শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মিমির নাটকে নাঈম

শোবিজ প্রতিবেদক

মিমির নাটকে নাঈম

বিটিভির জন্য ধারাবাহিক নাটক নির্মাণ করছেন জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি। তাও আবার দীর্ঘ ৪ বছর পর! কথাসাহিত্যিক শওকত আলীর ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাস থেকে হয়েছে নাটকের চিত্রনাট্যের কাজ। এদিকে অভিনেতা নাঈমের জন্য বড় বিষয় হচ্ছে তিনি তার প্রিয় অভিনেত্রী আফসানা মিমির নাটকে অভিনয় করছেন। বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বাস প্রকাশ করে নাঈম বলেন, ‘ক্যারিয়ারে এটি আমার জন্য একটি বড় বিষয়। তার মতো গুণী অভিনেত্রী-নির্মাতার সঙ্গে কাজ করছি। এটি আসলে স্বপ্নের মতো মনে হচ্ছে। গল্প ও আমার চরিত্রটি চমৎকার! আশা করছি খুবই ভালো একটি কাজ দর্শকদের উপহার দিতে পারব।’ রাখী নামের একটি নারী চরিত্রকে কেন্দ্র করে নাটকের গল্প আবর্তিত হয়েছে। ধারাবাহিকটি নিয়ে বেশ আশাবাদী বলে জানান তিনি। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও দারুণ খ্যাতি অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি। এর আগে তার নির্মিত ‘ডলস হাউস’সহ বেশ কয়েকটি নাটক বেশ দর্শকপ্রিয়তা পায়। লকডাউনের আগে ‘রুম নাম্বার ৪০৪’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেন তিনি। এদিকে নাঈম ব্যস্ত রয়েছেন বেশকিছু খন্ড নাটক ও ধারাবাহিকে। সম্প্রতি অভিনেত্রী ফারিয়া শাহরিনের সঙ্গে মডেল হয়েছেন প্রাণ ফ্রুটোর একটি বিজ্ঞাপনচিত্রে। অভিনেত্রী মিমি ১০ বছর পর চলচ্চিত্রে ফিরেছেন গিয়াসউদ্দিন পরিচালিত ‘পাপ-পুণ্য’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। সর্বশেষ ২০০৯ সালে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলামের ‘প্রিয়তমেষু’ চলচ্চিত্রে দেখা যায় তাকে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর