Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:০১

নয়নের সিলসিলা

শোবিজ প্রতিবেদক

নয়নের সিলসিলা

সমপ্রতি সিএমভির ব্যানার থেকে প্রকাশিত হলো শিল্পী নয়নের একক অ্যালবাম ’সিলসিলা’। গানের সংখ্যা ৮টি। এই অ্যালবামে রয়েছে ডা. শামসুজ্জামান তুষারের কথায় ৫টি গান ও ফকির লালন সাঁইর ১টি গান। অ্যালবামের ৬টি গানের সুর করেছেন নাজির মাহমুদ। এ ছাড়াও গীতিকার হাসান আল চিশতীর লেখা ও সুরে ‘ধন্য ধন্য মেরা সিলসিলা’ এবং ‘দে দে পাল তুলে দে’ গানটি প্রচলিত সুরে  করা। অ্যালবাম প্রসঙ্গে শিল্পী বলেন, ‘এখন তো আর পূর্ণাঙ্গ অ্যালবাম বের হয় না। পাইরেসির কারণে কেউ আর আগের মতো অ্যালবাম বের করেন না। এটা আমার ৫ম অ্যালবাম। প্রায় ৯ বছর পর আমি এই অ্যালবামটি বের করলাম। এজন্য ধন্যবাদ গীতিকার ডা. শামসুজ্জামান তুষার ভাইকে তার অফুরন্ত অনুপ্রেরণার জন্য। আশা করি গানগুলো সকলের ভালো লাগবে।’


আপনার মন্তব্য