শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সৌদের নাটক দিয়ে ফিরলেন সুবর্ণা

শোবিজ প্রতিবেদক

সৌদের নাটক দিয়ে ফিরলেন সুবর্ণা

টানা কয়েকদিন সংসদ অধিবেশনে অংশগ্রহণের পর ১৩ মার্চ থেকে আবারও অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। বাংলাদেশ টেলিভিশনে আগামী এপ্রিল থেকে প্রচারের লক্ষ্যে বদরুল আনাম সৌদ তার নিজের রচনায় নির্মাণ করছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘লুকোচুরি লুকোচুরি গল্প’। এ নাটকে দম্পতির ভূমিকায় অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা ও আজাদ আবুল কালাম। তাদের মেয়ের চরিত্রে অভিনয় করছেন নীলাঞ্জনা নীলা। নির্মাতা ও রচয়িতা বদরুল আনাম সৌদ জানান, লুকোচুরি লুকোচুরি গল্প সম্পূর্ণ বিনোদনধর্মী নাটক।’ সুবর্ণা মুস্তাফা বলেন, ‘আমি সব সময়ই সবকিছুর একটা রুটিন করে চলতে পারি। যে কারণে সাধারণত কখনোই কোনো কাজে আমার সমস্যা হয় না। যেহেতু অভিনয়ই করতে হয় আমাকে। তাই আমার চেষ্টা থাকবে ভালো গল্প পেলে, চরিত্র পেলে রুটিন করে অভিনয় করা। সৌদের এ নাটকে ঠিক তেমনি রুটিন করেই অভিনয় করছি। তাছাড়া আগামী দুই মাস যেহেতু সংসদ অধিবেশন নেই, তাই বেশ অনায়াসেই অভিনয় করতে পারব। আবার যখন সংসদ শুরু হবে তখন পরিকল্পনা করেই কাজ করব। লুকোচুরি লুকোচুরি গল্প একটি হালকা মেজাজের গল্পের নাটক। সত্যি বলতে কী সব নাটকই দর্শকের বিনোদনের জন্যই নির্মিত হয়।’ এখানে আরও অভিনয় করছেন ইন্তেখাব দিনার, জিতু আহসান, দীপা খন্দকার প্রমুখ।

সর্বশেষ খবর