শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জন্মদিনে সাবিনা ইয়াসমিন

শোবিজ প্রতিবেদক

জন্মদিনে সাবিনা ইয়াসমিন

দেশাত্মবোধক গান থেকে শুরু করে প্রায় চার দশক ধরে বাংলা গানের বিভিন্ন ধারায় তার সরব বিচরণ। উচ্চাঙ্গ, ধ্রুপদ এবং লোকসংগীত থেকে শুরু করে আধুনিক বাংলা গানসহ চলচ্চিত্রে মিশ্র আঙ্গিকের গানে মায়াবি কণ্ঠকারুর জন্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের খ্যাতি বিশ্বব্যাপী। তার কণ্ঠে ঠাঁই পেয়ে কালজয়ী হয়েছে অসংখ্য গান। অডিও এবং চলচ্চিত্র, দুই ভুবনেই তার গানের কদর আকাশছোঁয়া। তবে চলচ্চিত্রের প্লে-ব্যাকে সাবিনা ইয়াসমিন বিস্ময়কর এক সফল নাম। দেশাত্মবোধক গানেও শিল্পী সাবিনা ইয়াসমিনের জুড়ি নেই।

আজ ৪ সেপ্টেম্বর সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন। ১৯৫৪ সালের এই দিনে তিনি সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম লুৎফর রহমান ও মা বেগম মৌলুদা খাতুন। সাবিনা ইয়াসমিনরা পাঁচ বোনের মধ্যে চার বোনই গান করেছেন। তারা হলেন- ফরিদা ইয়াসমিন, ফওজিয়া খান, নীলুফার ইয়াসমিন এবং সাবিনা ইয়াসমিন। দাম্পত্য জীবনে সাবিনা ইয়াসমিন এক কন্যা ফাইরুজ ইয়াসমিন ও এক পুত্র শ্রাবণের জননী। জন্মদিন প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘এ দিনটি এলেই আব্বা-আম্মা এবং আমার বোনদের খুব মিস করি। সবার ভালোবাসা ও অনুপ্রেরণার কথা মনে করে আমি সে কষ্ট ভুলে থাকার চেষ্টা করি। প্রতি বছরই জন্মদিনে দেশ-বিদেশ থেকে প্রচুর ভক্ত-শুভাকাক্সক্ষী শুভেচ্ছা জানান। এর মধ্য দিয়েই সবাই আমার প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। এই মায়ার বন্ধন আর অকৃত্রিম ভালোবাসা নিয়েই তো বেঁচে আছি। সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা।  সবাই আমার জন্য দোয়া করবেন।’ 

 

সর্বশেষ খবর