উপমহাদেশের সংগীত জগতের বিস্ময়কর সুরকার ও গায়ক এ আর রহমান। তার সঙ্গে কাজ করার সৌভাগ্য যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। তবে এই সৌভাগ্যের গর্বিত অংশীদার নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া চৌধুরী। দুবাইয়ে শুরু হচ্ছে এক্সপো-২০২০। এই এক্সপোতে এ আর রহমানের তত্ত্বাবধানের অর্কেস্ট্রা তৈরি হবে। যার নাম ‘অল উইমেন অর্কেস্ট্রা’। রহমান কনসার্টও করবেন। সুখবর হচ্ছে, রহমানের এই কাজের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত রয়েছেন বাংলাদেশের ফারিয়া চৌধুরী। তিনি এ আর রহমানের টিমের যাবতীয় ক্রিয়েটিভ কাজ, কনসার্ট, অর্কেস্ট্রা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। ফারিয়া বলেন, ‘তার সঙ্গে কাজের সূত্রে দিল্লিতে আমার পরিচয়, তাও প্রায় ১৭ থেকে ১৮ বছর! সে সময় তার সঙ্গে মিউজিক রিসার্চ, ব্যাকগ্রাউন্ড রিসার্চ করা, কম্পোজিশন মুড ও স্টোরি বোর্ড তৈরিসহ নানারকম ক্রিয়েটিভ কাজে যুক্ত ছিলাম। এ আর রহমানের কেএম মিউজিকের ব্যানারে ২০১২-১৩ সালে রাশিদ আলীর সঙ্গে একটি অ্যালবামে ডুয়েট গান করেছিলাম। চেন্নাইয়ে অবস্থিত এ আর রহমান মিউজিক কলেজে দীর্ঘদিন শিক্ষক হিসেবে কাজ করেছি। যেখানে বাংলা ও তার্কিস গান শেখাতে হয়েছে। আমার গুরুজি ছিলেন বেগম আকতার ঘারানার খ্যাতিমান শিল্পী শান্তি হীরানন্দ। পাকিস্তানের আবিদা পারভীনের কাছ থেকেও মিউজিকে প্রশিক্ষণ নিয়েছি। এ আর রহমানকে গুরু হিসেবে পেয়েছি।’ জনপ্রিয় এই অভিনেত্রী অসংখ্য নাটকে অভিনয় করেছেন। কামরুন্নেসা হাসানের ‘কাজল’, আল মনসুরের ‘না’, বুলবুল আহমেদের ‘মন ছুঁয়ে যায়’সহ উপহার দিয়েছেন দর্শকনন্দিত বেশকিছু নাটক। ২০০৭ সালে মাহফুজ আহমেদের সঙ্গে শাকুর মাজিদের ‘সবুজ মাটির মায়া’, গাজী রাকায়েতের সঙ্গে ফাল্গুনী আহমেদের ‘নবাব ফয়জুন্নেসা’য় ব্যাপক প্রশংসিত হন।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
এ আর রহমানের সঙ্গে বাংলাদেশের ফারিয়া
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর