উপমহাদেশের সংগীত জগতের বিস্ময়কর সুরকার ও গায়ক এ আর রহমান। তার সঙ্গে কাজ করার সৌভাগ্য যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। তবে এই সৌভাগ্যের গর্বিত অংশীদার নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া চৌধুরী। দুবাইয়ে শুরু হচ্ছে এক্সপো-২০২০। এই এক্সপোতে এ আর রহমানের তত্ত্বাবধানের অর্কেস্ট্রা তৈরি হবে। যার নাম ‘অল উইমেন অর্কেস্ট্রা’। রহমান কনসার্টও করবেন। সুখবর হচ্ছে, রহমানের এই কাজের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত রয়েছেন বাংলাদেশের ফারিয়া চৌধুরী। তিনি এ আর রহমানের টিমের যাবতীয় ক্রিয়েটিভ কাজ, কনসার্ট, অর্কেস্ট্রা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। ফারিয়া বলেন, ‘তার সঙ্গে কাজের সূত্রে দিল্লিতে আমার পরিচয়, তাও প্রায় ১৭ থেকে ১৮ বছর! সে সময় তার সঙ্গে মিউজিক রিসার্চ, ব্যাকগ্রাউন্ড রিসার্চ করা, কম্পোজিশন মুড ও স্টোরি বোর্ড তৈরিসহ নানারকম ক্রিয়েটিভ কাজে যুক্ত ছিলাম। এ আর রহমানের কেএম মিউজিকের ব্যানারে ২০১২-১৩ সালে রাশিদ আলীর সঙ্গে একটি অ্যালবামে ডুয়েট গান করেছিলাম। চেন্নাইয়ে অবস্থিত এ আর রহমান মিউজিক কলেজে দীর্ঘদিন শিক্ষক হিসেবে কাজ করেছি। যেখানে বাংলা ও তার্কিস গান শেখাতে হয়েছে। আমার গুরুজি ছিলেন বেগম আকতার ঘারানার খ্যাতিমান শিল্পী শান্তি হীরানন্দ। পাকিস্তানের আবিদা পারভীনের কাছ থেকেও মিউজিকে প্রশিক্ষণ নিয়েছি। এ আর রহমানকে গুরু হিসেবে পেয়েছি।’ জনপ্রিয় এই অভিনেত্রী অসংখ্য নাটকে অভিনয় করেছেন। কামরুন্নেসা হাসানের ‘কাজল’, আল মনসুরের ‘না’, বুলবুল আহমেদের ‘মন ছুঁয়ে যায়’সহ উপহার দিয়েছেন দর্শকনন্দিত বেশকিছু নাটক। ২০০৭ সালে মাহফুজ আহমেদের সঙ্গে শাকুর মাজিদের ‘সবুজ মাটির মায়া’, গাজী রাকায়েতের সঙ্গে ফাল্গুনী আহমেদের ‘নবাব ফয়জুন্নেসা’য় ব্যাপক প্রশংসিত হন।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
এ আর রহমানের সঙ্গে বাংলাদেশের ফারিয়া
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর