ঈদকে সামনে রেখে ওটিটি [ওভার দ্য টপ] আর ইউটিউব-নির্ভর প্রতিষ্ঠান তৈরি করে নতুন নতুন প্রযোজনায়। কয়েক বছর ধরে এই মাধ্যমে নতুন প্রযোজনার সংখ্যা বাড়ছিল। নানা সীমাবদ্ধতা নিয়েও উৎসবের রং ছড়িয়ে দিতে অনলাইন প্ল্যাটফরমগুলো গেল ঈদের মতো নতুন আয়োজনের পাশাপাশি পুরনো নাটক আর সিনেমার পসরা সাজিয়েছে
বায়োস্কোপ
ঈদুল আজহা সামনে রেখে দেশীয় ওয়েব প্ল্যাটফরম বায়োস্কোপে প্রকাশ হয়েছে তিন পর্বের অ্যান্থলজি সিরিজ ‘বউ ডায়রীজ’। সিরিজটি প্রযোজনা করেছে বঙ্গ বিডি। নির্মাণ করেছেন সামির আহমেদ। পর্ব তিনটির নাম ‘স্পটলাইট’ (আহমেদ রুবেল ও মৌটুসী বিশ্বাস), ‘ঠু লেট’ (স্পর্শিয়া ও ইয়াস রোহান) ও ‘বোন অ্যাপেটিট’ (রওনক হাসান ও অর্ষা)।
বিঞ্জ
এবার ঈদ সামনে রেখে এই প্ল্যাটফরমে এসেছে আট পর্বের ওয়েব সিরিজ ‘পঁচিশ’। এটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার। অভিনয় করেছেন শ্যামল মাওলা, সুনেরাহ বিনতে কামাল, সাঈদ বাবু, ইয়াশ রোহান, রুদ্র হক, সায়েদ রিশাদ, মার্শিয়া শাওন, মিজানুর রহমান, দেব দীপ ও রিপন।
চরকি
চরকিতে প্রকাশিত হয়েছে শিহাব শাহিনের ওয়েব সিরিজ ‘মরীচিকা’। শিগগিরই এই অ্যাপে আসছে জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের পরিচালনায় গায়ক প্রীতম হাসান ও অভিনেতা পলাশ অভিনীত ‘ইউটিউমার’ ও মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘নেটওয়ার্কের বাইরে’। এতে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের একঝাঁক তারকা। প্যারানরমাল স্টোরি নিয়ে তৈরি পাঁচ পর্বের অ্যান্থলজি ‘ঊনলৌকিক’ও আসছে।
সিনেবাজ
গত বৃহস্পতিবার রাতেই আত্মপ্রকাশ করল নতুন ওটিটি প্ল্যাটফরম ‘সিনেবাজ’। এটি বিখ্যাত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার প্ল্যাটফরম। এখানে আপাতত শাপলা মিডিয়ার প্রযোজিত কনটেন্টগুলোই দেখানো হবে। এ সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে অপু বিশ্বাস ও কলকাতার বিখ্যাত তারকা ঋতুপর্ণা সেনগুপ্তকে। সিনেবাজ অ্যাপের যাত্রা শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কৈশোর নিয়ে নির্মিত সেলিম খান পরিচালিত সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ দিয়ে। এতে অভিনয় করেছেন শান্ত খান ও দীঘি। শাপলা মিডিয়ার অনুষ্ঠান প্রধান ও নির্মাতা অপূর্ব রানা বলেন, ‘আমাদের সিনেবাজের জন্য ইতিমধ্যে ১২টি সিনেমা একেবারে প্রস্তুত। এর মধ্যে রয়েছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই, যেটি ইতিমধ্যে উন্মুক্ত হয়েছে দর্শকের জন্য। একটা একটা করে মুক্তি পাবে শাকিব খান-বুবলীর ‘বিদ্রোহী’, নিরব-বুবলী-রোশানের ‘চোখ’, শ্রাবন্তী চ্যাটার্জি-শান্ত খানের ‘বিক্ষোভ’, শান্ত খানের ‘বুবুজান’, বিপাশা কবির-সাদমানের ‘পরানে পরান বাঁধিয়া’, বঙ্গবন্ধুর হত্যাকান্ড নিয়ে আগস্ট ৭৫’ সিনেমাগুলো।’
হইচই
ঈদুল আজহাকে সামনে রেখেই কলকাতার ওয়েব প্ল্যাটফরম হইচইয়ে মুক্তি পেয়েছে দেশীয় ওয়েব সিরিজ আশফাক নিপুণের ‘মহানগর’। মোশাররফ করিম, মম, শ্যামল মাওলা, খায়রুল বাশার, ইমরান অভিনীত সিরিজটি জনপ্রিয়তা পেয়েছে।
জি ফাইভ
ভারতের আরেক ওটিটি প্ল্যাটফরম জি ফাইভে সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সামাজিক পলিটিক্যালধর্মী ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। আফজাল হোসেন, মামুনুর রশীদ, তানসিয়া ফারিন, মারিয়া নূর অভিনীত সিরিজটিও বেশ সাড়া ফেলেছে।
ধ্রুব টিভি
ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলটিতে থাকছে নানা আয়োজন। প্রায় ১২টি নাটক দেখা যাবে চ্যানেলটিতে। ধ্রুব টিভির স্বত্বাধিকারী ধ্রুব গুহ বলেন, বছরের সব সময়ই জি সিরিজের ইউটিউব চ্যানেলে নানা অনুষ্ঠান প্রচার হচ্ছে। ঈদে দর্শকদের প্রত্যাশার চাপ বেশি থাকে। তাই সব শ্রেণির দর্শকের কথা মাথায় রেখেই আয়োজন সাজিয়েছি। আশা করছি, আমাদের নাটকগুলো দর্শকদের কাছে ভালো লাগবে।’
সিএমভি
আসছে ঈদে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ১৪টি নতুন নাটক। সিএমভির সাহেদ আলী পাপ্পু বলেন, ‘গেল ঈদেও আমাদের ইউটিউব চ্যানেলে ব্যতিক্রমী আয়োজন ছিল। এবারের ঈদেও তার ব্যত্যয় ঘটেনি। আমরা চেষ্টা করেছি দর্শক পছন্দের অভিনয়শিল্পী ও নির্মাতাদের নিয়ে নাটক নির্মাণের। যার প্রতিটি গল্পই দর্শকদের কাছে ভালো লাগবে।’