শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

৬০০ কোটি টাকা ঋণ পাচ্ছে সিনেমা হল

শোবিজ প্রতিবেদক

৬০০ কোটি টাকা ঋণ পাচ্ছে সিনেমা হল

প্রায় ৬০০ কোটি টাকার মতো ঋণ পেতে যাচ্ছে দেশের সিনেমা হলগুলো। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে খুলেও যেতে পারে করোনার কারণে বন্ধ সিনেমা হলগুলো। এ তথ্য জানান, চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস ও ভাইস প্রেসিডেন্ট মিয়া আলাউদ্দীন। গত বৃহস্পতিবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে চলচ্চিত্র সমিতিগুলোর এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সম্প্রতি একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী কর্তৃক সিনেমা হলের উন্নয়নে ঋণ প্রদানের ঘোষণা ও এই শিল্পের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, বড় সিনেমা হলের পরিবর্তে ছোট সিনেমা হল সংস্কারকে সরকার উৎসাহিত করবে। কারণ বিশ্বে এখন সিনেমা হল স্বল্প পরিসরে চলে গেছে। মন্ত্রী বলেন, শুধু সিনেমা হল নয়, পুরো চলচ্চিত্র জগৎকে ঢেলে সাজানো হবে। তিনি জানান শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্র প্রদর্শক সমিতির বৈঠকের ব্যবস্থাও করা হবে। আগামী ১৭ সেপ্টেম্বর তথ্যমন্ত্রী পুনরায় প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে প্রদর্শকরা ২৫ সেপ্টম্বর দেশের সিনেমা হল খুলে দেওয়ার অনুরোধ জানাবেন। সুদীপ্ত কুমার দাস জানান, গত ৬ আগস্ট সিনেমা হলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন তথ্য মন্ত্রণালয়ে জমা দেন। তিনি আরও বলেন, সিনেমা হলের বিদ্যুৎ বিল যাতে শিল্প খাতে নেওয়া হয় তার জন্য সরকারের কাছে তিনি লিখিত আবেদন করেন এবং বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রদর্শক সমিতির কর্মকর্তা সুদীপ্ত কুমার দাস, মিয়া আলাউদ্দীন, প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন, সদস্য আবদুস সামাদ খোকন, এস এ হক অলিক, রানা প্রমুখ।

সর্বশেষ খবর