সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

আজ ফেরদৌসের জন্মদিন

শোবিজ প্রতিবেদক

আজ ফেরদৌসের জন্মদিন

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস বলেন, আমি একজন নায়ক হয়েই থাকতে চাই। কারণ আমাদের দেশে ক্যারেক্টার আর্টিস্টদের ভিত্তি করে কোনো গল্প তৈরি হয় না। আজ এই দর্শকপ্রিয় অভিনেতার জন্মদিন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ও মানসম্মত চলচ্চিত্রের অভাবে সিনেমা হলে দর্শক যাচ্ছে না। ভালো ছবি নির্মাণ করলে দর্শক যে সিনেমা হলমুখী হয় তার প্রমাণ বরাবরই পাওয়া গেছে। এখন শুধু সিনেমা হল নয়, সিনেমা ব্যবসার প্রসারে সিনেপ্লেক্স ও অনলাইন প্ল্যাটফরমও চালু হয়েছে। প্রদর্শনের স্থান বাড়লেও মানসম্মত ছবির সংখ্যা বাড়ছে না। দেশের ৬০ জেলায় ৬০টি সিনেপ্লেক্স নির্মাণ জরুরি। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। এখন চলচ্চিত্রের মানুষদেরই দায়িত্ববান হতে হবে। ফেরদৌস বলেন, আমি আজীবন অভিনয় করে যেতে চাই, ছবি পরিচালনা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আজীবন একজন নায়কের উদাহরণ হয়েই থাকতে চাই। জনপ্রিয় অভিনেতা-প্রযোজক ফেরদৌস তাঁর জন্মদিনে সবার দোয়া চেয়েছেন।  বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে ফেরদৌসের প্রতি রইল জন্মদিনের ফুলেল শুভেচ্ছা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর