১. সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে অপরিহার্য-
i. রাজনৈতিক দলের বিলুপ্তি
ii. জনগণের অংশগ্রহণ
iii. সুষ্ঠু নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২. নির্বাচনী এলাকায় সীমা নির্ধারণ করে কে?
ক নির্বাহী বিভাগ খ. আদালত
গ. নির্বাচন কমিশন ঘ. প্রধানমন্ত্রী
৩. আমেরিকা যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি কেমন?
ক. প্রত্যক্ষ খ. পরোক্ষ
গ. অভিনব ঘ. সাধারণ পদ্ধতি
৪. রাজনৈতিক দল কার মধ্যে সেতুবন্ধন রচনা করে?
i. দল ii. সরকার iii. জনগণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫. সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়?
ক. একাদশ খ. দ্বাদশ
গ. ত্রয়োদশ ঘ. চতুর্দশ
৬. গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য হলো-
i. সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা
ii. রাজনৈতিক দলের উপস্থিতি
iii. জনগণের অংশগ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৭. নির্বাচন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো-
ক. ক্ষমতার পরীক্ষা
খ. জনপ্রতিনিধি নির্বাচন
গ. সরকার গঠন
ঘ. রাষ্ট্র শাসন করা
৮. ‘আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন’-উক্তিটি কার?
ক. ম্যাকাইভারের খ. গেটেলের
গ. ফাইনারের ঘ. পেজের
৯. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় কোনটি রক্ষিত হয়?
ক. ব্যক্তিস্বাধীনতা
খ. বাকস্বাধীনতা
গ. অযোগ্যের শাসন
ঘ. ব্যক্তিস্বাধীনতা ও বাকস্বাধীনতা
১০. গণতান্ত্রিক সরকারের গ্রহণযোগ্যতার কারণ-
i. সরকারের কাজের জবাবদিহিতার জন্য
ii. স্বৈরাচারী ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য
iii. ব্যক্তি ও বাকস্বাধীনতার নিয়ন্ত্রণের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১১. কংগ্রেস কোন দেশের আইনসভার নাম?
ক. যুক্তরাজ্য খ. যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স ঘ. ভারত
১২. নির্বাচনী প্রচারণায় নিষিদ্ধ করা হয়েছে কোনটি?
ক. দেয়াল লিখন
খ. পোস্টার লাগানো
গ. মিছিল করা
ঘ. ক্লাব গঠন
১৩. প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্ত হওয়ার মূল কারণ কী?
ক. রাষ্ট্রের আয়তন বৃদ্ধি
খ. জনগণের বৃদ্ধি লোপ
গ. নতুন রাষ্ট্রের সৃষ্টি
ঘ. রাজাদের রাষ্ট্র নিয়ন্ত্রণ
১৪. বিরোধী দল দ্বিতীয় সরকারের ভূমিকা পালন করে-
i. সরকারের অন্যায় কাজের বাধা দান করে
ii. সরকারের গঠনমূলক কাজের সমালোচনা করে
iii. সরকারকে স্বৈরাচারী হতে বাধা প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫. কোনটি ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা কল্পনা করা যায় না?
ক. নির্বাচন খ. জনগণ
গ. সুধীসমাজ ঘ. মিছিল-মিটিং
উত্তরমালা : ১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. ক