বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

ঈদে অন্যরকম আনন্দমেলা

শোবিজ প্রতিবেদক

ঈদে অন্যরকম আনন্দমেলা

পুরোপুরি ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের এবারের ঈদের ‘আনন্দমেলা’। প্রচলিত মেলায় আমরা যা দেখি, তার সবই ছিল আনন্দমেলার সেটে। মূলত আমাদের সংস্কৃতি থেকে ক্রমশ হারিয়ে যেতে থাকা মেলাকে ঘিরেই তৈরি হয়েছে এই ‘আনন্দমেলা’। এখানেও দেখা যাবে- যাত্রার প্যান্ডেল, সার্কাস, পুতুল নাচ, বায়োস্কোপ, নিশানা লাগানো, চুড়ি, মুড়িমুড়কির দোকান, মিষ্টির দোকান, বেতের নানা উপকরণের দোকান, নাগরদোলা, বানর নাচ, হাওয়াই মিঠাই, খাবারের দোকান, পোশাকের দোকান ইত্যাদি। এবারের আনন্দমেলা প্রযোজনা করেছেন হাসান রিয়াদ ও এল রুমা আক্তার এবং পান্ডুলিপি লিখেছেন লিটু সাখাওয়াত।  এটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর