রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির শারীরিক শিক্ষা

মো. আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক

নবম-দশম শ্রেণির শারীরিক শিক্ষা

১. ফুটবলের ফ্রি কিক কত প্রকার?

ক. ১ প্রকার    খ. ২ প্রকার

গ. ৩ প্রকার    ঘ. ৪ প্রকার

২. লোনা হলে কত পয়েন্ট?

ক. ২ পয়েন্ট    খ. ৩ পয়েন্ট

গ. ৪ পয়েন্ট    ঘ. ৫ পয়েন্ট                                                                                  

৩. হ্যান্ডবল মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ কত?                                                                                                                                

ক. ৩০ X ৪০   খ. ৪০ X ২০

গ. ৩৫ X ২০   ঘ. ৪০ X ২৫ মিটার

৪. শুটিং সার্কেলের ব্যাসার্ধ কত?

ক. ১০ গজ     খ. ১২ গজ 

গ. ১৪ গজ     ঘ. ১৬ গজ

৫. প্রজনন কী?

ক. গর্ভপাত   

খ. সন্তান জন্ম দান

গ. নবজাতকের পরিচর্যা 

ঘ. গর্ভকালীন রোগ

৬. কৈশোরে ছেলেমেয়েদের দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। এর ফলে তাদের মধ্যে সৃষ্টি হয়

i. ভয়     ii. আবেগ     iii. কৌতুহল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) ii ও iii                    

গ) i ও iii         ঘ) i, ii ও iii

৭. স্বাস্থ্যকর, নিরাপদ ও আনন্দময় জীবনযাপনের জন্য প্রত্যেকের কী সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন?

ক. গর্ভধারণ

খ. বয়ঃসন্ধিকাল

গ. ঋতুস্রাব ও স্বপ্নদোষ

ঘ. প্রজনন স্বাস্থ্য

৮. কোন পাতায় নিকোটিন পাওয়া যায়?

ক. তামাক     খ. চা    গ. কফি    ঘ. আফিম

৯. বয়ঃসন্ধিকালে শরীর ও মনে পরিবর্তনের জন্য দায়ী হরমোন কোনটি?

ক. ভ্যালিন ও সিস্টিন 

খ. হিসটিডিন ও ট্রিপটোফনে

গ. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন

ঘ. গ্লুটামিন ও অক্সামিন

১০. এইচআইভি ভাইরাস দেহের কোন সেলকে ধ্বংস করে ফেলে?

ক. অণুচক্রিকা   

খ. শ্বেত রক্ত কণিকা

গ. সেক্স সেল  

ঘ. লোহিত রক্ত কণিকা

১১. পুষ্প অটিস্টিক শিশু। চিকিৎসায় সম্পূর্ণ ভালো হবে না। ওর জন্য প্রয়োজন

i. নিবিড় পরিচর্যা    

ii. যথাযথ সহযোগিতা

iii. বিশেষ শিক্ষা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) ii ও iii                    

গ) i ও iii         ঘ) i, ii ও iii

১২. কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?

ক. হাম        খ. এইডস   

গ. যক্ষ্মা            ঘ. সিফিলিস

১৩. আয়োডিনের অভাবে কোন রোগ হয়?

ক. রাতকানা     খ. রিকেটস

গ. গলগন্ড     ঘ. রক্তশূন্যতা

১৪. ভিটামিন ডি-এর অভাবে কোন রোগ হয়?

ক. রিকেটস     খ. বেরিবেরি

গ. স্কার্ভি       ঘ. রাতকানা

১৫. স্কার্ভি রোগের সৃষ্টি হয় কীসের অভাবে?

ক. ভিটামিন সি      খ. ভিটামিন ডি

গ. ভিটামিন কে       ঘ. ভিটামিন ই

১৬. থিয়ামিনের অভাবে কী রোগ হয়?

ক. বেরিবেরি     খ. এইডস

গ. উচ্চ রক্তচাপ      ঘ. গনোরিয়া

১৭. এন্টিবডি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?

ক. আমিষ      খ. খাদ্যপ্রাণ  

গ. স্নেহ        ঘ. শর্করা

১৮. মানসিক অস্থিরতা দূর করার জন্য প্রয়োজন?

ক. উন্নত পারিবারিক পরিবেশ

খ. উন্নত খাবার 

গ.  খেলাধুলা  

ঘ. ভালো বাড়ি

১৯.   ডারউইনের মতে এককোষী প্রাণীর প্রথম বিবর্তন হলো কোনটি?

ক. উদ্ভিদ      খ. জলজ প্রাণী

গ. স্থলজ প্রাণী   ঘ. আঙুলযুক্ত প্রাণী

২০. দৈহিক অবসাদের প্রকৃতি কেমন?

ক. মানসিক     খ. সরল  

গ. কঠিন       ঘ. ইন্দ্রগত

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :

বিউটি একজন দৌড়বিদ। সে ১০০- ০০ মিটার দৌড়ে অত্যন্ত পারদর্শী। কিন্তু দীর্ঘ দূরত্বের দৌড়ে তার দম থাকে না।

২১. বিউটির প্রিয় দৌড়ের নাম কী?

ক. ম্যারাথন

খ. ১০০ মিটার হার্ডেল

গ. ¯িপ্রন্ট   

ঘ. ৪০০ মিটার হার্ডেল

২২.   দৌড়ের জন্য প্রয়োজ্য

i. সব দৌড় এক জায়গা থেকে শুরু হয়    

ii. সব দৌড় এক জায়গায় শেষ হয়

iii. দৌড় পিস্তলের আওয়াজে শুরু হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) ii ও iii                    

গ) i ও iii         ঘ) i, ii ও iii

২৩. দূরপাল্লার দৌড়বিদের সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি?

ক. নমনীয়তা    খ. দম   

গ. ক্ষিপ্রতা      ঘ. শক্তি

২৪. কোন স্থানের জন্য টাই ভাঙতে হয়?

ক. ১ম স্থান     খ. ২য় স্থান 

গ. ৩য় স্থান     ঘ. সময়ের

২৫. ক্ষত কত প্রকার?

ক. ২ প্রকার    খ.  ৩ প্রকার

গ. ৪ প্রকার   ঘ. ৫ প্রকার

২৬. রোগীর নাড়ির গতি অনুভব করা যায়-

ক. হাত ধরে    খ. মাথা ধরে 

গ. বুকে ধরে    ঘ. কান ধরে

২৭. ক্ষতস্থান কী দিয়ে পরিষ্কার করতে হবে?

ক. পানি দিয়ে   

খ. মলম দিয়ে

গ. অ্যান্টিসেপ্টিক দিয়ে  ঘ. সাবান দিয়ে

২৮. ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষার কৌশল কোনটি?

ক. ধর্মীয় আচার পালন    খ. খেলাধুলা

গ. ভ্রমণ     ঘ. মাদক পরিহার করা  

২৯. পুরুষদের ১ ঘন মিলিমিটার রক্তে কত লাখ লোহিত কণিকা থাকে?

ক. ২০ লাখ     খ. ৩০ লাখ

গ. ৪০ লাখ     ঘ. ৫০ লাখ

৩০. পায়ের শক্তি ব্যবহার করা হয় কোন খেলায়?

ক. ব্যাটমিন্টন খ. দাবা  গ. বক্সিং ঘ. নিক্ষেপ

৩১.   AAHPER?

ক. Arabian Alliance of Health, Physical Education and Recreation

খ. African Alliance of Health, Physical Education and Recreation

গ. American Alliance of Health, Physical Education and Recreation

ঘ. Asian Alliance of Health, Physical Education and Recreation

৩২. কোন সাল থেকে শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়?

ক. ২০১১ সাল      খ. ২০১২ সাল

গ. ২০১৩ সাল      ঘ. ২০১৪ সাল ।

৩৩. গঁৎধষরং অর্থ কী?

ক. বাড়ি            খ. দেয়াল 

গ. নিক্ষেপ      ঘ. প্রতিষ্ঠান

৩৪. শারীরিক শিক্ষার কর্মসূচিকে কয় ভাগে ভাগ করা হয়?

ক. ২ ভাগে     খ. ৩ ভাগে 

গ. ৪ ভাগে     ঘ. ৮ ভাগে

৩৫.   ইন্ট্রামুরাল কোন ভাষার শব্দ?

ক. গ্রিক খ. আরবি গ. ল্যাটিন ঘ. তুর্কি

 

উত্তরমালা : ১.খ ২.ক ৩.খ ৪.খ ৫.খ ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.গ ১০.খ ১১. ঘ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.খ ২০.ঘ ২১.গ ২২.খ ২৩.খ ২৪.ক ২৫.ঘ ২৬.ক ২৭.গ ২৮.খ ২৯.ঘ ৩০.ক ৩১.গ ৩২.গ ৩৩.খ ৩৪.খ ৩৫.গ

সর্বশেষ খবর