শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

স্মরণে কিশোর কুমার

শোবিজ ডেস্ক

স্মরণে কিশোর কুমার

আমরা কি কেউ আভাষ কুমার গাঙ্গুলিকে চিনি? কিন্তু আমরা যদি নামের প্রথম ও শেষ অংশটি ছেঁটে দিই এবং ‘কুমার’ শব্দের আগে বসিয়ে দিই ‘কিশোর’, তা হলে? হ্যাঁ, আমরা কিশোর কুমারের কথাই বলছি। ১৯৪৮ সালে ‘জিদ্দি’ ছবিতে ‘মরণে কি দোয়াঁয়ে কিঁউ মঙ্গু’ গানের মাধ্যমে যার প্রকাশ ঘটেছিল চলচ্চিত্রের গানে। তখন কে জানত এই গাঙ্গুলি বাবু ‘কিশোর কুমার’ নামে কিংবদন্তি হবেন! আজ ১৩ অক্টোবর, কিশোর কুমারের মৃত্যুবার্ষিকী। ক্রিকেটে অলরাউন্ডার বলে একটি কথা আছে। ভারতীয় চলচ্চিত্র জগতের তিনিও ছিলেন অলরাউন্ডার। কিশোর কুমারের নামের আগে অনেক পেশাদারি বিশেষণ জুড়ে দেওয়া যায়। গায়ক, প্লেব্যাক গায়ক, নেপথ্য গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, রেকর্ড প্রযোজক— আরও কিছু কী ছিল, কে জানে! আরও কোনো পেশাদারি পরিচয় বা গুণ থাকলে, নিঃসন্দেহে, তাতেও নিশ্চয়ই এগুলোর থেকে কম যেতেন না কিশোর! পঞ্চাশের দশক থেকে আশির দশক। ভারতীয় ছবিতে অনেক বড় তারকার উত্থান-পতন ঘটেছে কিন্তু কিশোর কুমারের স্থান কেউ দখল করতে পারেননি। আজও তিনি মিশে আছেন কোটি মানুষের মনে।                                               

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর