শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

ঈদের পর জমে উঠেছে এফডিসি

আলাউদ্দীন মাজিদ

ঈদের পর জমে উঠেছে এফডিসি

গ্রীষ্মের তাপে পুড়ছে দেশ। গরমের অস্থিরতার মাঝেও একটি সুসংবাদ পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। খবরটা হলো ঈদের পর গত সোমবার থেকে এফডিসির চেহারা পাল্টে গেছে। অপু বিশ্বাস, জয় ও মিশা সওদাগরকে নিয়ে এফডিসির ৯ নম্বর ফ্লোরে শুরু হয়েছে সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম-প্রীতি-বন্ধন’ ছবির শুটিং। আর ছবিটির শুটিং নিয়ে এখন এফডিসি সেজেছে বর্ণিল সাজে। দীর্ঘদিন ধরে এফডিসিতে ছবির শুটিং হয় না বললেই চলে। মাঝেমধ্যে দু-একটি ছবির কাজ চললেও তা তেমন নজরে আসে না। বলতে গেলে নীরবেই কাজ শেষ হয়। এর ওপর আবার গত বছর থেকে করোনা মহামারী দেখা দিলে ছবির নির্মাণ কাজ আরও স্থবির হয়ে পড়ে। তবে বৃহস্পতিবার বিকালে গিয়ে দেখা গেছে এফডিসিতে মূল ফটকের পাশেই ছবির নায়ক জয়ের বাড়ির সেট নির্মিত হয়েছে। ফটক পার হয়ে কিছুদূর এগোতেই চোখে পড়ল মসজিদের সেট। এর পাশেই ভেঙে ফেলা ৩, ৪ ও ৫ নম্বর শুটিং ফ্লোর এবং এডিটিং ভবনের শূন্যস্থানে নির্মাণ করা হয়েছে কলেজ ও শহীদ মিনার। বিশাল পরিসরে বেশ দৃষ্টিনন্দন এসব সেট ও ছবির শুটিং দেখতে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী ছাড়াও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অনেকেই ভিড় জমিয়েছেন। বিকাল ৩টার পর থেকে ৯ নম্বর ফ্লোরে চলছিল শক্তিমান খলঅভিনেতা মিশা সওদাগর ও ছবির নায়ক জয়ের ফাইটের দৃশ্য। ফাইটে অংশ নিতে গিয়ে জয়ের পোশাক ছিঁড়ে যায়। এতে কিছু সময়ের জন্য বন্ধ থাকে অ্যাকশন দৃশ্য গ্রহণ। আমি ও আমার সহকারী সাংবাদিকতায় প্রশিক্ষণরত সোনিয়া রহমান ৯ নম্বর ফ্লোরের মেকআপ রুমে বসে আলাপ করছিলাম নায়ক জয়ের সঙ্গে। তিনি জানালেন এটি তাঁর ১৬ নম্বর ছবি। ছবির উন্নত গল্প, নির্মাণ ও সহশিল্পী হিসেবে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে পেয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন প্রেম ও পারিবারিক গল্পের ছবি হলেও এ ছবির গল্পে একটি ভিন্ন মাত্রা যোগ হচ্ছে। যা দর্শক দেখে শিহরিত ও মুগ্ধ হবে। তিনি বলেন, নির্মাতা সোলায়মান ভাই অসাধারণ কাজ করছেন। সবমিলিয়ে একটি দর্শক পছন্দের ছবি হবে এটি। নির্মাতারও একই মন্তব্য। তাঁর কথায় ছবিটি দর্শক গ্রহণযোগ্য করতে কোনো কিছুর সঙ্গেই আপস করছেন না তিনি। আর মনের মতো একটি কাজ করার সুযোগ করে দেওয়ায় ছবির প্রযোজককে ধন্যবাদ জানাতে ভুল করেননি ছবির পরিচালক। ৯ নম্বর ফ্লোরে গিয়ে চোখ ছানাবড়া। জমকালোভাবে তৈরি হয়েছে মিশা সওদাগর ও অপু বিশ্বাসের বাড়ির সেট। সন্ধ্যার পর সেখানে এটি সাসপেন্স দৃশ্যে অংশ নেন মিশা সওদাগর, জয় ও অপু বিশ্বাস। ফ্লোর থেকে বেড়িয়ে আমি ও সোনিয়া গাড়িতে করে ঘুরে ঘুরে দেখছিলাম এফডিসির আঙিনায় নির্মিত এই ছবির দৃষ্টিনন্দন সেটগুলো। মুগ্ধতায় ভাসা সোনিয়া ছবি তুলে চললেন। ওই মুহূর্তে অপুর কল এলো। বললেন, ‘দাদা আপনি কোথায়?’ বললাম এফডিসিতেই আছি। অপু বললেন, দাদা আমি আসছি। আমি ও সোনিয়া দুই নম্বর জসিম ফ্লোরের সামনে গিয়ে গাড়ি থেকে নামতেই প্রায় মুখোমুখি এসে দাঁড়াল অপুর বিলাসবহুল ওডি গাড়িটি। আমাদের দেখেই গাড়ি থেকে নেমে এসে কুশল বিনিময় করলেন অপু। সঙ্গে ছিল অপুর সহকারী সজল। আমরা একসঙ্গে দুই নম্বর ফ্লোরের মেকআপ রুমে প্রবেশ করলাম। এর আগেই এই ফ্লোরের সামনে দিয়ে ৯ নম্বর ফ্লোরের দিকে যাচ্ছিলেন অভিনেতা মিশা সওদাগর, প্রখ্যাত চিত্রপরিচালক মনতাজুর রহমান আকবর ও আরও কয়েকজন প্রযোজক-পরিচালক। মিশা ভাই আমাকে দেখে জড়িয়ে ধরলেন। বললেন, ভাই অনেক দিন পর একটি মনের মতো গল্প ও চরিত্রের ছবি করছি। আমার জন্য দোয়া করবেন। মনতাজুর রহমান আকবর ভাইও ছবিটিকে ঘিরে এফডিসিতে সাজ সাজ রবের প্রশংসা করে বললেন আমি চাই এভাবে ভালো প্রযোজক ফিরে আসুক ও এফডিসি এবং চলচ্চিত্র জগৎ আবার প্রাণ ফিরে পাক। মেকআপ রুমে বসে অপু বিশ্বাস, আমি, সোনিয়া ও প্রখ্যাত মেকআপম্যান সেলিম চলচ্চিত্র নিয়ে নানা গল্প করছিলাম। এরই মাঝে কয়েকটি টিভি চ্যানেলের ক্যামেরা এসে হাজির। আগে থেকেই তারা অপুর সাক্ষাৎকার নেওয়ার জন্য অ্যাপয়েনমেন্ট নিয়ে রেখেছিলেন। অপুর সামনে টিভি ক্যামেরা ওপেন হলো। তিনি বলে চললেন, ‘আসলে চলচ্চিত্রের এই দুঃসময়ে এমন একটি সমৃদ্ধ কাজ শুরু করা সাহসের ব্যাপার। এ ধরনের কাজের ধারাবাহিকতা বজায় থাকলে চলচ্চিত্র জগৎ শিগগিরই ঘুরে দাঁড়াতে বাধ্য।’ অপু বলেন, ‘করোনাকাল ও ঈদের পর এই ছবিটির কাজ দিয়ে এফডিসিতে ফের প্রাণের সঞ্চার হয়েছে। চলচ্চিত্র জগৎকে এমনই প্রাণবন্ত দেখতে চাই আমরা।’ কথায় কথায় সন্ধ্যা গড়িয়ে রাত হলো। রাতের অন্ধকার ভেদ করে ‘প্রেম-প্রীতি-বন্ধন’ ছবির সেটের আলো নতুন করে আলোকিত করে তুলল এফডিসিকে। এবার বিদায়ের পালা। আমি ও সোনিয়া গাড়িতে চড়লাম। এফডিসিতে উৎসাহী মানুষের ভিড় ঠেলে গাড়ি একসময় রাস্তা ধরে বাড়ির পথে এগিয়ে চলল। অপু, জয়, আর মিশা সওদাগরের ‘প্রেম-প্রীতি-বন্ধন’ ছবির মনকাড়া  বাঁধন তখনো আমাদের দুজনকে জড়িয়ে রেখেছে।           

 

ছবি : সোনিয়া রহমান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর