রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা

ফেরদৌসের ‘১৯৭১ সেইসব দিন’

শোবিজ প্রতিবেদক

ফেরদৌসের ‘১৯৭১ সেইসব দিন’

সরকারি অনুদানের অনেক সিনেমায় অভিনয় করেছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস। এরই মধ্যে ফেরদৌস মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’-এর কাজ শুরু করেছেন। এর আগে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হলেও গত ২০ মে থেকে ফেরদৌস রাজধানীর পুরান ঢাকায় এ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন। আগামী ২৫ মে পর্যন্ত এ সিনেমার শুটিং করবেন বলে জানান ফেরদৌস। সিনেমাটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য এবং নির্মাণ করছেন গুণী অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। সিনেমাটিতে ফেরদৌস অভিনয় করছেন সঞ্জু চরিত্রে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। অভিনয় প্রসঙ্গে ফেরদৌস আহমেদ বলেন, ‘এর আগেও আমি সরকারি অনুদানে কিংবা অনুদানের বাইরেও মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমাতে অভিনয় করেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে, ১৯৭১ সেইসব দিন সিনেমাটি আমার করা মুক্তিযুদ্ধের গল্পের সিনেমার মধ্যে অন্যতম ভালো সিনেমা। নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের গল্প উঠে এসেছে এ সিনেমায়। আমি যতদূর জানি হৃদি তার বাবা-মা এবং আশপাশের অনেকের কাছ থেকে গল্প শুনে এবং সেসব গল্পের সত্যতা যাচাই করেই এ সিনেমাটির গল্প লিখেছেন। সিনেমাটি নির্মাণ করতে গিয়ে হৃদি মুক্তিযুদ্ধের আবহ তৈরি করতে কোনো ফুটেজের ওপর নির্ভর করছেন না। যে দৃশ্যের জন্য যা প্রয়োজন তাই করা হচ্ছে। সবচেয়ে বড় কথা সিনেমাটি নির্মাণ করতে গিয়ে কোনোরকম তাড়াহুড়াও করছেন না হৃদি।

সর্বশেষ খবর