বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা : বাংলা প্রথম পত্র

আমিনুল ইসলাম : সিনিয়র শিক্ষক

(পূর্ব প্রকাশের পর)

 

১৯.         উদ্দীপকের ধলেশ্বরী নদী তোমার পঠিত কীসের প্রতিনিধিত্ব করে?

                ক. সুয়েজ খালের      খ. নীলনদের

                গ. পিরামিডের         ঘ. মসজিদের

২০.        প্রতিনিধিত্বের কারণ-      

                i. ধলেশ্বরীর পানি

                ii. প্রয়োজনীয় কাজ চলে

               iii. নদীর তীরে জেলেদের বাস 

                ক. i ও ii          খ. i ও iii

                গ. ii ও iii          ঘ. i, ii ও iii

২১.         লেখকের চোখের সামনে কোন দৃশ্য অতি রমণীয় হয়ে ভেসে উঠল?  

                ক. পিরামিড       খ. মরুভূমি        

                গ. শহরের রাস্তা       ঘ. নীলনদ

২২.        মরুভূমির বৈশিষ্ট্য হচ্ছে-       

                i. দিনের বেলায় এটি প্রচন্ড গরম হয়ে ওঠে

                ii. রাতের বেলায় এটি প্রচন্ড শীতল হয়ে ওঠে

                iii. এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ

                নিচের কোনটি সঠিক?

                ক. i ও ii          খ. i ও iii
                গ. ii ও iii          ঘ. i, ii ও iii

২৩.        মিসরে নীলনদ আর পিরামিডের পরে কীসের সৌন্দর্য ভুবন বিখ্যাত?

                ক. ঝরনার            খ. পাহাড়ের

                গ. মরুভূমির          ঘ. মসজিদের

২৪.        সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যে মূলত কী হিসেবে খ্যাতি লাভ করেন?  

                ক. রম্যরচয়িতা        খ. প্রাবন্ধিক

                গ. ঔপন্যাসিক         ঘ. নাট্যকার

২৫.        নীলনদের দৃশ্য দেখতে কেমন?          

                ক. চমৎকার       খ. দীপ্তিময়

                গ. সৌন্দর্যমন্ডিত             ঘ. রমণীয়

 

উত্তর : ১৯.খ ২০.ক ২১.ঘ ২২.ক ২৩.ঘ ২৪.ক ২৫.ঘ

সর্বশেষ খবর