উপমহাদেশের সংগীত জগতের বিস্ময়কর সুরকার ও গায়ক এ আর রহমান। তার সঙ্গে কাজ করার সৌভাগ্য যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। তবে এই সৌভাগ্যের গর্বিত অংশীদার নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া চৌধুরী। দুবাইয়ে শুরু হচ্ছে এক্সপো-২০২০। এই এক্সপোতে এ আর রহমানের তত্ত্বাবধানের অর্কেস্ট্রা তৈরি হবে। যার নাম ‘অল উইমেন অর্কেস্ট্রা’। রহমান কনসার্টও করবেন। সুখবর হচ্ছে, রহমানের এই কাজের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত রয়েছেন বাংলাদেশের ফারিয়া চৌধুরী। তিনি এ আর রহমানের টিমের যাবতীয় ক্রিয়েটিভ কাজ, কনসার্ট, অর্কেস্ট্রা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। ফারিয়া বলেন, ‘তার সঙ্গে কাজের সূত্রে দিল্লিতে আমার পরিচয়, তাও প্রায় ১৭ থেকে ১৮ বছর! সে সময় তার সঙ্গে মিউজিক রিসার্চ, ব্যাকগ্রাউন্ড রিসার্চ করা, কম্পোজিশন মুড ও স্টোরি বোর্ড তৈরিসহ নানারকম ক্রিয়েটিভ কাজে যুক্ত ছিলাম। এ আর রহমানের কেএম মিউজিকের ব্যানারে ২০১২-১৩ সালে রাশিদ আলীর সঙ্গে একটি অ্যালবামে ডুয়েট গান করেছিলাম। চেন্নাইয়ে অবস্থিত এ আর রহমান মিউজিক কলেজে দীর্ঘদিন শিক্ষক হিসেবে কাজ করেছি। যেখানে বাংলা ও তার্কিস গান শেখাতে হয়েছে। আমার গুরুজি ছিলেন বেগম আকতার ঘারানার খ্যাতিমান শিল্পী শান্তি হীরানন্দ। পাকিস্তানের আবিদা পারভীনের কাছ থেকেও মিউজিকে প্রশিক্ষণ নিয়েছি। এ আর রহমানকে গুরু হিসেবে পেয়েছি।’ জনপ্রিয় এই অভিনেত্রী অসংখ্য নাটকে অভিনয় করেছেন। কামরুন্নেসা হাসানের ‘কাজল’, আল মনসুরের ‘না’, বুলবুল আহমেদের ‘মন ছুঁয়ে যায়’সহ উপহার দিয়েছেন দর্শকনন্দিত বেশকিছু নাটক। ২০০৭ সালে মাহফুজ আহমেদের সঙ্গে শাকুর মাজিদের ‘সবুজ মাটির মায়া’, গাজী রাকায়েতের সঙ্গে ফাল্গুনী আহমেদের ‘নবাব ফয়জুন্নেসা’য় ব্যাপক প্রশংসিত হন।
শিরোনাম
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ