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে?

(ক) বিশদ আয় বিবরণী

(খ) মালিকানাস্বত্ব বিবরণী

(গ) আর্থিক অবস্থার বিবরণী

(ঘ) আর্থিক বিবরণী

২৫. পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ে বিশদ আয় বিবরণীকে প্রধানত কয়টি ধাপে সাজিয়ে প্রস্তুত করা হয়?

(ক) ১ ধাপ         (খ) ২ ধাপ 

(গ) ৩ ধাপ        (ঘ) ৪ ধাপ

 

উত্তমালা : ১. ঘ ২. গ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. গ ২১. ক ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. গ

সর্বশেষ খবর