বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ইন্টারভিউ → সজল

আমিই সুলতান

আমিই সুলতান

শোবিজ অঙ্গনের প্রিয় মুখ অভিনেতা সজল। দীর্ঘ ক্যারিয়ারে বৈচিত্র্যপূর্ণ অভিনয়গুণে দর্শকহৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। রোমান্টিক ধারা থেকে বেরিয়ে করছেন ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়। সমসাময়িক বিষয় নিয়ে তার সঙ্গে আজকের আলাপন - পান্থ আফজাল

 

পূজার সঙ্গে জুটি বেঁধে ‘জিন’ ছবিতে কাজ করেছেন। কাজটি কেমন হয়েছে?

ভালোই তো মনে হচ্ছে! গল্পটি গতানুগতিক ধারা থেকে একটু অন্যরকম। ভৌতিক গল্পের ছবি হলেও একজন মানুষের জীবন থেকে নেওয়া গল্প। নাদের ভাই (নাদের চৌধুরী) যত্ন সহকারে কাজটি করেছেন। আশা করছি, দারুণ স্বাদের এই হরর মুভি দর্শক হলে গিয়ে উপভোগ করবেন। একটি কথা, দর্শক কিন্তু এখন যথেষ্ট ম্যাচিউর। তারা অনেক বেশি জানেন, বোঝেন, ভালোমন্দের খবর রাখেন। তাই হলে গিয়ে ছবি দেখেই তারা ভালোমন্দের বিচার করবেন।

 

টিজার প্রকাশ হওয়ার পর তা দর্শক প্রশংসিতও হয়েছে। এ বিষয়ে আপনার কী অভিমত?

ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মাঝে ছবিটি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে বলে শুনেছি। সোশ্যাল মিডিয়ায় টিজারটি নিয়ে এখনো চলছে আলোচনা। টিজারটি ছিল ৫০ সেকেন্ডের। এ ধরনের ছবি আমাদের এখানে হয়নি। সম্পাদনার কাজ হয়েছে কলকাতায়। ছবির ভিএফএক্সের কাজ হয়েছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজে। এর আগে ‘জিন’ ছবির দুটি পোস্টার লুক ও একটি টাইটেল গান প্রকাশিত হয়। এখন এটি মুক্তির জন্য প্রস্তুত। ছবিতে কাজ করে আমি সত্যিই ভীষণ এক্সাইটেড! ব্যক্তিগতভাবে আমি খুবই সন্তুষ্ট।

 

ছবিটি মুক্তির কথা ছিল এই ফেব্রুয়ারিতে। শেষমেশ কবে মুক্তির তারিখ নির্ধারণ হলো?

আগামী ১৩ মার্চ। এর আগে ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও সেটি পিছিয়ে এখন মার্চে নেওয়া হয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ ও নির্মাতার কাছ থেকে জেনেছি।

 

পূজার সঙ্গে ক্যামিস্ট্রি কেমন ছিল?

সে অনেক চমৎকার একজন অভিনেত্রী। যদিও এর আগে তার সঙ্গে ছোট পর্দায় কাজ হয়েছে। সে সময় ছিল সে শিশুশিল্পী আর এখন সে একজন পরিপূর্ণ অভিনেত্রী... হা হা হা। তখন একরকমের জার্নি আর এখন আরেক রকমের। তবে এই ছবির ফার্স্ট ডে-র শুটিংয়ের পরে তার সঙ্গে একপ্রকার ফ্রেন্ডশিপ অ্যাটমোসফেয়ার তৈরি হয়েছিল। সহশিল্পী হিসেবে পূজা অসাধারণ! আমার নিজের কাছে ওর অভিনয় ভীষণ পছন্দের। সবসময় আমরা চেয়েছি কাজটি যেন সুন্দর ও দর্শকের জন্য ভালো কিছু হয়। 

 

ছবিতে সজলের চরিত্র ভালো না খারাপ?

হা হা হা... অনেক ভালো। ছবিতে আমার চরিত্র হচ্ছে র‌্যাফ। যে মডেল ফটোগ্রাফি করে। স্টাইলিস একটা ছেলে। তবে, একই সঙ্গে তার মধ্যে অনেক কোয়ালিটি আছে। যেমন- ন্যায়পরায়ণ, সত্যবাদী, যা বলে ভেবে বলে, অন্যায়কে প্রশ্রয় দেয় না। ছবিতে আমি পূজা চেরীর হাজব্যান্ড। পূজাকে জিনে ধরা থেকে উদ্ধার করতে বিভিন্ন সমাধানের পথ বের করি।

 

নতুন করে আবারও ‘পাফ ড্যাডি’র কাজ শুরু করেছেন...

হ্যাঁ। আগের নির্মাতা ছিলেন মাসুদ হাসান উজ্জ্বল। এবার এই ওয়েব সিরিজটি নতুনভাবে নির্মাণ করেছেন সহিদ উন নবী। ২৩ জানুয়ারি থেকে নতুন করে কাজ শুরু হয়। বঙ্গবিডির প্রযোজনায় এবার হয়েছে ৭ পর্বের কাজ। আমি করছি সুলতান চরিত্র। এ ধরনের চরিত্রে সচরাচর আমাকে দেখায় যায়নি। কাজটির মধ্যে পাভেল ভাই (আজাদ আবুল কালাম) আছেন। ভীষণ ভালো অভিনেতা! তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। আর পরীমণি, এত সুন্দর অভিনয় করেছে টিনা চরিত্রের মেয়েটা! এত কিউট!

 

ভালোবাসা দিবসের কোন নাটকে অভিনয় করেছিলেন?

ভালোবাসার ফ্রেস গল্প ‘নোনা জলের ভালোবাসা’ নামে একটি কাজ করেছিলাম। নির্মাতা গোলাম মোক্তাদীর শান।

 

সজল বিয়ে করবে কবে?

হা হা হা... প্রশ্নটার উত্তর আপাতত বাকি থাক। পরেরবার সাক্ষাৎকারে বিস্তারিত বলব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর