শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বৈঠা’

শোবিজ প্রতিবেদক

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বৈঠা’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বৈঠা’র একটি দৃশ্য

গেন্দু মাঝি নদীতে খেয়া পারাপারের কাজ করেন ষাটের দশক থেকে। ’৭১-এ বৈঠা হাতেই নেমেছিলেন যুদ্ধে। নদী তার  জীবনকে দিয়েছে সময়ের সমৃদ্ধ অভিজ্ঞতা; সেই সঙ্গে দিয়েছে বেঁচে থাকার আশ্বাস। কালের বিবর্তনে নদীর ওপর তৈরি হয়েছে দীর্ঘ সেতু। যোগাযোগের এবং নদী পারাপারের মাধ্যম এখন সেই সেতু, সঙ্গত কারণেই গেন্দু মাঝির নৌকার আরোহী কমে শূন্যের কোটায় গিয়ে দাঁড়ায়। কিন্তু তার জীবনের সঙ্গে এখন যে জড়িয়ে আছে আরও দুটি জীবনের গল্প; তার দুই মেয়ে পারুল এবং শিউলী। আবার শুরু হয় তার এক নতুন যুদ্ধ। এবারের যুদ্ধে সহযোদ্ধা তার বিধবা কন্যা পারুল, যার জীবন নিয়ে গ্রামের লোকের মাঝে রয়েছে নানান সংশয়। এমনি একটি বিষয়বস্তু নিয়ে প্রসূন রহমানের রচনা এবং রাজারাজ ও শাহাদাত সাহেবের যৌথ পরিচালনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বৈঠা’। চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেনÑ মামুনুর রশিদ, ফারজানা ছবি এবং শতাব্দী ওয়াদুদ। এ প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘অনেক দিন পর একটি ভালো কাজ করলাম। ১৬ ডিসেম্বরকে সামনে রেখে এই কাজটি করা হয়েছে। এখানে আমার সঙ্গে অভিনয় করেছেন অনেক গুণী অভিনেতা। তার মধ্যে মামুনুর রশিদ অন্যতম। এ চলচ্চিত্রের গল্পটি অসাধারণ। তিনি আরও বলেন,‘এই সময়ে আমি একটু ভালো কাজগুলো করতে চাই। সামনে আরও কিছু ভালো নাটকে কাজ করার কথা চলছে।

সর্বশেষ খবর