বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জুনিয়র মাশরাফি ‘নমনী’

শোবিজ প্রতিবেদক

জুনিয়র মাশরাফি ‘নমনী’

মন্ডা (অনিন্দ্য) আর মণি (সাফানা নমনী) দুই ভাই-বোন। বাবা-মা নেই। পাশের বাড়িতেই থাকে চাচা-চাচি। গ্রামে শুরু হয় উৎসবের মৌসুম। সামনে নির্বাচন-বর্তমান। চেয়ারম্যানের ইচ্ছা চেয়ারম্যান কাপ দিয়েই মানুষকে দেখিয়ে দেবে তার শক্তি। কিন্তু এই কাপ পাওয়ার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে মন্ডা। পুঁচকে এই মন্ডাদের কাছে হেরে যাওয়া কিছুতেই মেনে নেবে না চেয়ারম্যান, কিন্তু মন্ডা খেললে হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। রাতের অন্ধকারে কেউ বা কারা এসে তুলে নিয়ে যায় মন্ডাকে। মণি জানে, যেখানে ক্রিকেট আছে সেখানেই ফিরবে মন্ডা। মণি শহরে আসে ভাইকে খুঁজতে। ঘটনাচক্রে চুল কেটে ছেলেদের মতো সেজে ক্রিকেট খেলা শুরু করে মণি। তাকে সবার কাছে মাশরাফির মতো লাগে। নাম হয়ে যায় জুনিয়র মাশরাফি। দীপ্ত টিভির ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’। নিজস্ব স্টুডিওতে চলছে নতুন এ নাটকের শুটিং। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু হয়। সাজ্জাদ সুমনের পরিচালনায় এটির চিত্রনাট্য করেছেন আসফিদুল হক ও সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। অভিনয়ে শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফুর রহমান জর্জ, সাফানা নমনী, অনিন্দ্য, হামিম প্রমুখ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর