বরাবরই ভিন্ন লুক, গল্প ও চরিত্রে কাজ করতে পছন্দ করেন মেহজাবিন চৌধুরী। সেই হিসেবে সবার কাছে আলাদা অভিনেত্রী হিসেবে নিজেকে পরিচিত করেছেনও। অন্যদিকে, প্রবীণ অভিনেত্রী দিলারা জামানও কম যান না। বয়সকে তুড়ি মেরে তিনি এই সময়েও লুক ও চরিত্র পরিবর্তন করে সবাইকে চমকে দিচ্ছেন। নতুন প্রজন্মের সবার কাছে দিন দিন হয়ে পড়েছেন অনুসরণীয় কিংবদন্তি এই অভিনেত্রী। সেই পরিপ্রেক্ষিতে এই দুই সময়ের দুজনকে দেখা গেল ভিন্নভাবে। শাহজাহান সৌরভের রচনায় এবং রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নির্মিত ‘চেনা-অচেনা’ নাটকে রকস্টার চরিত্রে দেখা যাবে মেহজাবিনকে এবং ড্রামাকুইন চরিত্রে চিরসবুজ দিলারা জামানকে। এ ছাড়াও লাভার চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের প্রিয় মুখ আফরান নিশো। আরও রয়েছেন তানজিম হাসান অনিক, রেশমিসহ অনেকেই। নাটকটি আজ রাত ৯টা ৫ মিনিটে শুধু বাংলাভিশনের পর্দায় দেখা যাবে। এরপর অনলাইন জি সিরিজে অবমুক্ত হবে।