সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কোনালের সঙ্গে ১০ দেশের শিল্পী

শোবিজ প্রতিবেদক

কোনালের সঙ্গে ১০ দেশের শিল্পী

জার্মান সংগীত পরিচালক রবার্ট বার্থার সংগীত পরিচালনায় বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি হয়েছে ‘থ্রো দ্য টাইগার্স আই’ শিরোনামে একটি গান। সম্প্রতি গানটি প্রকাশিত হয় বার্থার ইউটিউব চ্যানেলে। এ গানে বাংলাদেশ, জার্মানি, স্পেন, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ফ্রান্স, সুইডেন, মাল্টা, ব্রাজিল ও পোল্যান্ডের ১০ দেশের ১০ জন শিল্পী কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশ থেকে শিল্পী হিসেবে অংশগ্রহণ করেছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। কেবল কণ্ঠই দেননি, এ গানের কথার বাংলা ভাষার অংশটিও (চার লাইন) লেখা এ কণ্ঠশিল্পীর। এ প্রসঙ্গে কোনাল বলেন, ‘গানটির প্রযোজক ও মিউজিক ডিরেক্টর জার্মান কম্পোজার রবার্ট বার্থা। আর এ প্রকল্পের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন ড্যানিয়েল সেইডল। ড্যানিয়েলই জার্মানি থেকে আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি আমাকে জানান, গানের জন্য বাংলা চার লাইন আমাকেই লিখতে হবে। কাজটা করে খুব ভালো লেগেছে। তাঁরা চেয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর মতো কিছু একটা করতে। তারপর তৈরি হলো এ গান। সামনে আমরা আরও কাজ করব আশা করি।’

সর্বশেষ খবর