শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ফের ক্যামেরার সামনে

আলাউদ্দীন মাজিদ

ফের ক্যামেরার সামনে

শাকিব-মাহী

শাকিব খান, মাহী, অনন্ত, বর্ষা, পরীমণি, সিয়াম, স্পর্শিয়া, রোশান, বাপ্পী, নাজিফা টুসি, চঞ্চল চৌধুরী, রিয়াজ, তাসকিন, পূজা, পূর্ণিমা, চঞ্চলসহ আরও অনেকে ফিরেছেন এবং ফিরছেন ক্যামেরার সামনে। গত মার্চে দেশে করোনাভাইরাস শনাক্ত হলে বন্ধ হয়ে যায় ছবির নির্মাণকাজ। এতে আটকা পড়ে প্রচুর ছবির শুটিং। প্রায় ছয় মাস পর যখন সবকিছু স্বাভাবিক হয়ে আসছে ও চলচ্চিত্রের শুটিংয়ের অনুমতি ইতিমধ্যে দেওয়া হয়েছে তখন ধীরে ধীরে সবাই করোনা আতঙ্ক কাটিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে ফিরতে শুরু করেছেন। চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলছেন, ‘এভাবে আর কতদিন কাজ বন্ধ করে বসে থাকা যায়। চলচ্চিত্র শিল্পের অবস্থা এমনিতেই দীর্ঘদিন ধরে মন্দা যাচ্ছে, তার ওপর আবার করোনার কারণে সিনেমার নির্মাণকাজ ও সিনেমা হল বন্ধ। এতে মানবেতর জীবনযাপনের কবলে পড়েছে চলচ্চিত্র জগতের কমবেশি সবাই। বিশেষ করে যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা খুব করুণ। সাহায্যের হাত পেতে আর কতদিন চলা যায়। চলচ্চিত্র হচ্ছে দেশের একটি বড় গণমাধ্যম। এ জগতের মানুষের আত্মসম্মানবোধ আছে। তাই তারা চাইলেই সাহায্যের জন্য হাত পাততে পারে না। এখন যখন দেশের প্রতিটি সেক্টরের কাজকর্ম স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক হয়ে এসেছে আর সেপ্টেম্বর মাস থেকে সিনেমা হল খুলে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হচ্ছে, তখন চলচ্চিত্রের নির্মাণকাজ শুরু করলে সংশ্লিষ্ট সবার উপকার হবে।’ এদিকে, দীর্ঘদিন করোনার কারণে নিজেকে গৃহবন্দী করে রাখার পর ১০ সেপ্টেম্বর থেকে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। তিনি কাজ করবেন অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রটিতে। করোনার প্রকোপ শুরু হওয়ার আগেই এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। শাকিব খান বলেন, ‘করোনা মহামারী তো আর সহসাই শেষ হচ্ছে না। এখনো ভ্যাকসিনই আসেনি। কখন আসবে তাও জানা নেই। এ অবস্থায় যদি সবাই কাজ গুটিয়ে বসে থাকে, তাহলে স্বল্প আয়ের চলচ্চিত্রের মানুষ না খেয়ে মারা যাবে। তাই স্বাস্থ্যবিধি মেনে কাজ শুরু করার বিকল্প নেই। এ কারণে সবাইকে নিয়ে আবার ছবির কাজে নামছি। এতে চলচ্চিত্র শিল্প অস্তিত্ব হারানোর কবল থেকে রক্ষা পাবে।’ ‘নবাব এলএলবি’ ছবিতে শাকিবের সঙ্গে আছেন অভিনেত্রী মাহিয়া মাহী, স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে। সবাই আবার শুটিংয়ে ফিরছেন। এ ছাড়া দীপংকর দীপেনের ‘অপারেশন সুন্দরবন’ ছবির কাজও প্রায় শেষ পর্যায়ে এসে করোনার কারণে আটকা পড়ে আছে। এই ছবিতে অভিনয় করছেন রিয়াজ, সিয়াম, পরীমণি, তাসকিনসহ অনেকে। ইফতেখার শুভর ‘মুখোশ’ ছবিতেও অভিনয় করছেন পরীমণি। নির্মাতা জানান, শিগগিরই আবার শুটিংয়ে ফিরছেন তিনি। অভিনেত্রী কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবির কাজও করোনার কারণে আটকা পড়েছে। একঝাঁক নতুন মুখ নিয়ে তিনি ছবিটি নির্মাণ করছেন। কিংবদন্তি এই চলচ্চিত্রকার জানান, শিগগিরই তিনি শুটিংয়ে ফিরছেন। ফেরদৌস ও পূর্ণিমা কাজ করছিলেন নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ ছবিতে। দুটি ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্মাতা জানান, কিছু প্যাচওয়ার্কের কাজ বাকি আছে। অচিরেই কাজ শুরু করবেন তিনি। এদিকে একাধিক ছবির নায়িকা হয়ে আসছেন দীঘি। এর মধ্যে রয়েছে কাজী হায়াতের ‘যোগ্য সন্তান’, মালেক আফসারীর ‘ধামাকা’ ও শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধুর বায়োপিক’সহ বেশ কয়েকটি ছবি। কাজী হায়াতের ছবির কাজ শুরু হবে ১৫ অক্টোবর। আর মালেক আফসারী কাজ শুরু করবেন আগামী সপ্তাহে। অন্যদিকে গতকাল অভিনেতা কাজী মারুফ আমেরিকায় শুরু করেছেন ‘গ্রিন কার্ড’ শিরোনামের একটি ছবির কাজ। গতকাল অনলাইনে দেশে বসে ছবিটির মহরত করেন কাজী হায়াৎ। মোস্তাফিজুর রহমান মানিক শুরু করেছেন ‘আশীর্বাদ’ ছবির কাজ। এতে অভিনয় করছেন রোশান ও মাহী। এ ছাড়া অনন্য মামুনের ‘সাইকো’র চার দিনের কাজ বাকি আছে। এতে অভিনয় করছেন রোশান ও পূজা। শিগগিরই তিনি বাকি কাজ শেষ করতে চান। ১৫ মার্চ থেকে নেপালে ‘কানামাছি’ সিনেমার শুটিং শুরুর কথা ছিল। সেটিও স্থগিত হয় করোনার কারণে। শিগগিরই এ ছবির কাজ শুরু করবেন নির্মাতা। আরও বন্ধ হয়ে আছে অনন্তর ‘দিন : দ্য ডে’ ছবির কাজ। এতে অনন্ত আর বর্ষাসহ বেশ কজন দেশি-বিদেশি তারকা কাজ করছেন। অনন্ত জানান, শিগগিরই তিনি ছবির বাকি কাজ শুরু করবেন। চঞ্চল চৌধুরী শুরু করেছিলেন বদিউল আলম খোকনের ‘হারজিত’ ছবির কাজ। এ ছবির কাজও শিগগিরই শুরু হচ্ছে। রায়হান রাফীর ‘স্বপ্নবাজী’, ‘ইত্তেফাক’; সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, ‘আকবর’; সাইফ চন্দনের ‘ওস্তাদ’, ‘মন্ত্র’, ‘কাপ্তান’ ও ‘কয়লা’; মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ ছবির কাজও বাকি আছে। অন্যদিকে ওস্তাদ, পাপ-পুণ্য, আগামীকাল, আদম, সিক্রেট এজেন্ট, ডেঞ্জারম্যান, স্বপ্নবাজী, ঢাকা-২০৪০, বিক্ষোভ, মানুষের বাগান, পেয়ারার সুবাস, কমান্ডো, ‘ওপারে চন্দ্রাবতী’ ও ‘বসন্ত বিকেল’; পপি-ইমনের ‘সাহসী যোদ্ধা’, ‘পদ্মপুরাণ’সহ বেশ কিছু তারকাবহুল ছবির কাজও আবার শুরু হচ্ছে। এদিকে শুটিং বন্ধ হয়ে যাওয়া ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘বঙ্গবন্ধু’র শুটিং শুরু হওয়ার কথা ছিল ১৭ মার্চ। করোনার কারণে সেটির নির্মাণকাজ পিছিয়েছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। এতে আরিফিন শুভসহ একঝাঁক তারকা রয়েছেন। এ ছবির কাজও অচিরেই শুরু হচ্ছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর