আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী কত্থক নৃত্য উৎসব। ছায়ানট মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করবেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। কত্থক নৃত্য সম্প্রদায় আয়োজিত ষষ্ঠ বারের মতো এ উৎসবে নৃত্য নির্দেশক শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে জীনাৎ জাহান স্মৃতি পদক প্রদান করা হবে। দ্বিতীয় দিন সকাল ১০টায় নৃত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।
এতে ‘বাংলা অঞ্চলের টেরাকোটায় প্রাপ্ত নৃত্য বৈচিত্র্য’ বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করবেন শেখ মেহেদী হাসান। আলোচক থাকবেন লায়লা হাসান, নিগার চৌধুরী, মুনমুন আহমেদ, এম আর ওয়াসেক। উৎসবে নৃত্য পরিবেশন করবেন বুলবুল একাডেমি অব ফাইন আর্টস, আঙ্গিকাম, কত্থক নৃত্য সম্প্রদায়, নৃত্যাশ্রম, গন্তব্য, নূপুর নিক্কণ, আকৃতি, রিনিঝিনি ললিতকলা একাডেমি, অগ্নিলা নৃত্য নিকেতন, রেওয়াজ পারফর্ম আর্টস, পুষ্পাঞ্জলি, আমরা কজন, নৃত্যালয়, নৃত্যশৈলী ও নৃত্যাঞ্চলের শিল্পীরা।
অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৬টায়। উৎসবের আয়োজক নৃত্য নির্দেশক সাজু আহমেদ বলেন, কত্থক অত্যন্ত জনপ্রিয় নৃত্যধারা। গত পাঁচ বছর আমরা বিপুল দর্শক সমর্থন পেয়েছি। এ উৎসবের মাধ্যমে দেশব্যাপী শুদ্ধ নৃত্যচর্চা ছড়িয়ে দিতে চাই।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        