উপমহাদেশের সংগীত জগতের বিস্ময়কর সুরকার ও গায়ক এ আর রহমান। তার সঙ্গে কাজ করার সৌভাগ্য যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। তবে এই সৌভাগ্যের গর্বিত অংশীদার নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া চৌধুরী। দুবাইয়ে শুরু হচ্ছে এক্সপো-২০২০। এই এক্সপোতে এ আর রহমানের তত্ত্বাবধানের অর্কেস্ট্রা তৈরি হবে। যার নাম ‘অল উইমেন অর্কেস্ট্রা’। রহমান কনসার্টও করবেন। সুখবর হচ্ছে, রহমানের এই কাজের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত রয়েছেন বাংলাদেশের ফারিয়া চৌধুরী। তিনি এ আর রহমানের টিমের যাবতীয় ক্রিয়েটিভ কাজ, কনসার্ট, অর্কেস্ট্রা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। ফারিয়া বলেন, ‘তার সঙ্গে কাজের সূত্রে দিল্লিতে আমার পরিচয়, তাও প্রায় ১৭ থেকে ১৮ বছর! সে সময় তার সঙ্গে মিউজিক রিসার্চ, ব্যাকগ্রাউন্ড রিসার্চ করা, কম্পোজিশন মুড ও স্টোরি বোর্ড তৈরিসহ নানারকম ক্রিয়েটিভ কাজে যুক্ত ছিলাম। এ আর রহমানের কেএম মিউজিকের ব্যানারে ২০১২-১৩ সালে রাশিদ আলীর সঙ্গে একটি অ্যালবামে ডুয়েট গান করেছিলাম। চেন্নাইয়ে অবস্থিত এ আর রহমান মিউজিক কলেজে দীর্ঘদিন শিক্ষক হিসেবে কাজ করেছি। যেখানে বাংলা ও তার্কিস গান শেখাতে হয়েছে। আমার গুরুজি ছিলেন বেগম আকতার ঘারানার খ্যাতিমান শিল্পী শান্তি হীরানন্দ। পাকিস্তানের আবিদা পারভীনের কাছ থেকেও মিউজিকে প্রশিক্ষণ নিয়েছি। এ আর রহমানকে গুরু হিসেবে পেয়েছি।’ জনপ্রিয় এই অভিনেত্রী অসংখ্য নাটকে অভিনয় করেছেন। কামরুন্নেসা হাসানের ‘কাজল’, আল মনসুরের ‘না’, বুলবুল আহমেদের ‘মন ছুঁয়ে যায়’সহ উপহার দিয়েছেন দর্শকনন্দিত বেশকিছু নাটক। ২০০৭ সালে মাহফুজ আহমেদের সঙ্গে শাকুর মাজিদের ‘সবুজ মাটির মায়া’, গাজী রাকায়েতের সঙ্গে ফাল্গুনী আহমেদের ‘নবাব ফয়জুন্নেসা’য় ব্যাপক প্রশংসিত হন।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা