মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

তৌকীরের ফেলুদায় আহমেদ রুবেল জটায়ু আজাদ আবুল কালাম

শোবিজ প্রতিবেদক

তৌকীরের ফেলুদায় আহমেদ রুবেল জটায়ু আজাদ আবুল কালাম

বাংলাদেশে নির্মিত হচ্ছে সত্যজিৎ রায়ের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার কাহিনি নিয়ে ওয়েব সিরিজ। জানা যায়, এটি এককভাবে নির্মাণ করছেন বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই মিডিয়া  প্রোডাকশনস লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘নয়ন রহস্য’ গল্পটি ৮০ মিনিট দৈর্ঘ্যরে। এই সিরিজটি দেখা যাবে তিনটি পর্বে। নির্মাতা তৌকীর আহমেদ। ফেলুদা হিসেবে আহমেদ রুবেলকে দেখা যাবে। ফেলুদার সার্বক্ষণিক সঙ্গী জটায়ু চরিত্রে দেখা যাবে আজাদ আবুল কালামকে। আর হিংগোয়ানির চরিত্র করছেন গুণী অভিনেতা আবুল হায়াত। তবে তোপসে চরিত্রের জন্য এখনো অডিশন চলছে। ইতিমধ্যে এটির শুটিং হয়েছে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন লোকেশনে। তবে আশার বিষয় হচ্ছে, আমরা শুধু বাংলাদেশের অভিনয়শিল্পী নিয়েই কাজ করছি। আর ফেলুদা সিরিজের ডিজিটাল রাইটস আগেই নিয়েছিলাম। সে অনুযায়ী আমরা কাজ করছি। ধীরে ধীরে অনেক গল্পই পর্দায় আনার ইচ্ছা আছে।’ এদিকে গত বছর আলফা আই মিডিয়া প্রোডাকশনস লিমিটেডের প্রযোজনায় ফেলুদার তিনটি গল্প ওয়েব ধারাবাহিক হিসেবে দেখা গেছে, ‘গোলকধাম রহস্য’, ‘ঘুরঘুটিয়ার ঘটনা’ ও ‘শেয়াল দেবতা রহস্য’। গল্পগুলো চিত্রায়ণ করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ফেলুদা হয়েছিলেন পরমব্রতই। মুক্তি পেয়েছিল ভিডিও স্ট্রিমিং সাইট বায়োস্কোপে।

সর্বশেষ খবর