বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

নির্মিত হচ্ছে পোস্টমাস্টারের সিক্যুয়াল ‘আ লেটার অব পোস্টমাস্টার’

শোবিজ প্রতিবেদক

নির্মিত হচ্ছে পোস্টমাস্টারের সিক্যুয়াল  ‘আ লেটার অব পোস্টমাস্টার’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প পোস্টমাস্টারের বিখ্যাত চরিত্র রতনকে কেন্দ্র করে নিরীক্ষাধর্মী একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে পোস্টমাস্টারের সিক্যুয়্যাল ‘আ লেটার অব পোস্টমাস্টার’ নামে একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি নির্মাণ করছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সুপিণ বর্মণ। নির্মাতা সুপিণ বর্মণ জানান, ২০১৬ সালে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প পোস্টমাস্টার অবলম্বনে নির্মাণ করেছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পোস্টমাস্টার। সে সময় চলচ্চিত্রটি দেশ ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসিত হয় এবং দুটি উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কারও অর্জন করে। পোস্টমাস্টারের সফলতা এবং একজন খুদে দর্শকের অনুরোধে গল্পের মূল চরিত্র রতনকে কেন্দ্র করে একটি নিরীক্ষাধর্মী গল্প নিয়ে এবার নির্মাণ করছেন ‘আ লেটার অব পোস্টমাস্টার। পোস্টমাস্টার গল্পে দেখা যায়, পোস্টমাস্টার বদলি হয়ে কলকাতায় চলে যাওয়ার মধ্য দিয়ে পোস্টমাস্টার চলচ্চিত্রের সমাপ্তি ঘটে। পোস্টমাস্টার চলে যাওয়ার পর রতনের কী ঘটে তা আর দর্শক জানেন না। অনাথ মেয়ে রতনের প্রতি দর্শকের দারুণ এক ভালোবাসার জায়গা তৈরি হয়। ফলে আগ্রহ জাগে রতনের পরবর্তী জীবনযাপন সম্পর্কে জানতে।’  চলচ্চিত্রটি আগামী ২২ শ্রাবণ মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা সুপিণ বর্মণ।

সর্বশেষ খবর