শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

ঈদ নাটকের শেষ মুহূর্তের প্রস্তুতি

ঈদ নাটকের শেষ মুহূর্তের প্রস্তুতি

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও থেমে নেই ঈদ নাটকের শুটিং। এরই মধ্যে অনেক অভিনয়শিল্পী করোনায় আক্রান্ত হয়েছেন। আবার নিয়মিত অনেক শিল্পীই সচেতনতায় শুটিং বাতিল করেছেন। তবুও এই লকডাউনে নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক ও টেলিভিশন কর্তৃপক্ষ ব্যস্ত রয়েছেন ঈদকে রাঙাতে।  ঈদকে সামনে রেখে নির্মিত নাটক নিয়ে আয়োজন সাজিয়েছেন- পান্থ আফজাল

 

টিভি নাটকের দর্শকদের চাহিদার ওপর ভিত্তি করে প্রতিনিয়ত বাড়ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফরম। টেলিভিশন চ্যানেলের দুর্বলতা অনেকাংশে মিটাচ্ছে এসব ডিজিটাল প্ল্যাটফরম। জানা যায়, প্রতি ঈদে বিভিন্ন অনলাইন প্ল্যাটফরম ও টেলিভিশনে ৬০০ থেকে ৭০০ নাটকের চাহিদা থাকে। বছরজুড়ে নাটকগুলো তৈরি হলেও ৮০ শতাংশ নাটক নির্মাণ করা হয় ঈদের ঠিক আগের তিন মাসে। এবার অনেক বাধা-নিষেধ সত্ত্বেও ঈদ আয়োজন তালিকার জায়গায় স্থান করে নিতে ব্যতিব্যস্ত হয়েছেন টিভি নির্মাতা, অডিও প্রযোজনা সংস্থা, টিভি চ্যানেল কর্তৃপক্ষ, অভিনয়শিল্পী থেকে শুরু করে কলাকুশলীরা। করোনার দ্বিতীয় ঢেউ শুরু ও লকডাউন ঘোষণার মধ্যেও নতুন প্রজন্মের জনপ্রিয় একজন তারকা একাই করেছেন প্রায় ৫০টির বেশি নাটক! জনপ্রিয় কয়েক তারকা যেমন- মোশাররফ করিম, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অপূর্ব, তাহসান, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবিন, রোবেনা রেজা জুঁই, তৌসিফ মাহবুব, সজল, কেয়া পায়েল, তানজিন তিশা, শাহানাজ খুশি, অপর্ণা, সারিকা, সাফা কবির, মুশফিক ফারহান, সাবিলা নূর, টয়া, শাওন, জোভান, ইরফান সাজ্জাদ, শামীম হাসান সরকার, তাসনিয়া ফারিন, সালহা নাদিয়া, জাকিয়া বারী মম, পারসা ইভানা, রাশেদ সীমান্ত, মিশু সাব্বির, নিলয় আলমগীর, তারিন জাহান, আজমেরী হক বাঁধন, নাদিয়া আহমেদ, নাদিয়া মীম, সারিকা সাবরিন, সারিকা সাবাহ, শবনম ফারিয়া, সালাহউদ্দিন লাভলু, মনিরা মিঠু, দীপা খন্দকার, আইরিন আফরোজ, রেহেনুমা মোস্তফা, তাসনুভা তিশা, ফারিয়া শাহরিন, জান্নাতুল হিমি, তানিয়া বৃষ্টি, ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, প্রাণ রায়, আরফান আহমেদ, রাফিয়াত রশিদ মিথিলা, নিশাত প্রিয়ম, আ খ ম হাসান, জিয়াউল হক পলাশ, নীলাঞ্জনা নীলা, আরশসহ তরুণ অভিনেতা-অভিনেত্রীর অনেকে অভিনীত বেশকিছু নাটক বিভিন্ন প্ল্যাটফরমে প্রচার হবে এই ঈদে। তাহসান খান করোনার জন্য লকডাউনের পুরো সময় ঘরবন্দী ছিলেন। লকডাউনের আগে তাহসান অভিনীত সাত-আটটি নাটক-টেলিছবি ঈদে দর্শকের জন্য আসছে বিভিন্ন মাধ্যমে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘অপহরণ’, ‘ক্রেডিট শো’, ‘অ্যান্টি হিরো’। ঈদে চঞ্চল চৌধুরীর প্রায় আটটি নাটক-টেলিফিল্ম প্রচার হবে। যদিও সেগুলো লকডাউনের আগে শেষ করা। অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য- ‘বায়ুচরা’, ‘পিলিয়ার’, ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’, ‘ডার্ক রুম’ প্রভৃতি। মোশাররফ করিম অভিনীত প্রায় ১৫টি নাটক-টেলিছবি প্রচার হবে এবারের ঈদে। এসব কাজের মধ্যে পরিচালক আছেন ১০ জন এবং তার বিপরীতে অভিনেত্রী আছেন ১২ জন। একটি রয়েছে ওয়েব ফিল্ম, ‘অমানুষ’। তার অভিনীত উল্লেখযোগ্য ‘হীরার আংটি’, ‘কঙ্কাল চোর’, ‘সীমার’, ‘তালমিছরি না হাওয়াই মিঠাই’, ‘রাত গভীর হয়’, গরম ভাতের গন্ধ, যমজ ১৪, শেষটা অন্য রকম ছিল। যদিও তিনি এখন পরিবারসহ লকডাউনে বন্দী রয়েছেন কলকাতায়। জাহিদ হাসানকে এবারের ঈদে প্রায় ডজনখানেক নাটক ও ঈদ ধারাবাহিকে দেখা যাবে। রোমান্টিক হিরো অপূর্ব ‘প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘রক্তের ঋণ’, ‘ভাই এক প্রেমিক মাস্তান’, ‘ফিজিকস কেমিস্ট্রি ম্যাথ’সহ বেশকিছু নাটকে অভিনয় করেছেন। আফরান নিশো লকডাউনের মধ্যে কোনো কাজ না করলেও ঈদ উপলক্ষে তার অভিনীত সাতটি নাটক প্রচার হবে। লকডাউনের মধ্যেও শুটিং করেছেন এই সময়ের জনপ্রিয়মুখ তৌসিফ মাহবুব। জানা যায়, এ পর্যন্ত তিনি ৪২টির বেশি নাটকে কাজ করেছেন। আরও নয়টির মতো কাজ বাকি রয়েছে। মানে ৫০টির বেশি! এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘অকাজের কাজী’, ‘উইল ইউ ম্যারি মি’, ‘পেয়িং গেস্ট’, ‘বেহায়া’, ‘ফরেন বাবুর্চি’, ‘রিকশাওয়ালা দুলাভাই’ প্রভৃতি। নুসরাত ইমরোজ তিশাকে দেখা যাবে প্রায় ছয়টি নাটক-টেলিছবিতে। দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন অভিনীত আটটি কাজের খবর পাওয়া গেছে। নিশো-অপূর্ব ছাড়াও এবার বিভিন্ন সহশিল্পীর সঙ্গে কাজ করেছেন মেহু। ঈদে আসছে ‘আবারও ভালোবাসার সাধ জাগে’, ‘দ্বিতীয় সূচনা’, ‘নীল জলের কাব্য’, ‘নামকরণ’, ‘রাজা’, ‘মেরুন’, ‘রক্তের ঋণ’ প্রভৃতি। ঈদে তানজিন তিশা অভিনয় করেছেন ‘তোমার টানে’, ‘অপহরণ’, ‘আফ্রিকান বউ’, ‘অ্যান্টি হিরো’ প্রভৃতি নাটকে। বিভিন্ন সহশিল্পীর সঙ্গে সারিকা সাবরিন প্রায় ১৪টি নাটকে অভিনয় করেছেন। সহশিল্পী হলেন-মুশফিক ফারহান, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, মোশারফ করিম, নিলয় আলমগীর, তাহসান ও সজল। জানা মতে, ঈদে জোভান অভিনীত প্রায় ২৩টি নাটক আসছে। নাটকগুলো পরিচালনা করছেন ২২ জন নির্মাতা। আর তার বিপরীতে অভিনয় করেছেন আটজন অভিনেত্রী। এ ছাড়াও শবনম ফারিয়ার সঙ্গে করেছেন ‘ব্রাদার্স সিস্টার্স’, নুসরাত ইমরোজ তিশার সঙ্গে ‘রুপার জাদু’, রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ‘লাভার্স’ ও নিশাত প্রিয়মের  সঙ্গে ‘অবেশন’ করেছেন জোভান। ‘শিয়ালবাড়ী-২’ ও ‘আমি মীর জাফর’-এ  রাশেদ সীমান্ত অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও নীলাঞ্জলা নীলার সঙ্গে। কেয়া পায়েল ও হিমি বিভিন্ন সহশিল্পীর সঙ্গে কাজ করেছেন। মুশফিক ফারহান এ পর্যন্ত আট-নয়টি কাজ করেছেন। তবে খায়রুল বাশার, ইয়াশ রোহান, টয়া, সাফা এবার খুবই কম কাজ করেছেন। এবার বিটিভিতে প্রচার হবে চারটি নাটক ‘ফুফুর ঈদ’, ‘শূন্য ঘরে পূর্ণ জীবন’, ‘বিবাহ বিভ্রাট’ ও  ‘আহলাদে আটখানা’।

এদিকে ঈদে যেসব নির্মাতাদের নাটক-টেলিছবি প্রচার হবে তাদের মধ্যে রয়েছেন তুহিন হোসেন, সঞ্জয় সমদ্দার, রুবেল হাসান, মিজানুর রহমান আরিয়ান, গোলাম সোহরাব দোদুল, সাজিন আহমেদ বাবু, মহিদুল মহিম, সাগর জাহান, সকাল আহমেদ, মাহমুদুর রহমান হিমি, ভিকি জাহেদ, হানিফ সংকেত, সালাউদ্দিন লাভলু, শামিম জামান, দীপু হাজরা, মাসুদ সেজান, রাকেশ বসু, মিঠু রয়, শিহাব শাহীন, সহিদ-উন নবী, রাফাত মজুমদার রিংকু, মাবরুর রশীদ বান্নাহ, তারিক মুহাম্মদ খান, তপু খান, আবু হায়াত মাহমুদ, আশফাক নিপুন, মেহেদী রনি, আজাদ কালাম, সাইদুর রহমান রাসেল, বি ইউ শুভ, দেবব্রত রনি, কাজল আরেফিন অমি, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, জাকারিয়া সৌখিন, আশরাফী মিঠু, ইয়াসির আহমেদ, মাতিয়া বানু শুকু, সুমন আনোয়ার, শাফায়েত মনসুর রানা, অনন্য ইমন, আকাশ রঞ্জন, মারুফ মিঠু, শেখ সেলিম, ইমরাউল রাফাত, ওসমান মিরাজ, নাজমুল হাসান,  শামস করিম প্রমুখ।

সর্বশেষ খবর