Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১১ অক্টোবর, ২০১৭ ২২:৪১

সুচিত্রা সেনকে নিয়ে অবসকিওর

শোবিজ প্রতিবেদক

সুচিত্রা সেনকে নিয়ে অবসকিওর

অ্যালবামটি প্রকাশের আগেই নানাভাবে আলোচিত চলে আসছে ব্যান্ডদল অবসকিওর। রোহিঙ্গাদের নিয়ে গানের পর এবার মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে নতুন একটি গান বেঁধেছেন তারা। এটি লিখেছেন অমিত গোস্বামী। গত ৪ অক্টোবর এটি ইউটিউবে অবমুক্ত করা হয়েছে। গানটি সম্পর্কে অবসকিওর ব্যান্ডের গায়ক ও দলনেতা সাইদ হাসান টিপু বলেন, ‘সুচিত্রা সেন নামটি শুনলে মনের ভিতর একটাই শব্দ বেজে ওঠে আহা! নতুন এ গানটিতে প্রেমিকের কল্পনায় তিনি হাজির হবেন। এতে উঠে এসেছে দার্জিলিংয়ের প্রেক্ষাপট, যেখানে তিনি বেড়াতে এসেছেন। গানটি শুনলে মনে হবে, পাহাড় আর বরফের মধ্যে আছি।’ গানটির কথাগুলো হলো এমন ‘হলুদ শাড়ি বেশ খোলা চুল দিচ্ছে হাওয়া আঁচল জুড়ে/ পাতার কুচি দু-একটা ফুল তোমার মুখে আসল উড়ে/ মেঘ আকাশে অবাক চোখে ভাবছে এমন সুন্দরী কে/ ভালো করে চেয়ে দেখি আসছ তুমি আমার দিকে/ অনেক সময় দাঁড় করিয়ে বললে তবে কোথায় ছিলেন/ নাম ভুলেছি তুমি নীরা নাকি আমার সুচিত্রা সেন।’ 


আপনার মন্তব্য