শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংস্কৃতি সপ্তাহ

সংস্কৃতি  সপ্তাহ

মহাকাল নাট্যসম্প্রদায়ের ‘শিখণ্ডী কথা’

শুরু হচ্ছে মিথুন আহমেদের প্রদর্শনী

২২ নভেম্বর গ্যালারি টোয়েন্টি ওয়ানে শুরু হচ্ছে নিউইয়র্ক প্রবাসী শিল্পী মিথুন আহমেদের ‘আত্মবিভাজনের খেলা’ শীর্ষক প্রদর্শনী। ওইদিন সন্ধ্যায় যৌথভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, শিল্পী হাশেম খান ও কবি রবিউল হুসাইন। উদ্বোধনী আয়োজনের সঞ্চালনায় থাকবেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। ৫ ডিসেম্বর শেষ হবে ১৪ দিনব্যাপী এ প্রদর্শনী।

 

আজ রাজীব দত্তের প্রদর্শনী

মোহাম্মদপুরের ইকবাল রোডের কলাকেন্দ্র গ্যালারিতে শুরু হচ্ছে চট্টগ্রামের শিল্পী রাজীব দত্তের ২১ দিনব্যাপী একক প্রদর্শনী। আজ সন্ধ্যায় যৌথভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী ও অধ্যাপক ঢালী আল মামুন ও সম্পাদক মুস্তাফা জামান।

১০ ডিসেম্বর শেষ হবে এ প্রদর্শনী।

 

ছায়ানটে আজ সুফিয়া কামাল স্মরণ

আজ ২০ নভেম্বর ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ সন্ধ্যায় নানা আয়োজনে সুফিয়া কামালকে স্মরণ করবে প্রতিষ্ঠানটি।

সুফিয়া কামাল স্মারক বক্তৃতা, একক ও সম্মেলক গান দিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান।

 

২৬ নভেম্বর ‘শিখণ্ডী কথা’

২৬ নভেম্বর সন্ধ্যায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে মহাকাল নাট্যসম্প্রদায় প্রযোজিত নাটক ‘শিখণ্ডী কথা’।

বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মীর জাহিদ হাসান, পলি বিশ্বাস, উৎপল চক্রবর্তী, উজ্জ্বল আচার্য্য, হাবিবুর রহমান হাবিব, সবুজ হোসেন প্রমুখ।

 

কাল শেষ হচ্ছে অ্যাক্রোবেটিক শো

রংপুর বিভাগে কাল শেষ হচ্ছে আট দিনব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনী। বিভাগের আট জেলায় অনুষ্ঠিত হয় আট দিনব্যাপী এ অ্যাক্রোবেটিক শো।

গত ১৪ নভেম্বর দিনাজপুর শিল্পকলা একাডেমিতে এ অ্যাক্রোবেটিক প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর