শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

নাটকের শুটিং বন্ধই থাকছে

শোবিজ প্রতিবেদক

অভিনয় শিল্পী সংঘ সহকর্মীদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে করোনাকালীনের প্রথম থেকেই। সরকারি সহায়তার জন্য বর্তমানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার জন্য যথাযথ আবেদনসহ সব ধরনের নথি ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে তারা। তবে ২২ মার্চ থেকে শুটিং বন্ধ থাকলেও সামগ্রিক বিবেচনায় এই সময়ও শুটিং শুরু করার অবস্থা নেই বলে শুক্রবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। নাসিম বলেন, আমাদের জীবন-জীবিকা আজ হুমকির সম্মুখীন। এসব কিছু বিবেচনা আমাদের সবারই আছে। আমরা আন্তসংগঠনগুলো দিনরাত পরিশ্রম করছি এই অবস্থা থেকে বের হয়ে আবার কাজ শুরু করা যায় কীভাবে! কিন্তু বাস্তব অবস্থা বিপরীত। দিন দিন সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। আমরা আন্তসংগঠনগুলো প্রায় প্রতিদিন সামগ্রিক অবস্থা বিবেচনা করছি এবং একটা গ্রহণযোগ্য উপায় বের করার চেষ্টা করে যাচ্ছি। কীভাবে শুটিং কাযক্রম শুরু করা যায়। কিন্তু আমরা হতাশ হয়েছি কোথাও কোনো আলোর দেখা পাচ্ছি না।

সর্বশেষ খবর