মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীর বরণ মাঝি : সিনিয়র শিক্ষক

বহুনির্বাচনী

১।           ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে পড়ে?    

                ক. বাঙালি জাতীয়তাবাদ 

                খ. অসাম্প্রদায়িক মনোভাব 

                গ. দ্বি-জাতিতত্ব                ঘ. স্বজাত্যবোধ। 

২।          কৃষি উন্নয়নের একটি বড় নিয়ামক হলো-                    

                ক. প্রশিক্ষণ দান               খ. পর্যাপ্ত কৃষি ঋণ 

                গ. জমির পরিমান বৃদ্ধি 

                ঘ. কৃষক বৃদ্ধি।                               

৩।          আইনের বৈশিষ্ট্য হচ্ছে-       

                i. মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা 

                ii. সকলের অধিকার সমভাবে সংরক্ষণ করা  

                iii. বিধিবিধান মানতে বাধ্য করা।                                          

                নিচের কোনটি সঠিক?

                ক. i ও ii  খ. ii  গ. iii  ঘ. i,ii ও iii।

                নিচের অনুচ্ছেদটি পড় ৪ এবং ৫নং প্রশ্নের উত্তর দাও ঃ সিউল বাংলাদেশ থেকে পূর্বে অবস্থিত। একদিন সিপন আলালকে সন্ধ্যা ৭টায় ফোন করে তখন আলাল বলল আমাদের এখানে এখন রাত ৯টা ৩২ মিনিট।

৪।          উদ্দীপকের আলোকে বাংলাদেশের দ্রাঘিমা ৯০ ডিগ্রি পূর্ব হলে সিউলের দ্রাঘিমা কত?

                ক. ১২৮ডিগ্রি পূর্ব             খ. ১২৮ডিগ্রি পশ্চিম 

                গ. ১৩০ডিগ্রি পূর্ব              ঘ. ১৩৮ডিগ্রি পশ্চিম।

৫।          উক্ত সময়ের এমন পার্থক্যের কারণ হলো-

                i. পৃথিবীর আহ্নিকগতি 

                ii. পৃথিবীর বার্ষিকগতি 

                iii দ্রাঘিমার পার্থক্য।                                          

                নিচের কোনটি সঠিক?

                ক. i ও ii  খ. ii  গ. iii  ঘ. i,ii ও iii।

৬।          মোট জাতীয় উৎপাদন পরিমাপ হয়-   

                ক. এক বছরের মোট উৎপাদন 

                খ. এক মাসের মোট উৎপাদন 

                গ. পাঁচ বছরের মোট উৎপাদন 

                ঘ. ছয় মাসের মোট উৎপাদন।

৭।  মানুষের আচার-আচরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে কোনটি?

                ক. সামাজিক মূল্যবোধ 

                খ. সামাজিক আইন 

                গ. সামাজিক পরিবর্তন 

                ঘ. নৈতিক জাগরণ।   

৮।          একটি রাষ্ট্রের সর্ব্বোচ দলিল কোনটি?    

                ক. সংবিধান       খ. চুক্তিপত্র 

                গ. জাতীয় বিল                  ঘ. সুপ্রিমকোর্টের রায়।        

৯।          জাতীয় চার নেতার হত্যার মাধ্যমে কোনটি ফুটে উঠে ?    

                ক. পুনরায় যুদ্ধ সংঘঠিত করা 

                খ. দেশকে নেতৃত্ব শূন্য করা 

                গ. দেশের স্বাধীনতাকে কেড়ে নেওয়া  

                ঘ. সরকার গঠন করা।   

১০।        বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড় সমূহের বৈশিষ্ট্য হলো-

                i. সর্বোচ্চ উচ্চতা           

                ii. কর্দম পাথর দ্বারা গঠিত 

                iii. শেল পাথর দ্বারা গঠিত।   

                নিচের কোনটি সঠিক?                                         

                ক. i ও ii  খ. ii  গ. iii  ঘ. i,ii ও iii।

১১। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উপাদনে অবাধ প্রতিযোগিতা সৃষ্টির যথার্থ কারণ হলো-                           

                ক. অধিক ভোক্তার উপস্থিতি 

                খ. দ্রব্য উৎপাদনে অবাধ স্বাধীনতা 

                গ. সরকারি পৃষ্ঠপোষকতা 

                ঘ. বিনিয়োগকারীর আধিক্য।    

১২।        কৃষি ব্যাংক যেসব কাজের জন্য ঋণ প্রদান করে-  

                i. কুটির শিল্প     ii. হাঁস-মুরগি পালন 

                iii. ফুল চাষ।

                নিচের কোনটি সঠিক?

               ক. i ও ii  খ. ii  গ. iii  ঘ. i,ii ও iii।

১৩। সমষ্টিগত সম্পত্তি হলো-

                 i. বাড়িঘর  ii. রাস্তাঘাট  ররর. স্কুল।                                              

                নিচের কোনটি সঠিক

                ক. i ও ii           খ. ii ও iii 

                গ. i ও iii        ঘ. i,ii ও iii

১৪। সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়ে কোনটি ঘটে?

                ক. অপরাধীদের দৌরাত্ম্য  খ. দারিদ্র বেড়ে যায় 

                গ. সামাজিক পরিবর্তন 

                ঘ. সামাজিক সমস্যা।

১৫। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারী একচেটিয়া বাজার সৃষ্টি করে কীভাবে?                                     

                ক. উৎপাদন নিয়ন্ত্রণ করে 

                খ. চাহিদা বৃদ্ধি করে 

                গ. ভোগ বৃদ্ধি করে 

                ঘ. দ্রব্যের উপযোগ সৃষ্টি করে । 

১৬।       জাতীয় সম্পদ বলতে বোঝায়-                                

                i. ব্যক্তিগত সম্পদ         ii. সমষ্টিগত সম্পদ 

                iii. আন্তর্জাতিক সম্পদ।                         

                নিচের কোনটি সঠিক

                ক. i ও ii           খ. ii ও iii 
                গ. i ও iii        ঘ. i,ii ও iii

১৭। কিশোর অপরাধ উদ্বেগজনক সমস্যা হওয়ার যথার্থ কারণ হলো-

                ক. দুর্নীতির পরিমাণ বৃদ্ধি পায় 

                খ. জাতি পিছিয়ে পড়ে 

                গ. সন্ত্রাসী জাতি হিসেবে পরিচিতি লাভ 

                ঘ. জাতির ভবিষ্যৎ নষ্ট হয়

১৮। এইডস রোগে সংক্রামিত হওয়ার কারণ কোনটি ?

                ক. ধূমপান          খ. অবহেলা 

                গ. অপরীক্ষিত রক্ত গ্রহণ 

                ঘ. সড়ক দুর্ঘটনা।            

১৯। শনির বায়ুমন্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে ?  

                ক. নাইট্রোজেন ও হিলিয়াম 

                খ. হাইট্রোজেন ও হিলিয়াম 

                গ. কার্বন-ডাই-অক্সাইড ও হিলিয়াম 

                ঘ. অক্সিজেন ও হিলিয়াম ।             

২০।       বাংলাদেশের সরকারের আয়ের খাতগুলো-

                i. আবগারি শুল্ক              ii. বাণিজ্য শুল্ক 

               iii. আয়কর।                

                নিচের কোনটি সঠিক?                                             

                ক. i ও ii  খ. ii  গ. iii  ঘ. i,ii ও iii।             

  (চলবে)    

               

                উত্তরঃ ১.ক ২.খ ৩.ক ৪.ক ৫.গ ৬.ক ৭.ক ৮.ক ৯.খ ১০.ঘ ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭. ঘ ১৮. গ ১৯.খ ২০.ঘ।

সর্বশেষ খবর