ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খানের বক্তৃতায় বরাবরই দক্ষতার পরিচয় পাওয়া যায়। কঠিন থেকে হালকা কিংবা রসিকতা আর রহস্য করে বক্তৃতা দেওয়ায় তার জুড়ি নেই। বুধবার তার নতুন ছবি ‘শাহেনশাহ’-এর মহরত অনুষ্ঠানে বক্তৃতার ক্ষেত্রে আবারও সেই মুন্সিয়ানার পরিচয় দিলেন তিনি। বক্তব্যের শুরুতেই বেশ ঝাঁজালো হয়ে ওঠেন এই নায়ক। তিনি বলেন, এখন এদেশে আমার ছবি মুক্তি পেতে গেলেই এই বাধা সেই বাধা দিয়ে ছবি আটকে দেওয়ার চেষ্টা করা হয়। যারা এ কাজটি করেন তাদের স্মরণ করিয়ে দিয়ে শাকিব বলেন, আপনারা তো শাকিবকে আটকে দিচ্ছেন না। আপনারা বোকার স্বর্গে বাস করছেন। শাকিব হচ্ছে চলচ্চিত্রের একটি অংশ মাত্র। আপনারা শাকিবের বিরুদ্ধে নামতে গিয়ে চলচ্চিত্র জগেকই জিম্মি করে ফেলছেন। জোরালো কণ্ঠে শাকিব বলেন, দেশ ও দর্শক আমার পক্ষে আছে। পথরোধ করে আমাকে কেউ কোনো দিন থামিয়ে রাখতে পারেনি, পারবেও না। আমি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি। দেশীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদার আসনে উপবিষ্ট করার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এক পর্যায়ে শাকিব তার কণ্ঠে কিছুটা আবেগ টেনে বলেন, এমন সুন্দর একটি সন্ধ্যায় ভারী কথা বলে পরিবেশটা আর গম্ভীর করতে চাই না। এবার নতুন একটি ঘোষণা দিতে চাই। আর এটি হলো আজকের পর থেকে দর্শক এক নতুন শাকিব খানকে দেখতে পাবেন। উপস্থিত দর্শকরা তখন জানতে চান, তার মানে কেমন শাকিব আমরা দেখতে পাব। এর জবাবে স্বভাবসুলভ মিষ্টি হাসির বন্যা বইয়ে দিয়ে শীর্ষনায়ক বলেন, এক আইকনিক শাকিবকে দেখতে পাবেন আপনারা। আবার দর্শকরা জানতে চান কখন নতুন শাকিবকে দেখতে পাব আমরা। এর জবাবে বেশ রহস্য করেই শাকিব বলেন, আগামী শুক্রবার জুমার নামাজের পর পরই নতুন শাকিবের জন্ম হবে। কথাটা লৌহ কঠিন প্রত্যয় নিয়ে বলতে বলতে আবার হেসে ওঠে শাকিব বলেন, না, তাই বলে মনে করবেন না জুমার নামাজের পর আমি বিয়ে করতে যাচ্ছি। বিয়ে আমি আর করছি না। মজা করে শাকিব বলেন, এবার আমার পর্দা জীবনে বুবলীর পর আবার দুই টিভি প্রেজেন্টারের আবির্ভাব ঘটলো। তারা হলেন-নুসরাত ফারিয়া এবং রোদেলা জান্নাত। নুসরাত আর বুবলী যে টিভি প্রেজেন্টার ছিলেন তা আমি জানি। এখন শুনছি রোদেলাও নাকি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করত। তাহলে কি আমি এখন থেকে টিভি প্রেজেন্টারদের সঙ্গেই শুধু জুটি বাঁধবো। বলতে বলতে আবারও তৃপ্তির হাসি হেসে উঠেন ঢালিউডের নবাব শাকিব খান।
শিরোনাম
- মহেশ বাবু–রাজামৌলির ‘বারাণসী’র চোখ ধাঁধানো টিজার
- অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
- রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
- মোহাম্মদপুরে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি
- নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩.১ শতাংশ বেড়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ
- রাজধানীতে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
- রায়ের আগে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার
- কঙ্গোয় তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২ শ্রমিক
- ভারতকে লজ্জায় ফেলে পাকিস্তানের সহজ জয়
- লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা : নিহত ১
- ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি: ট্রাম্প
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা