মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা

একাদশ শ্রেণির জীববিজ্ঞান-প্রথমপত্র

সুনির্মল চন্দ্র বসু, প্রভাষক

দ্বিতীয় অধ্যায় : কোষবিভাজন

বহুনির্বাচনী প্রশ্ন

উপরোক্ত প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে-

i. ব্যাকটেরিয়া

ii. ছত্রাক

iii. ভাইরাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. ii ও iii

গ. i ও iii       ঘ. i, ii ও iii

২. ব্যাকটেরিয়ার কোষবিভাজন প্রক্রিয়ায় কোষপ্রাচীর থেকে রিং আকারে সাইটোপ্লাজমের দিকে খাঁজ হয়, যা-

i. ক্রমশ গভীর হতে থাকে

ii. চারপাশ থেকে কেন্দ্রে এসে মিলিত হয়

iii. সাইটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. ii ও iii

গ. i ও iii       ঘ. i, ii ও iii

৩. কোষচকের কোন পর্যায়ে উঘঅ অনুলিপন হয়?

ক. M   খ. S   গ. G1   ঘ. G2

৪. ইন্টারফেজ দশায় কোনটি ঘটে?

i. DNAপ্রতিলিপন

ii. মাইক্রোটিউবিউলস সৃষ্টি

iii. ADP তৈরি হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. ii ও iii

গ. i ও iii       ঘ. i, ii ও iii

৫. মাইটোসিস কোষবিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে?

ক. প্রোফেজ     খ. ইন্টারফেজ

গ. অ্যানাফেজ   ঘ. টেলোফেজ

৬. কোন পর্যায়ে ক্রোমোজোম ভেঙে দুটি ক্রোমাটিড তৈরি হয়?

ক. G1 দশা     খ. প্রোফেজ

গ. S দশা      ঘ. টেলোফেজ

৭. সেন্ট্রোমিয়ার কোন তন্তুর সঙ্গে সংযুক্ত থাকে?

ক. স্পিন্ডল তন্তু খ. প্রোটিন তন্তু

গ. ট্রাকশান তন্তু ঘ. অ্যাস্টার তন্তু

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :

৮. চিত্রটি কোষবিভাজনের কোন দশার?

ক. প্রোফেজ     খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ   ঘ. টেলোফেজ

৯. চিত্রটির বৈশিষ্ট্য হলো-

i. ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে থাকে

ii. ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলে

iii. সেন্ট্রোমিয়ার দুটি খন্ডে বিভক্ত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. ii ও iii

গ. i ও iii       ঘ. i, ii ও iii

১০. চিত্রটি কোষবিভাজনের কোন ধাপকে নির্দেশ করে?

ক. মেটাফেজ-১     খ. মেটাফেজ-২

গ. এনাফেজ-১     ঘ. এনাফেজ-২

নিচের চিত্রের আলোকে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :

১১. চিত্রে অ্যাক্রোসেন্ট্রিক নামে পরিচিত কোনটি?

ক. A     খ. B     গ. C     ঘ. D

১২. এসব অবস্থা যে দশায় ঘটে-

i. অ্যানাফেজ

ii. অ্যানাফেজ-১

iii. অ্যানাফেজ-২

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. ii ও iii

গ. i ও iii       ঘ. i, ii ও iii

১৩. ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে?

ক. প্রোফেজ-১       খ. মেটাফেজ-১

গ. অ্যানাফেজ-১     ঘ. টেলোফেজ-১

১৪. প্রাণীকোষে কোন উপপর্যায়ে ক্রোমোজোমগুলোকে একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখায়?

ক. লেপ্টোটিন        খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন       ঘ. ডায়াকাইনেসিস

১৫. কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে?

ক. লেপ্টোটিন        খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন       ঘ. ডিপ্লোটিন

১৬. নিচের কোন পর্যায়ে ক্রসিংওভার শুরু হয়?

ক. প্যাকাইটিনে       খ. জাইগোটিনে

গ. লেপ্টোটিনে       ঘ. ডায়াকাইনেসিসে

উদ্দীপকটি দেখ এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :

১৭. উদ্দীপকের A প্রক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য-

i. পিতা ও মাতা থেকে প্রাপ্ত ক্রোমোজোমের মধ্যে ঘটে

ii. সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে

iii. বংশগতীয় বৈশিষ্ট্যের বিনিময় ঘটে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. ii ও iii

গ. i ও iii       ঘ. i, ii ও iii

১৮. উদ্দীপক সংশ্লিষ্ট বিভাজনদ্বয়ের সাদৃশ্য হলো-

ক. বৈচিত্র্য তৈরি করে     খ. সিন্যাপসিস ঘটে

গ. বংশরক্ষায় ভূমিকা রাখে ঘ. কোষচক্র ঘটে

১৯. কোষবিভাজনের কোন পর্যায়ে টেট্টাডসমূহ পাওয়া যায়?

ক. লেপ্টোটিন        খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন       ঘ. ডায়াকাইনেসিস

২০. কায়াজমার প্রান্তীয়করণ কোন ধাপে দেখা যায়?

ক. লেপ্টোটিন        খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন       ঘ. ডিপ্লোটিন

২১. প্রোফেজ-১ এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে?

ক. জাইগোটিন       খ. প্যাকাইটিন

গ. ডিপ্লোটিন        ঘ. ডায়াকাইনেসিস

নিচের চিত্রটি লক্ষ্য করে ২২নং প্রশ্নের উত্তর দাও :

২২. উদ্দীপকের ঘটনাটির ক্ষেত্রে প্রযোজ্য-

i. ক্রোমোজোম ম্যাপিং-এ ব্যবহৃত হয়

ii. প্রজননবিদ্যায় এর ভূমিকা আছে

iii. নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. ii ও iii

গ. i ও iii       ঘ. i, ii ও iii

চিত্রে উল্লিখিত প্রক্রিয়ার ফলে-

i. জিনগত পরিবর্তন সাধিত হয়

ii. জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়

iii. প্রজাতিতে আসে বৈচিত্র্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. ii ও iii

গ. i ও iii       ঘ. i, ii ও iii

২৪. ক্রসিং ওভার এর ক্ষেত্রে প্রযোজ্য-

i. কায়াজমাটার সৃষ্টি হয়

ii. ক্রোমাটিড অংশের বিনিময় হয়

iii. জিনের পরিবর্তন ঘটে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. ii ও iii

গ. i ও iii       ঘ. i, ii ও iii

২৫. মাইটোসিস ও মায়োসিস এর বৈসাদৃশ্য-

i. DNA রেপ্লিকেশন 

ii. ক্রসিং ওভার

iii. ক্রোমোজোম সংখ্যা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. ii ও iii

গ. i ও iii       ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১. ক ২. ঘ ৩. খ ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. খ ৯. খ ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. ঘ ২৪. ঘ ২৫. গ

সর্বশেষ খবর